নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটাও হেরেছে বাংলাদেশ। তবে আগের তিন ম্যাচের চেয়ে আজ একটু প্রতিদ্বন্দ্বিতা করে সাকিব আল হাসানের দল। আর এটাকেই বিশ্বকাপের আগে তৃপ্তি হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলছিলেন, ‘আজ আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি। হয়তো আর কিছু রান বেশি করতে পারতাম। শেষ ওভারে আমরা ৩ রান করতে পেরেছি। শেষের দিকে স্বীকৃত ব্যাটার ক্রিজে ছিল। তাদের কাছ থেকে দলের আশা ছিল ১০-১৫ রান। তবে এমন হতেই পারে।’
আজ টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ ১৭৩ রান করে বাংলাদেশ। তবে দলীয় স্কোর আরও বড় করতে পারত তারা। শেষ তিন ওভারে মাত্র ২১ রান তুলতে পারে বাংলাদেশ। যদিও আপাতত নেতিবাচক ব্যাপার নিয়ে কথা বলতে চান না সাকিব, ‘আমি নেতিবাচক দিকগুলো উল্লেখ করতে চাইছি না। মাঝের ওভারে আমরা দারুণ খেলেছি। এই জায়গায় আমরা পিছিয়ে ছিলাম।’
বোলিংটা আরেকটু ভালো হতে পারত জানিয়ে সাকিব বলেন, ‘আমরা যে অবস্থায় ছিলাম, সেখান থেকে আরও বেশি রান করতে পারতাম। তবে ইনিংসের শুরুতে যদি আমাকে কেউ বলত ১৭৫ দেওয়া হবে, আমি সেটি নিতাম। পাঁচ জেনুইন বোলার নিয়ে আমরা আরেকটু ভালো বোলিং করতে পারতাম। টি-টোয়েন্টিতে ব্যাটার থিতু হয়ে গেলে আটকে রাখা কঠিন হয়ে পড়ে।’
টুর্নামেন্টের শেষ ম্যাচে আজও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। আজ ইনিংস উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। আবার তিনে নামতে হয় লিটন দাসকে। তবে বিশ্বকাপ দল নিয়ে পরিষ্কার ধারণা আছে জানিয়ে সাকিব বলেন, ‘টিম ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে আমরা এখন পরিষ্কার যে বিশ্বকাপে কোন দল খেলানো হবে, আমরা ঠিক কী চাইছি। এই সিরিজ থেকে যেমন প্রস্তুতি চাইছিলাম, আমরা সেটা পেয়েছি। এখন আমাদের কাজ হলো বিশ্বকাপে নিজেদের মেলে ধরা, দেশের জন্য ভালো কিছু করা। আমরা যেভাবে খেলেছি, প্রথম ম্যাচ ও শেষ ম্যাচ দেখুন, অনেক উন্নতি হয়েছে।’
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটাও হেরেছে বাংলাদেশ। তবে আগের তিন ম্যাচের চেয়ে আজ একটু প্রতিদ্বন্দ্বিতা করে সাকিব আল হাসানের দল। আর এটাকেই বিশ্বকাপের আগে তৃপ্তি হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলছিলেন, ‘আজ আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি। হয়তো আর কিছু রান বেশি করতে পারতাম। শেষ ওভারে আমরা ৩ রান করতে পেরেছি। শেষের দিকে স্বীকৃত ব্যাটার ক্রিজে ছিল। তাদের কাছ থেকে দলের আশা ছিল ১০-১৫ রান। তবে এমন হতেই পারে।’
আজ টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ ১৭৩ রান করে বাংলাদেশ। তবে দলীয় স্কোর আরও বড় করতে পারত তারা। শেষ তিন ওভারে মাত্র ২১ রান তুলতে পারে বাংলাদেশ। যদিও আপাতত নেতিবাচক ব্যাপার নিয়ে কথা বলতে চান না সাকিব, ‘আমি নেতিবাচক দিকগুলো উল্লেখ করতে চাইছি না। মাঝের ওভারে আমরা দারুণ খেলেছি। এই জায়গায় আমরা পিছিয়ে ছিলাম।’
বোলিংটা আরেকটু ভালো হতে পারত জানিয়ে সাকিব বলেন, ‘আমরা যে অবস্থায় ছিলাম, সেখান থেকে আরও বেশি রান করতে পারতাম। তবে ইনিংসের শুরুতে যদি আমাকে কেউ বলত ১৭৫ দেওয়া হবে, আমি সেটি নিতাম। পাঁচ জেনুইন বোলার নিয়ে আমরা আরেকটু ভালো বোলিং করতে পারতাম। টি-টোয়েন্টিতে ব্যাটার থিতু হয়ে গেলে আটকে রাখা কঠিন হয়ে পড়ে।’
টুর্নামেন্টের শেষ ম্যাচে আজও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। আজ ইনিংস উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। আবার তিনে নামতে হয় লিটন দাসকে। তবে বিশ্বকাপ দল নিয়ে পরিষ্কার ধারণা আছে জানিয়ে সাকিব বলেন, ‘টিম ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে আমরা এখন পরিষ্কার যে বিশ্বকাপে কোন দল খেলানো হবে, আমরা ঠিক কী চাইছি। এই সিরিজ থেকে যেমন প্রস্তুতি চাইছিলাম, আমরা সেটা পেয়েছি। এখন আমাদের কাজ হলো বিশ্বকাপে নিজেদের মেলে ধরা, দেশের জন্য ভালো কিছু করা। আমরা যেভাবে খেলেছি, প্রথম ম্যাচ ও শেষ ম্যাচ দেখুন, অনেক উন্নতি হয়েছে।’
বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৪ ঘণ্টা আগে