Ajker Patrika

শান্তকে দলে রাখার ব্যাখ্যা দিলেন পাপন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৩০
শান্তকে দলে রাখার ব্যাখ্যা দিলেন পাপন

বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত সুযোগ পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলিংও হচ্ছিল তাঁকে নিয়ে। আজ শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি এও বলেছেন, তাঁদের পাইপলাইনে সমস্যা নেই।

শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বহুল প্রচলিত ‘ডানহাতি-বাঁহাতি তত্ত্বের’ কথা বলেছেন পাপন। উদাহরণ হিসেবে সৌম্য সরকারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘এখন সৌম্য ও শান্তর কথা বললে একটা সাধারণ ব্যাপার আমাদের দেশে যেটা হয় যে ডানহাতি-বাঁহাতি অপশন। তামিম যেহেতু খেলছে না, তাহলে এই দুটি বিকল্পই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এত দিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে। এ দিকে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শান্তর। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন (শান্ত) রইল।’

বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ নয়—এ আলোচনা নতুন নয়। একজন খেলোয়াড় ব্যর্থ হলে তাঁর জায়গায় সুযোগ পান এমন খেলোয়াড়, যিনি আগেও বাদ পড়েছিলেন ভালো না করায়। বর্তমান দলে সাব্বির রহমান-শান্তই এর বড় উদাহরণ। পাইপলাইন সমৃদ্ধ না থাকার কারণেই নির্বাচক, টিম ম্যানেজমেন্টকে ফের একজন ব্যর্থ খেলোয়াড়কেই সুযোগ দিতে হচ্ছে। এ প্রসঙ্গে পাইপলাইনে কোনো সমস্যা দেখছেন না পাপন, ‘এত দিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে দিয়েই চেষ্টা চালাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহানদের চোট ছিল, উপায় ছিল না। অন্যরা খেলেছে। ওদের দেখে মনে হয়েছে ওদের সম্ভাবনা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত