নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢালাওভাবে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিরা। নারায়ণগঞ্জে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
অনুশীলনের জন্য এবারের বিপিএলের আগে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে নিজেদের পছন্দের অনুশীলন ভেন্যু। সর্বশেষ সংস্করণে একই মাঠে অনুশীলন করতে বেশির ভাগ দল। ফলে মিরপুর একাডেমিতে আদর্শ প্রস্তুতিরও সুযোগ হত না ফ্র্যাঞ্চাইজিদের। তার ওপর এবার মাঠের বড় একটা জায়গা জুড়ে রয়েছে বিসিবি গ্রিন হাউজ এফেক্টের প্রজেক্ট। কমে গেছে উইকেটও।
সবকিছু বিবেচনায় এবার মিরপুরের বাইরেই অনুশীলন করছে বিপিএলের ৫-৬টি দল। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন মোহাম্মদ সালাহ উদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ বলেছেন, ‘দেখুন মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনো মাছ বাজারের মতো লাগত। এক সঙ্গে এতগুলো দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোট হয়ে গেছে। যদি এখন সাতটি দল আসে, তাহলে অনুশীলন করার তো সুযোগ নেই। সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। এ কারণেই এখানে আসা।’
কোচ সালাহ উদ্দিনের অধীনে অনুশীলন করেছেন স্থানীয় ক্রিকেটাররা। লিটন দাস-মাহিদুল ইসলাম অঙ্কনদের দীক্ষা দিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন কুমিল্লার কোচ। সেখানে এল তাঁর আরেক শিষ্য সাকিব আল হাসানের প্রসঙ্গ। যদিও সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
সুসম্পর্কের পাশাপাশি সাকিবের মাস্কো একাডেমির কোচও সালাহ উদ্দিন। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে সাংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিবের নামের সঙ্গে এমপি শব্দও যোগ হয়েছে। ফলে এবার শুধু অলরাউন্ডার সাকিব নয়, সংসদ সদস্য সাকিবেরও গুরু সালাহ উদ্দিন। ব্যাপারটি কেমন লাগে তাঁর কাছে?
সালাহ উদ্দিন অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিষ্য সাকিব এমপি-মন্ত্রী যা-ই হোক না কেন, তাঁর কাছে শুধুই ‘সাকিব’। দেশসেরা কোচ বলেছেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়ে আমার আগ্রহ নেই। সে আমার কাছে যে মানুষটা এবং আমি আশা করি সাকিব আমার কাছে সেই মানুষই থাকবে।’
তার পরই সালাহ উদ্দিনের স্পষ্ট কথা, ‘সে (সাকিব) এমপি হলো নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় যে আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই।’
ঢালাওভাবে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিরা। নারায়ণগঞ্জে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
অনুশীলনের জন্য এবারের বিপিএলের আগে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে নিজেদের পছন্দের অনুশীলন ভেন্যু। সর্বশেষ সংস্করণে একই মাঠে অনুশীলন করতে বেশির ভাগ দল। ফলে মিরপুর একাডেমিতে আদর্শ প্রস্তুতিরও সুযোগ হত না ফ্র্যাঞ্চাইজিদের। তার ওপর এবার মাঠের বড় একটা জায়গা জুড়ে রয়েছে বিসিবি গ্রিন হাউজ এফেক্টের প্রজেক্ট। কমে গেছে উইকেটও।
সবকিছু বিবেচনায় এবার মিরপুরের বাইরেই অনুশীলন করছে বিপিএলের ৫-৬টি দল। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন মোহাম্মদ সালাহ উদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ বলেছেন, ‘দেখুন মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনো মাছ বাজারের মতো লাগত। এক সঙ্গে এতগুলো দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোট হয়ে গেছে। যদি এখন সাতটি দল আসে, তাহলে অনুশীলন করার তো সুযোগ নেই। সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। এ কারণেই এখানে আসা।’
কোচ সালাহ উদ্দিনের অধীনে অনুশীলন করেছেন স্থানীয় ক্রিকেটাররা। লিটন দাস-মাহিদুল ইসলাম অঙ্কনদের দীক্ষা দিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন কুমিল্লার কোচ। সেখানে এল তাঁর আরেক শিষ্য সাকিব আল হাসানের প্রসঙ্গ। যদিও সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
সুসম্পর্কের পাশাপাশি সাকিবের মাস্কো একাডেমির কোচও সালাহ উদ্দিন। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে সাংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিবের নামের সঙ্গে এমপি শব্দও যোগ হয়েছে। ফলে এবার শুধু অলরাউন্ডার সাকিব নয়, সংসদ সদস্য সাকিবেরও গুরু সালাহ উদ্দিন। ব্যাপারটি কেমন লাগে তাঁর কাছে?
সালাহ উদ্দিন অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিষ্য সাকিব এমপি-মন্ত্রী যা-ই হোক না কেন, তাঁর কাছে শুধুই ‘সাকিব’। দেশসেরা কোচ বলেছেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়ে আমার আগ্রহ নেই। সে আমার কাছে যে মানুষটা এবং আমি আশা করি সাকিব আমার কাছে সেই মানুষই থাকবে।’
তার পরই সালাহ উদ্দিনের স্পষ্ট কথা, ‘সে (সাকিব) এমপি হলো নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় যে আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই।’
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
১০ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
১১ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৩ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
১৪ ঘণ্টা আগে