Ajker Patrika

খাজা-গ্রিনের জোড়া সেঞ্চুরিতে ভারতের ওপর অস্ট্রেলিয়ার দাপট

খাজা-গ্রিনের জোড়া সেঞ্চুরিতে ভারতের ওপর অস্ট্রেলিয়ার দাপট

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েও পাওয়া হচ্ছে না উসমান খাজার। আহমেদাবাদে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে ডাবল সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে আউট হয়েছেন খাজা। খাজা ডাবল সেঞ্চুরি না পেলেও সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন গ্রিন। খাজা-গ্রিনের জোড়া সেঞ্চুরিতে ৪৮০ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৪৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।

৪ উইকেটে ২৫৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রথম দিন যেখানে শেষ করেছেন উসমান খাজা ও ক্যামেরন গ্রিন, সেখান থেকেই আজ শুরু করলেন অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটার। প্রথম সেশন নির্বিঘ্নে পার করেন খাজা ও গ্রিন। দ্বিতীয় দিনের প্রথম ২৯ ওভারে খাজা-গ্রিন জুটি যোগ করে ৯২ রান। প্রথম সেশনে টেস্ট ক্যারিয়ারের মতো দেড়শ রান করে ফেললেন খাজা। প্রথম সেশনে খাজা ১৫০ করলেও সেঞ্চুরি করতে গ্রিনকে খেলতে হয়েছে দ্বিতীয় সেশন। ১২২ তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে পয়েন্ট দিয়ে কাট করে চার মেরে টেস্টের প্রথম সেঞ্চুরি তুলে নেন গ্রিন।

খাজা, গ্রিনের জোড়া সেঞ্চুরির পর ১৩১ তম ওভার বোলিংয়ে এসে এই বিশাল জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ওভারের দ্বিতীয় বলে অশ্বিনকে সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক শ্রীকর ভরতের তালুবন্দী হয়েছেন গ্রিন। ১৭০ বলে ১১৪ রান করেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। পঞ্চম উইকেটে ৩৫২ বলে ২০৮ রানের জুটি গড়েছিলেন খাজা ও গ্রিন। একই ওভারের শেষ বলে সদ্য উইকেটে আসা অ্যালেক্স ক্যারির উইকেটও নিয়েছেন অশ্বিন। ভারতীয় এই স্পিনারকে তুলে মারতে গিয়ে পয়েন্টে অক্ষর প্যাটেলের তালুবন্দী হয়েছেন ক্যারি। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার।

গ্রিন, ক্যারির উইকেট নেওয়ার পর মিচেল স্টার্কের উইকেটও তুলে নেন অশ্বিন। স্টার্কের বিদায়ের কিছুক্ষণ পর ড্রেসিংরুমের পথ ধরেন খাজা। ৪২২ বলে ১৮০ রান করা খাজা এলবিডব্লুর শিকার হয়েছেন অক্ষর প্যাটেলের বলে। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার বিদায় নিলে দলের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৪০৯ রান। ৩৭৮ থেকে ৪০৯-এই ৩১ রানের ব্যবধানে ৪ উইকেট হারানো অজিদের হাল ধরেন টড মার্ফি ও নাথান লায়ন। নবম উইকেটে ১১৭ বলে ৭০ রানের জুটি গড়েন এই দুই অজি স্পিনার। ৬১ বলে ৪১ রান করা মার্ফিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অশ্বিন। মার্ফির পর লায়নের উইকেট নিয়ে সফরকারীদের গুটিয়ে দেন ভারতীয় এই স্পিনার। প্রথম ইনিংসে ৪৮০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টে এক ইনিংসে ৩২ বারের মতো ফাইফার নিয়েছেন ভারতীয় এই স্পিনার।

 ৪৮০ রানের পাহাড় টপকানোর লক্ষ্যে প্রথম ইনিংস করতে নামে ভারত। বিনা বাধায় দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। কোনো উইকেট না হারিয়ে ৩৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। রোহিত শর্মা ১৭ রানে ও শুভমান গিল ১৮ রানে অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত