অনলাইন ডেস্ক
ওয়ানডেতে এর আগে অধিনায়কত্ব করলেও টেস্টে বাংলাদেশকে এই প্রথমই নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অধিনায়কত্বের শুরুতেই করলেন বাজিমাত। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ ১৫ বছর পর টেস্ট জিতল বাংলাদেশ। মিরাজের নেতৃত্বের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
জ্যামাইকায় গতকাল পরন্ত বিকেলে বাংলাদেশ যখন সিরিজের দ্বিতীয় টেস্ট ১০১ রানে জিতল, সুদূর বাংলাদেশে তখন মধ্যরাত। অসাধারণ এই জয়ের পর প্রশংসায় ভাসছেন মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৬ রান করেছেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
ফিল্ডিংয়েও দুর্দান্ত ক্যাচ ধরেছেন। ম্যাচের পরিস্থিতি বুঝে বোলারদের কাজে লাগিয়েছেন। তাইজুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদরা অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন।
অ্যান্টিগায় প্রথম টেস্টে হারের পর যখন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ে ভরাডুবি হলো (১৬৪ রানে অলআউট), মিরাজ সেটা বুঝতে দেননি। দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ নিয়েছে ১৮ রানের লিড। লো স্কোরিং ম্যাচে এমন কিছুই তো দলকে উজ্জীবিত করে। শেষ পর্যন্ত বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। মিরাজে মুগ্ধ বিসিবি পরিচালক ফাহিম আজ বিসিবির মিডিয়া ভবনে গণমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় খুব ভালো ভূমিকা রেখেছে মিরাজ। বোলিং পরিবর্তনে সময় অনেক সময় দেখেছি হঠাৎ করেই বোলিং পরিবর্তন হয়েছে। জুটিও ভেঙেছে। আমার মনে হয় চাপে থাকলেও সেটা সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি নেতিবাচক ভূমিকা রাখেনি। ইতিবাচক দেখেছি মিরাজকে। চাপের মধ্যেও ইতিবাচক দেখেছি। দলকে চাঙা রাখতে পেরেছে। যেটা খুব গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে মনে হতে পারে জুটি হয়ে যাচ্ছে, হাল ছেড়ে দেওয়ার ব্যাপার। ওরা একটু মেরে খেলতে পারছে কতগুলো রান হয়ে গেল। এসব ব্যাপারে খুব চাপে পড়েছি তা নয়।’
নিজের ব্যাটিং অর্ডারও পরিবর্তন করেছেন মিরাজ। ছয়-সাত নম্বরে ব্যাটিং করা মিরাজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে উঠে এলেন চার নম্বরে। ৩৯ বলে করেছেন ৪২ রান। তৃতীয় উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ৭৪ বলে ৭০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিরাজ। সাদমান-মিরাজ মিলে একের পর এক চার মেরে ওয়েস্ট ইন্ডিজকে এলোমেলো করে দিচ্ছিলেন। মিরাজের নেতৃত্বের প্রশংসা করে ফাহিম বলেন, ‘ইতিবাচকভাবেই সিদ্ধান্তগুলো নিয়েছে এবং ঠিক সে কারণেই হয়তো বিপক্ষ দলকে চাপে ফেলে উইকেট নিতে পেরেছে। সব মিলিয়ে আমার মনে হয় খুব ভালো অধিনায়কত্ব দেখেছি মিরাজের কাছ থেকে। খুব ভালো সারা পেয়েছে সবার কাছ থেকে এবং পুরো দলকে মনে হয়েছে তারা জেতার জন্য মরিয়া হয়ে খেলছে। অবশ্যই অধিনায়কত্বের কৃতিত্ব আছে। টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব আছে। খুব দারুণ।’
নাজমুল হোসেন শান্ত না থাকায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের শুরু মিরাজের। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের কাঁধে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্বের গুরুদায়িত্ব। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে।
ওয়ানডেতে এর আগে অধিনায়কত্ব করলেও টেস্টে বাংলাদেশকে এই প্রথমই নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অধিনায়কত্বের শুরুতেই করলেন বাজিমাত। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ ১৫ বছর পর টেস্ট জিতল বাংলাদেশ। মিরাজের নেতৃত্বের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
জ্যামাইকায় গতকাল পরন্ত বিকেলে বাংলাদেশ যখন সিরিজের দ্বিতীয় টেস্ট ১০১ রানে জিতল, সুদূর বাংলাদেশে তখন মধ্যরাত। অসাধারণ এই জয়ের পর প্রশংসায় ভাসছেন মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৬ রান করেছেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
ফিল্ডিংয়েও দুর্দান্ত ক্যাচ ধরেছেন। ম্যাচের পরিস্থিতি বুঝে বোলারদের কাজে লাগিয়েছেন। তাইজুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদরা অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন।
অ্যান্টিগায় প্রথম টেস্টে হারের পর যখন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ে ভরাডুবি হলো (১৬৪ রানে অলআউট), মিরাজ সেটা বুঝতে দেননি। দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ নিয়েছে ১৮ রানের লিড। লো স্কোরিং ম্যাচে এমন কিছুই তো দলকে উজ্জীবিত করে। শেষ পর্যন্ত বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। মিরাজে মুগ্ধ বিসিবি পরিচালক ফাহিম আজ বিসিবির মিডিয়া ভবনে গণমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় খুব ভালো ভূমিকা রেখেছে মিরাজ। বোলিং পরিবর্তনে সময় অনেক সময় দেখেছি হঠাৎ করেই বোলিং পরিবর্তন হয়েছে। জুটিও ভেঙেছে। আমার মনে হয় চাপে থাকলেও সেটা সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি নেতিবাচক ভূমিকা রাখেনি। ইতিবাচক দেখেছি মিরাজকে। চাপের মধ্যেও ইতিবাচক দেখেছি। দলকে চাঙা রাখতে পেরেছে। যেটা খুব গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে মনে হতে পারে জুটি হয়ে যাচ্ছে, হাল ছেড়ে দেওয়ার ব্যাপার। ওরা একটু মেরে খেলতে পারছে কতগুলো রান হয়ে গেল। এসব ব্যাপারে খুব চাপে পড়েছি তা নয়।’
নিজের ব্যাটিং অর্ডারও পরিবর্তন করেছেন মিরাজ। ছয়-সাত নম্বরে ব্যাটিং করা মিরাজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে উঠে এলেন চার নম্বরে। ৩৯ বলে করেছেন ৪২ রান। তৃতীয় উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ৭৪ বলে ৭০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিরাজ। সাদমান-মিরাজ মিলে একের পর এক চার মেরে ওয়েস্ট ইন্ডিজকে এলোমেলো করে দিচ্ছিলেন। মিরাজের নেতৃত্বের প্রশংসা করে ফাহিম বলেন, ‘ইতিবাচকভাবেই সিদ্ধান্তগুলো নিয়েছে এবং ঠিক সে কারণেই হয়তো বিপক্ষ দলকে চাপে ফেলে উইকেট নিতে পেরেছে। সব মিলিয়ে আমার মনে হয় খুব ভালো অধিনায়কত্ব দেখেছি মিরাজের কাছ থেকে। খুব ভালো সারা পেয়েছে সবার কাছ থেকে এবং পুরো দলকে মনে হয়েছে তারা জেতার জন্য মরিয়া হয়ে খেলছে। অবশ্যই অধিনায়কত্বের কৃতিত্ব আছে। টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব আছে। খুব দারুণ।’
নাজমুল হোসেন শান্ত না থাকায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের শুরু মিরাজের। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের কাঁধে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্বের গুরুদায়িত্ব। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১০ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১১ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১২ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১৩ ঘণ্টা আগে