বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত সুযোগ পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলিংও হচ্ছিল তাঁকে নিয়ে। আজ শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি এও বলেছেন, তাঁদের পাইপলাইনে সমস্যা নেই।
শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বহুল প্রচলিত ‘ডানহাতি-বাঁহাতি তত্ত্বের’ কথা বলেছেন পাপন। উদাহরণ হিসেবে সৌম্য সরকারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘এখন সৌম্য ও শান্তর কথা বললে একটা সাধারণ ব্যাপার আমাদের দেশে যেটা হয় যে ডানহাতি-বাঁহাতি অপশন। তামিম যেহেতু খেলছে না, তাহলে এই দুটি বিকল্পই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এত দিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে। এ দিকে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শান্তর। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন (শান্ত) রইল।’
বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ নয়—এ আলোচনা নতুন নয়। একজন খেলোয়াড় ব্যর্থ হলে তাঁর জায়গায় সুযোগ পান এমন খেলোয়াড়, যিনি আগেও বাদ পড়েছিলেন ভালো না করায়। বর্তমান দলে সাব্বির রহমান-শান্তই এর বড় উদাহরণ। পাইপলাইন সমৃদ্ধ না থাকার কারণেই নির্বাচক, টিম ম্যানেজমেন্টকে ফের একজন ব্যর্থ খেলোয়াড়কেই সুযোগ দিতে হচ্ছে। এ প্রসঙ্গে পাইপলাইনে কোনো সমস্যা দেখছেন না পাপন, ‘এত দিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে দিয়েই চেষ্টা চালাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহানদের চোট ছিল, উপায় ছিল না। অন্যরা খেলেছে। ওদের দেখে মনে হয়েছে ওদের সম্ভাবনা আছে।’
বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত সুযোগ পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলিংও হচ্ছিল তাঁকে নিয়ে। আজ শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি এও বলেছেন, তাঁদের পাইপলাইনে সমস্যা নেই।
শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বহুল প্রচলিত ‘ডানহাতি-বাঁহাতি তত্ত্বের’ কথা বলেছেন পাপন। উদাহরণ হিসেবে সৌম্য সরকারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘এখন সৌম্য ও শান্তর কথা বললে একটা সাধারণ ব্যাপার আমাদের দেশে যেটা হয় যে ডানহাতি-বাঁহাতি অপশন। তামিম যেহেতু খেলছে না, তাহলে এই দুটি বিকল্পই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এত দিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে। এ দিকে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শান্তর। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন (শান্ত) রইল।’
বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ নয়—এ আলোচনা নতুন নয়। একজন খেলোয়াড় ব্যর্থ হলে তাঁর জায়গায় সুযোগ পান এমন খেলোয়াড়, যিনি আগেও বাদ পড়েছিলেন ভালো না করায়। বর্তমান দলে সাব্বির রহমান-শান্তই এর বড় উদাহরণ। পাইপলাইন সমৃদ্ধ না থাকার কারণেই নির্বাচক, টিম ম্যানেজমেন্টকে ফের একজন ব্যর্থ খেলোয়াড়কেই সুযোগ দিতে হচ্ছে। এ প্রসঙ্গে পাইপলাইনে কোনো সমস্যা দেখছেন না পাপন, ‘এত দিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে দিয়েই চেষ্টা চালাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহানদের চোট ছিল, উপায় ছিল না। অন্যরা খেলেছে। ওদের দেখে মনে হয়েছে ওদের সম্ভাবনা আছে।’
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩১ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে