ক্রীড়া ডেস্ক
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের থেকে জয় কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নিয়ে আজ পাকিস্তান রীতিমতো ছেলেখেলা করেছে। তাতে পাকিস্তানের দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরোল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ জয় পাকিস্তান পেয়েছিল ২০১৭ সালে। মেলবোর্নে সেবার ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। অ্যাডিলেড ওভালে আজ ৯ উইকেটে জিতে পাকিস্তান ফুরিয়েছে ৭ বছরের অপেক্ষা। পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
১৬৪ রান তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। পাওয়ারপ্লেতে (প্রথম ১০ ওভারে) কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে পাকিস্তান। ১২তম ওভার থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হওয়ার কাজ শুরু করে পাকিস্তান। মিচেল স্টার্কের ওভারে ২ চার ও ১ ছক্কায় একাই ১৪ রান করেন আইয়ুব।
বিধ্বংসী হতে গিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটিটা ৮৭ রানেই ভাঙতেই বসেছিল। ১৫তম ওভারের তৃতীয় বলে প্যাট কামিন্সকে ডাউন দ্য উইকেটে খেলতে যান আইয়ুব। আউটসাইড এজ হওয়া বল ডিপ পয়েন্টে মিস করেছেন অ্যাডাম জাম্পা। আইয়ুবের রান তখন ৪৭। এই ওভারেই পাকিস্তানি বাঁহাতি ওপেনার তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।
একটা পর্যায়ে হিসেব করা হচ্ছিল আইয়ুব তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাবেন কি না। কারণ পাকিস্তানের স্কোর ছিল ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৭ রান। এই ১৩৭ রানেই ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। ২১তম ওভারের দ্বিতীয় বলে জাম্পাকে ইনসাইড আউট খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েন আইয়ুব। সহজ ক্যাচটি তালুবন্দী করেন জশ হ্যাজলউড। ৭১ বলে ৫ চার ও ৬ ছয়ে আইয়ুব করেন ৮২ রান।
জয়ের জন্য বাকি পথটুকু পাড়ি দিতে পাকিস্তানের আর লেগেছে ৩৭ বল। দ্বিতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে আব্দুল্লাহ শফিক গড়েন ৩৭ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি। ২৭তম ওভারের তৃতীয় বলে জাম্পাকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বাবর। ৬৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন শফিক।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলিং তোপে ৩৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভ স্মিথ। ৪৮ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। ম্যাচে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ নিয়েছেন ৫ উইকেট। ৮ ওভার বোলিং করে খরচ করেন ২৯ রান। পাকিস্তানি পেসারই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের থেকে জয় কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নিয়ে আজ পাকিস্তান রীতিমতো ছেলেখেলা করেছে। তাতে পাকিস্তানের দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরোল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ জয় পাকিস্তান পেয়েছিল ২০১৭ সালে। মেলবোর্নে সেবার ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। অ্যাডিলেড ওভালে আজ ৯ উইকেটে জিতে পাকিস্তান ফুরিয়েছে ৭ বছরের অপেক্ষা। পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
১৬৪ রান তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। পাওয়ারপ্লেতে (প্রথম ১০ ওভারে) কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে পাকিস্তান। ১২তম ওভার থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হওয়ার কাজ শুরু করে পাকিস্তান। মিচেল স্টার্কের ওভারে ২ চার ও ১ ছক্কায় একাই ১৪ রান করেন আইয়ুব।
বিধ্বংসী হতে গিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটিটা ৮৭ রানেই ভাঙতেই বসেছিল। ১৫তম ওভারের তৃতীয় বলে প্যাট কামিন্সকে ডাউন দ্য উইকেটে খেলতে যান আইয়ুব। আউটসাইড এজ হওয়া বল ডিপ পয়েন্টে মিস করেছেন অ্যাডাম জাম্পা। আইয়ুবের রান তখন ৪৭। এই ওভারেই পাকিস্তানি বাঁহাতি ওপেনার তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।
একটা পর্যায়ে হিসেব করা হচ্ছিল আইয়ুব তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাবেন কি না। কারণ পাকিস্তানের স্কোর ছিল ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৭ রান। এই ১৩৭ রানেই ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। ২১তম ওভারের দ্বিতীয় বলে জাম্পাকে ইনসাইড আউট খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েন আইয়ুব। সহজ ক্যাচটি তালুবন্দী করেন জশ হ্যাজলউড। ৭১ বলে ৫ চার ও ৬ ছয়ে আইয়ুব করেন ৮২ রান।
জয়ের জন্য বাকি পথটুকু পাড়ি দিতে পাকিস্তানের আর লেগেছে ৩৭ বল। দ্বিতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে আব্দুল্লাহ শফিক গড়েন ৩৭ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি। ২৭তম ওভারের তৃতীয় বলে জাম্পাকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বাবর। ৬৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন শফিক।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলিং তোপে ৩৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভ স্মিথ। ৪৮ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। ম্যাচে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ নিয়েছেন ৫ উইকেট। ৮ ওভার বোলিং করে খরচ করেন ২৯ রান। পাকিস্তানি পেসারই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
স্কোরকার্ডে লেখা থাকবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্র হয়েছে। কিন্তু যাঁরা খেলা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পারবেন ভারতের কাছে এই ড্রয়ের মাহাত্ম্য কতটুকু। ম্যাচ ড্র হওয়ার আগে ঘটেছে নাটকীয় ঘটনাও। যেখানে ইংল্যান্ডের প্রস্তাবে ভারত নারাজ ছিল।
১২ মিনিট আগেঅস্ট্রেলিয়ার কাছে তিন টেস্টের তিনটিতেই বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ধারাবাহিকতা বজায় থাকল টি-টোয়েন্টি সিরিজেও। সিরিজের প্রথম চার টি-টোয়েন্টির চারটিতেই জিতেছে অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঠের লড়াই এখন তেমন একটা জমজমাট হয় না। বেশির ভাগ ম্যাচই একতরফাভাবে জেতে ভারত। তবে মাঠের ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবস্থা যেমনই হোক না কেন, মাঠের বাইরে তাদের বিভিন্ন ঘটনা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এমনকি পাকিস্তান কোনো ম্যাচ না খেললেও আলোচনায় ঠিকই চলে আসে।
১ ঘণ্টা আগেক্রিস্টিয়ানো রোনালদো ২০২৩ সালে আল নাসরে যাওয়ার পর সৌদি আরবে ফুটবলারদের যাওয়ার ধুম পড়ে গেছে। নেইমার, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনোরাও খেলেছেন সৌদি ক্লাবে। এবার পর্তুগালের তরুণ ফুটবলার হোয়াও ফেলিক্সের ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে