নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেশ লম্বা সময় ধরে গলার সমস্যায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্ব থেকে বাংলাদেশ অধিনায়কের এই সমস্যা দেখা দেয়। আজ চিকিৎসার জন্য থাইল্যান্ড তিনি। শান্ত নিজেই আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ব্যাংককে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন শান্ত। দেশে ফিরবেন কয়েক দিন পর। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আজকেই ব্যাংকক যাচ্ছি। বড় কোনো সমস্যা না, গলার চিকিৎসার জন্য যাওয়া। বিপিএল থেকে এই সমস্যা দেখা দেয়। ফিরতে ৪-৫ দিন লাগবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য শান্তর চিকিৎসার ব্যাপারে মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, ‘এটা তার (শান্ত) ব্যক্তিগত সফর। সে ব্যাংকক যাচ্ছে, আমরা সহায়তা করেছি। যেহেতু ব্যক্তিগত সফর, এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেড় মাসের বেশি সময়ের বিরতি বাংলাদেশ দলের। আগামী আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবেন শান্তরা। এই সিরিজ সামনে রেখে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের বিশেষ ক্যাম্প।
আজ থেকে নিজেদের মধ্যে লাল দল ও সবুজ দলের ২ দিনের লাল বলের প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। ২৯ জুলাই থেকে ৩ দিনের আরেকটি ম্যাচ শুরু হবে। সেই ম্যাচেও শান্তকে পাওয়ার ব্যাপারে শঙ্কা রয়েছে।
আগামী ৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ’এ’ দল। পাকিস্তান ’এ’ দলের বিপক্ষে ২টি চার দিনের ও ৩টি ওয়ানডে খেলার কথা তাদের। ১৬ আগস্ট জাতীয় দল যাবে পাকিস্তান সফরে। ২১ আগস্ট থেকে করাচিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
বেশ লম্বা সময় ধরে গলার সমস্যায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্ব থেকে বাংলাদেশ অধিনায়কের এই সমস্যা দেখা দেয়। আজ চিকিৎসার জন্য থাইল্যান্ড তিনি। শান্ত নিজেই আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ব্যাংককে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন শান্ত। দেশে ফিরবেন কয়েক দিন পর। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আজকেই ব্যাংকক যাচ্ছি। বড় কোনো সমস্যা না, গলার চিকিৎসার জন্য যাওয়া। বিপিএল থেকে এই সমস্যা দেখা দেয়। ফিরতে ৪-৫ দিন লাগবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য শান্তর চিকিৎসার ব্যাপারে মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, ‘এটা তার (শান্ত) ব্যক্তিগত সফর। সে ব্যাংকক যাচ্ছে, আমরা সহায়তা করেছি। যেহেতু ব্যক্তিগত সফর, এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেড় মাসের বেশি সময়ের বিরতি বাংলাদেশ দলের। আগামী আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবেন শান্তরা। এই সিরিজ সামনে রেখে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের বিশেষ ক্যাম্প।
আজ থেকে নিজেদের মধ্যে লাল দল ও সবুজ দলের ২ দিনের লাল বলের প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। ২৯ জুলাই থেকে ৩ দিনের আরেকটি ম্যাচ শুরু হবে। সেই ম্যাচেও শান্তকে পাওয়ার ব্যাপারে শঙ্কা রয়েছে।
আগামী ৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ’এ’ দল। পাকিস্তান ’এ’ দলের বিপক্ষে ২টি চার দিনের ও ৩টি ওয়ানডে খেলার কথা তাদের। ১৬ আগস্ট জাতীয় দল যাবে পাকিস্তান সফরে। ২১ আগস্ট থেকে করাচিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
১৪ মিনিট আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
২৭ মিনিট আগেসিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও।
৩৮ মিনিট আগে