Ajker Patrika

সেরা ক্রিকেট খেলার তৃপ্তি সাকিবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৫: ২৪
সেরা ক্রিকেট খেলার তৃপ্তি সাকিবের

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটাও হেরেছে বাংলাদেশ। তবে আগের তিন ম্যাচের চেয়ে আজ একটু প্রতিদ্বন্দ্বিতা করে সাকিব আল হাসানের দল। আর এটাকেই বিশ্বকাপের আগে তৃপ্তি হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। 

পাকিস্তানের বিপক্ষে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলছিলেন, ‘আজ আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি। হয়তো আর কিছু রান বেশি করতে পারতাম। শেষ ওভারে আমরা ৩ রান করতে পেরেছি। শেষের দিকে স্বীকৃত ব্যাটার ক্রিজে ছিল। তাদের কাছ থেকে দলের আশা ছিল ১০-১৫ রান। তবে এমন হতেই পারে।’ 

আজ টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ ১৭৩ রান করে বাংলাদেশ। তবে দলীয় স্কোর আরও বড় করতে পারত তারা। শেষ তিন ওভারে মাত্র ২১ রান তুলতে পারে বাংলাদেশ। যদিও আপাতত নেতিবাচক ব্যাপার নিয়ে কথা বলতে চান না সাকিব, ‘আমি নেতিবাচক দিকগুলো উল্লেখ করতে চাইছি না। মাঝের ওভারে আমরা দারুণ খেলেছি। এই জায়গায় আমরা পিছিয়ে ছিলাম।’ 

বোলিংটা আরেকটু ভালো হতে পারত জানিয়ে সাকিব বলেন, ‘আমরা যে অবস্থায় ছিলাম, সেখান থেকে আরও বেশি রান করতে পারতাম। তবে ইনিংসের শুরুতে যদি আমাকে কেউ বলত ১৭৫ দেওয়া হবে, আমি সেটি নিতাম। পাঁচ জেনুইন বোলার নিয়ে আমরা আরেকটু ভালো বোলিং করতে পারতাম। টি-টোয়েন্টিতে ব্যাটার থিতু হয়ে গেলে আটকে রাখা কঠিন হয়ে পড়ে।’ 

টুর্নামেন্টের শেষ ম্যাচে আজও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। আজ ইনিংস উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। আবার তিনে নামতে হয় লিটন দাসকে। তবে বিশ্বকাপ দল নিয়ে পরিষ্কার ধারণা আছে জানিয়ে সাকিব বলেন, ‘টিম ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে আমরা এখন পরিষ্কার যে বিশ্বকাপে কোন দল খেলানো হবে, আমরা ঠিক কী চাইছি। এই সিরিজ থেকে যেমন প্রস্তুতি চাইছিলাম, আমরা সেটা পেয়েছি। এখন আমাদের কাজ হলো বিশ্বকাপে নিজেদের মেলে ধরা, দেশের জন্য ভালো কিছু করা। আমরা যেভাবে খেলেছি, প্রথম ম্যাচ ও শেষ ম্যাচ দেখুন, অনেক উন্নতি হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত