Ajker Patrika

কোহলির শরীরে হাইড্রোজেনের ঘাটতি মেটায় বিশেষ পানীয়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ৩১
কোহলির শরীরে হাইড্রোজেনের ঘাটতি মেটায় বিশেষ পানীয়

তারকাদের জীবন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। খেলার বাইরের সময়টাতে কী করেন, কী খান তাঁরা—উৎসুক মনের আরও কত কিছু জানার আগ্রহ। সেই তারকা যদি বিরাট কোহলি হন, তাহলে তো কথাই নেই। 

কোহলি কেমন পানি পান করেন সেটা জানার আগ্রহও অনেকের আছে। তাঁদের জন্য ভারতের টেস্ট অধিনায়ক নিজেই এগিয়ে এলেন। একটি বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের টেস্ট অধিনায়ক।

সেখানে কোহলি নিজেই জানিয়েছেন কেমন পানি পান করেন তিনি। কোহলির কাছে সরাসরি জানতে চাওয়া হয়, তিনি ব্ল্যাক ওয়াটার খান কি না। উত্তরে তিনি জানান, ‘কয়েকবার খেয়েছি, কিন্তু নিয়মিত খাই না।’ ভিডিওতে কোহলি আরও জানান, ‘আমরা অ্যালকালাইন পানি খাই।’ 

বিশেষজ্ঞদের মতে, অ্যালকালাইন পানি খেলে শরীরে অতিরিক্ত হাইড্রোজেন পাওয়া যায়। বিশেষ করে যাঁরা কসরত করেন, তাঁদের ক্ষেত্রে এটা বেশি কাজে দেয় বলেও মত বিশেষজ্ঞদের। তবে অনেকের মতে, সাধারণ পানি খেলে শরীরে যে পরিমাণ অ্যাসিড তৈরি হয়, সেটা অ্যালকালাইন পানি খেলে হয় না। 

একই বিজ্ঞাপনে কোহলিকে প্রশ্ন করা হয় তিনি পাঞ্জাবি ভাষা জানেন কি না। উত্তরে পাঞ্জাবি ভাষায় কোহলি বলেন, ‘আমি পাঞ্জাবি বলি।’ প্রশ্নোত্তর পর্বে ভারত টেস্ট অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, তাঁর ব্যক্তিগত জেট বিমান আছে কি না। কোহলির সরাসরি উত্তর, ‘না, আমার এমন কোনো বিমান নেই। এটা গুজব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত