তারকাদের জীবন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। খেলার বাইরের সময়টাতে কী করেন, কী খান তাঁরা—উৎসুক মনের আরও কত কিছু জানার আগ্রহ। সেই তারকা যদি বিরাট কোহলি হন, তাহলে তো কথাই নেই।
কোহলি কেমন পানি পান করেন সেটা জানার আগ্রহও অনেকের আছে। তাঁদের জন্য ভারতের টেস্ট অধিনায়ক নিজেই এগিয়ে এলেন। একটি বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের টেস্ট অধিনায়ক।
সেখানে কোহলি নিজেই জানিয়েছেন কেমন পানি পান করেন তিনি। কোহলির কাছে সরাসরি জানতে চাওয়া হয়, তিনি ব্ল্যাক ওয়াটার খান কি না। উত্তরে তিনি জানান, ‘কয়েকবার খেয়েছি, কিন্তু নিয়মিত খাই না।’ ভিডিওতে কোহলি আরও জানান, ‘আমরা অ্যালকালাইন পানি খাই।’
বিশেষজ্ঞদের মতে, অ্যালকালাইন পানি খেলে শরীরে অতিরিক্ত হাইড্রোজেন পাওয়া যায়। বিশেষ করে যাঁরা কসরত করেন, তাঁদের ক্ষেত্রে এটা বেশি কাজে দেয় বলেও মত বিশেষজ্ঞদের। তবে অনেকের মতে, সাধারণ পানি খেলে শরীরে যে পরিমাণ অ্যাসিড তৈরি হয়, সেটা অ্যালকালাইন পানি খেলে হয় না।
একই বিজ্ঞাপনে কোহলিকে প্রশ্ন করা হয় তিনি পাঞ্জাবি ভাষা জানেন কি না। উত্তরে পাঞ্জাবি ভাষায় কোহলি বলেন, ‘আমি পাঞ্জাবি বলি।’ প্রশ্নোত্তর পর্বে ভারত টেস্ট অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, তাঁর ব্যক্তিগত জেট বিমান আছে কি না। কোহলির সরাসরি উত্তর, ‘না, আমার এমন কোনো বিমান নেই। এটা গুজব।’
তারকাদের জীবন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। খেলার বাইরের সময়টাতে কী করেন, কী খান তাঁরা—উৎসুক মনের আরও কত কিছু জানার আগ্রহ। সেই তারকা যদি বিরাট কোহলি হন, তাহলে তো কথাই নেই।
কোহলি কেমন পানি পান করেন সেটা জানার আগ্রহও অনেকের আছে। তাঁদের জন্য ভারতের টেস্ট অধিনায়ক নিজেই এগিয়ে এলেন। একটি বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের টেস্ট অধিনায়ক।
সেখানে কোহলি নিজেই জানিয়েছেন কেমন পানি পান করেন তিনি। কোহলির কাছে সরাসরি জানতে চাওয়া হয়, তিনি ব্ল্যাক ওয়াটার খান কি না। উত্তরে তিনি জানান, ‘কয়েকবার খেয়েছি, কিন্তু নিয়মিত খাই না।’ ভিডিওতে কোহলি আরও জানান, ‘আমরা অ্যালকালাইন পানি খাই।’
বিশেষজ্ঞদের মতে, অ্যালকালাইন পানি খেলে শরীরে অতিরিক্ত হাইড্রোজেন পাওয়া যায়। বিশেষ করে যাঁরা কসরত করেন, তাঁদের ক্ষেত্রে এটা বেশি কাজে দেয় বলেও মত বিশেষজ্ঞদের। তবে অনেকের মতে, সাধারণ পানি খেলে শরীরে যে পরিমাণ অ্যাসিড তৈরি হয়, সেটা অ্যালকালাইন পানি খেলে হয় না।
একই বিজ্ঞাপনে কোহলিকে প্রশ্ন করা হয় তিনি পাঞ্জাবি ভাষা জানেন কি না। উত্তরে পাঞ্জাবি ভাষায় কোহলি বলেন, ‘আমি পাঞ্জাবি বলি।’ প্রশ্নোত্তর পর্বে ভারত টেস্ট অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, তাঁর ব্যক্তিগত জেট বিমান আছে কি না। কোহলির সরাসরি উত্তর, ‘না, আমার এমন কোনো বিমান নেই। এটা গুজব।’
‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩৭ মিনিট আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
১ ঘণ্টা আগেএকসময় বাংলাদেশ ফুটবলে দলবদল মানেই ছিল উৎসবের পরিবেশ। ঢাকঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে এসে খেলোয়াড়দের নিবন্ধন করাত ক্লাবগুলো। সেই দৃশ্যের দেখা মেলে এখন কালেভদ্রে। পরশু ছিল নতুন মৌসুমের প্রথম দলবদলের শেষ দিন। বাফুফে ভবনে নেই দলবদলের সেই উত্তাপ।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে বর্ণিল এক চরিত্রের নাম বব সিম্পসন। খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও ধারাভাষ্যকার—সবক্ষেত্রে নিজের অসামান্য ছাপ রেখেছেন তিনি। অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্বকে হারিয়ে শোকাস্তব্ধ এক দিন পার করছে অস্ট্রেলিয়া। শনিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া ৮৯ বছর বয়সী সাবেক এই অধিনায়ক ও প্রথম
২ ঘণ্টা আগে