টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ‘রান মেশিন’ বলতে যাঁর নাম সবার আগে আসে, তিনি মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার আছেন অবিশ্বাস্য ছন্দে। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান তাঁর। বিশ্বকাপে যথারীতি ছড়িয়ে যাচ্ছেন রান-ফোয়ারা।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও হেসেছে রিজওয়ানের ব্যাট। তিনটি চার ও চারটি ছক্কায় ৫২ বলে উপহার দিয়েছেন ৬৭ রান। ইনিংসটি খেলার পথে মিচেল স্টার্কের বাউন্সারে অবশ্য কপালের নিচে আঘাত পান রিজওয়ান। তবু দমে যাননি। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক বছরে হাজার রান পূরণ করেই ছাড়েন এই ওপেনার।
অথচ জ্বরের কারণে আজ রিজওয়ানের খেলা নিয়েই ছিল সংশয়। যদিও করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁর খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
তবে আজ পাকিস্তানের ইনিংস শেষে ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন দিলেন নতুন তথ্য। বললেন, ‘রিজওয়ান সত্যিকারের যোদ্ধা। সে গত রাতেও হাসপাতালে ছিল। জ্বরের সঙ্গে ফুসফুসের সমস্যাতেও ভুগছিল। হয়তো ব্যাপারটা আপনারা জানেন না।
হেইডেন আরও বলেন, ‘রিজওয়ানকে দেখে আমার ১৯৯৬ বিশ্বকাপের কথা মনে পড়েছে। ইনজুরি নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেনি ওয়াসিম আকরাম। রিজওয়ানের সাহস আছে বলেই (অসুস্থতা নিয়েও) খেলছে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ‘রান মেশিন’ বলতে যাঁর নাম সবার আগে আসে, তিনি মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার আছেন অবিশ্বাস্য ছন্দে। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান তাঁর। বিশ্বকাপে যথারীতি ছড়িয়ে যাচ্ছেন রান-ফোয়ারা।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও হেসেছে রিজওয়ানের ব্যাট। তিনটি চার ও চারটি ছক্কায় ৫২ বলে উপহার দিয়েছেন ৬৭ রান। ইনিংসটি খেলার পথে মিচেল স্টার্কের বাউন্সারে অবশ্য কপালের নিচে আঘাত পান রিজওয়ান। তবু দমে যাননি। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক বছরে হাজার রান পূরণ করেই ছাড়েন এই ওপেনার।
অথচ জ্বরের কারণে আজ রিজওয়ানের খেলা নিয়েই ছিল সংশয়। যদিও করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁর খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
তবে আজ পাকিস্তানের ইনিংস শেষে ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন দিলেন নতুন তথ্য। বললেন, ‘রিজওয়ান সত্যিকারের যোদ্ধা। সে গত রাতেও হাসপাতালে ছিল। জ্বরের সঙ্গে ফুসফুসের সমস্যাতেও ভুগছিল। হয়তো ব্যাপারটা আপনারা জানেন না।
হেইডেন আরও বলেন, ‘রিজওয়ানকে দেখে আমার ১৯৯৬ বিশ্বকাপের কথা মনে পড়েছে। ইনজুরি নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেনি ওয়াসিম আকরাম। রিজওয়ানের সাহস আছে বলেই (অসুস্থতা নিয়েও) খেলছে।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৪ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে