বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত সুযোগ পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলিংও হচ্ছিল তাঁকে নিয়ে। আজ শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি এও বলেছেন, তাঁদের পাইপলাইনে সমস্যা নেই।
শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বহুল প্রচলিত ‘ডানহাতি-বাঁহাতি তত্ত্বের’ কথা বলেছেন পাপন। উদাহরণ হিসেবে সৌম্য সরকারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘এখন সৌম্য ও শান্তর কথা বললে একটা সাধারণ ব্যাপার আমাদের দেশে যেটা হয় যে ডানহাতি-বাঁহাতি অপশন। তামিম যেহেতু খেলছে না, তাহলে এই দুটি বিকল্পই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এত দিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে। এ দিকে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শান্তর। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন (শান্ত) রইল।’
বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ নয়—এ আলোচনা নতুন নয়। একজন খেলোয়াড় ব্যর্থ হলে তাঁর জায়গায় সুযোগ পান এমন খেলোয়াড়, যিনি আগেও বাদ পড়েছিলেন ভালো না করায়। বর্তমান দলে সাব্বির রহমান-শান্তই এর বড় উদাহরণ। পাইপলাইন সমৃদ্ধ না থাকার কারণেই নির্বাচক, টিম ম্যানেজমেন্টকে ফের একজন ব্যর্থ খেলোয়াড়কেই সুযোগ দিতে হচ্ছে। এ প্রসঙ্গে পাইপলাইনে কোনো সমস্যা দেখছেন না পাপন, ‘এত দিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে দিয়েই চেষ্টা চালাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহানদের চোট ছিল, উপায় ছিল না। অন্যরা খেলেছে। ওদের দেখে মনে হয়েছে ওদের সম্ভাবনা আছে।’
বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত সুযোগ পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলিংও হচ্ছিল তাঁকে নিয়ে। আজ শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি এও বলেছেন, তাঁদের পাইপলাইনে সমস্যা নেই।
শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বহুল প্রচলিত ‘ডানহাতি-বাঁহাতি তত্ত্বের’ কথা বলেছেন পাপন। উদাহরণ হিসেবে সৌম্য সরকারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘এখন সৌম্য ও শান্তর কথা বললে একটা সাধারণ ব্যাপার আমাদের দেশে যেটা হয় যে ডানহাতি-বাঁহাতি অপশন। তামিম যেহেতু খেলছে না, তাহলে এই দুটি বিকল্পই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এত দিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে। এ দিকে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শান্তর। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন (শান্ত) রইল।’
বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ নয়—এ আলোচনা নতুন নয়। একজন খেলোয়াড় ব্যর্থ হলে তাঁর জায়গায় সুযোগ পান এমন খেলোয়াড়, যিনি আগেও বাদ পড়েছিলেন ভালো না করায়। বর্তমান দলে সাব্বির রহমান-শান্তই এর বড় উদাহরণ। পাইপলাইন সমৃদ্ধ না থাকার কারণেই নির্বাচক, টিম ম্যানেজমেন্টকে ফের একজন ব্যর্থ খেলোয়াড়কেই সুযোগ দিতে হচ্ছে। এ প্রসঙ্গে পাইপলাইনে কোনো সমস্যা দেখছেন না পাপন, ‘এত দিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে দিয়েই চেষ্টা চালাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহানদের চোট ছিল, উপায় ছিল না। অন্যরা খেলেছে। ওদের দেখে মনে হয়েছে ওদের সম্ভাবনা আছে।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে