আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনালের আশা কার্যত শেষ সাকিবদের। প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ চার ম্যাচে হেরে একই অবস্থা পাকিস্তানেরও। তারপরও ম্যাচটা যখন বাংলাদেশ-পাকিস্তানের; কিছু গুরুগম্ভীর প্রশ্ন সাকিবের কাছে রেখেছিলেন সাংবাদিকেরা।
কিন্তু এমন পরিস্থিতিতেও সংবাদ সম্মেলন শেষ করে গেলেন হাসি দিয়ে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর আগে সবাইকে হাসালেন। বললেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, ইডেনে বলতে গেলে অপ্রতিরোধ্য পাকিস্তান। এই মাঠে ছয়টি ওয়ানডে খেলে তারা হেরেছে মাত্র এক ম্যাচ। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ জয় তাদের। তবে দীর্ঘদিন ধরে এখানে খেলা হয় না তাদের। সাংবাদিকেরা সাকিবের কাছে জানতে চেয়েছিলেন, ইডেনের অপ্রতিরোধ্য পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের কৌশল। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ না খেলার প্রসঙ্গটিও এলো সঙ্গে। বাংলাদেশ অধিনায়ক এ ব্যাপারে বলেছেন, ‘যাদের আইপিএল খেলেছে, আমি, মোস্তাফিজ ও লিটনের ধারণা আছে। যারা খেলেনি তাদের তো আসলে ধারণা নেই। তাতে খুব বেশি কিছু যে হবে তা আমি বলব না। যদি ওদের (পাকিস্তান) কোচ বলে থাকেন, দুই দলের কাছে অপরিচিত কন্ডিশন, শেষ ১০-১৫ বছরে এখানে খুব একটা খেলা হয়নি। সেদিক থেকে আমাদের খুব একটা পরিচিত জায়গা আমাদের না, যদিও কাছাকাছি দেশ।’
এরপরই জানতে চাওয়া হয়, পাকিস্তানের টানা হার বাংলাদেশের জন্য সুবিধার হবে কি না এই ম্যাচে। তখনই সাকিব হেসে বলেন, ‘ওরাও বলতে পারে, আমরা পাঁচ ম্যাচ হেরেছি। এটা ওদের জন্য সুবিধাজনক। কি বলব, আপনি বলেন।’ এরপর হেসে হেসে বলেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনালের আশা কার্যত শেষ সাকিবদের। প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ চার ম্যাচে হেরে একই অবস্থা পাকিস্তানেরও। তারপরও ম্যাচটা যখন বাংলাদেশ-পাকিস্তানের; কিছু গুরুগম্ভীর প্রশ্ন সাকিবের কাছে রেখেছিলেন সাংবাদিকেরা।
কিন্তু এমন পরিস্থিতিতেও সংবাদ সম্মেলন শেষ করে গেলেন হাসি দিয়ে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর আগে সবাইকে হাসালেন। বললেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, ইডেনে বলতে গেলে অপ্রতিরোধ্য পাকিস্তান। এই মাঠে ছয়টি ওয়ানডে খেলে তারা হেরেছে মাত্র এক ম্যাচ। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ জয় তাদের। তবে দীর্ঘদিন ধরে এখানে খেলা হয় না তাদের। সাংবাদিকেরা সাকিবের কাছে জানতে চেয়েছিলেন, ইডেনের অপ্রতিরোধ্য পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের কৌশল। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ না খেলার প্রসঙ্গটিও এলো সঙ্গে। বাংলাদেশ অধিনায়ক এ ব্যাপারে বলেছেন, ‘যাদের আইপিএল খেলেছে, আমি, মোস্তাফিজ ও লিটনের ধারণা আছে। যারা খেলেনি তাদের তো আসলে ধারণা নেই। তাতে খুব বেশি কিছু যে হবে তা আমি বলব না। যদি ওদের (পাকিস্তান) কোচ বলে থাকেন, দুই দলের কাছে অপরিচিত কন্ডিশন, শেষ ১০-১৫ বছরে এখানে খুব একটা খেলা হয়নি। সেদিক থেকে আমাদের খুব একটা পরিচিত জায়গা আমাদের না, যদিও কাছাকাছি দেশ।’
এরপরই জানতে চাওয়া হয়, পাকিস্তানের টানা হার বাংলাদেশের জন্য সুবিধার হবে কি না এই ম্যাচে। তখনই সাকিব হেসে বলেন, ‘ওরাও বলতে পারে, আমরা পাঁচ ম্যাচ হেরেছি। এটা ওদের জন্য সুবিধাজনক। কি বলব, আপনি বলেন।’ এরপর হেসে হেসে বলেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১০ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১০ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে