Ajker Patrika

হাসপাতাল থেকে ফিরে রিজওয়ানের অনন্য রেকর্ড

হাসপাতাল থেকে ফিরে রিজওয়ানের অনন্য রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ‘রান মেশিন’ বলতে যাঁর নাম সবার আগে আসে, তিনি মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার আছেন অবিশ্বাস্য ছন্দে। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান তাঁর। বিশ্বকাপে যথারীতি ছড়িয়ে যাচ্ছেন রান-ফোয়ারা। 

দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও হেসেছে রিজওয়ানের ব্যাট। তিনটি চার ও চারটি ছক্কায় ৫২ বলে উপহার দিয়েছেন ৬৭ রান। ইনিংসটি খেলার পথে মিচেল স্টার্কের বাউন্সারে অবশ্য কপালের নিচে আঘাত পান রিজওয়ান। তবু দমে যাননি। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক বছরে হাজার রান পূরণ করেই ছাড়েন এই ওপেনার। 

অথচ জ্বরের কারণে আজ রিজওয়ানের খেলা নিয়েই ছিল সংশয়। যদিও করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁর খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। 

তবে আজ পাকিস্তানের ইনিংস শেষে ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন দিলেন নতুন তথ্য। বললেন, ‘রিজওয়ান সত্যিকারের যোদ্ধা। সে গত রাতেও হাসপাতালে ছিল। জ্বরের সঙ্গে ফুসফুসের সমস্যাতেও ভুগছিল। হয়তো ব্যাপারটা আপনারা জানেন না। 

হেইডেন আরও বলেন, ‘রিজওয়ানকে দেখে আমার ১৯৯৬ বিশ্বকাপের কথা মনে পড়েছে। ইনজুরি নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেনি ওয়াসিম আকরাম। রিজওয়ানের সাহস আছে বলেই (অসুস্থতা নিয়েও) খেলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত