Ajker Patrika

আফগান-আমিরাতের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি সারবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৭: ০০
এশিয়া কাপের আগে আফগান-আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
এশিয়া কাপের আগে আফগান-আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

এশিয়া কাপ শুরু হতে ৪০ দিনও বাকি নেই। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করা হলেও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। মরুর দেশে খেলেই এশিয়া কাপের প্রস্তুতি সারবে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান।

এশিয়া কাপের আগে আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। তিনটি দলই একে অপরের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুবার করে খেলবে। ফাইনালসহ ত্রিদেশীয় সিরিজের সাতটি ম্যাচই হবে শারজায়। সিরিজটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। সব ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

২৯ আগস্ট ত্রিদেশীয় সিরিজের প্রথম দিনই মাঠে নামবে পাকিস্তান-আফগানিস্তান। পরদিন পাকিস্তান খেলবে আরব আমিরাতের বিপক্ষে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তানের শেষ দুই ম্যাচ ২ ও ৪ সেপ্টেম্বর। লিগ পর্বের শেষ দুই ম্যাচে পাকিস্তান খেলবে আফগানিস্তান ও আমিরাতের বিপক্ষে। আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে ১ ও ৫ সেপ্টেম্বর। আইসিসির ফিউচার টুর প্রোগ্রাম অনুযায়ী পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও এবার সেটা ত্রিদেশীয় সিরিজে পরিণত হয়েছে।

এবার এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। আর ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো চূড়ান্ত না হলেও ম্যাচের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। সূচি অনুযায়ী ১৪ মে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে।

পাকিস্তান দল এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলছে। এই সিরিজে রয়েছে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে। বাংলাদেশ সময় গতকাল দিবাগত ভোররাতে ফ্লোরিডার লডারহিলে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান। উইন্ডিজ সিরিজ শুরুর আগে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশের কাছে। বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে মিরপুরে।

পাকিস্তান-আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজের সূচি

তারিখ

পাকিস্তান-আফগানিস্তান ২৯ আগস্ট

পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ৩০ আগস্ট

আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ১ সেপ্টেম্বর

পাকিস্তান-আফগানিস্তান ২ সেপ্টেম্বর

পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ৪ সেপ্টেম্বর

আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ৫ সেপ্টেম্বর

ফাইনাল ৭ সেপ্টেম্বর

সব ম্যাচই শারজায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত