ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
জাকির হাসানের জয়সূচক বাউন্ডারির পর ড্রেসিংরুমে করতালি দিয়ে দাঁড়িয়ে গেলেন সতীর্থ ও কোচিং স্টাফরা। টিভি স্ক্রিনে ধরা দিলেন হাস্যোজ্জ্বল সাকিবও, যখন তিনি মাঠের বাইরে হত্যা মামলার আসামি! এমন কঠিন পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত পারফরম আর মুখে জয়ের হাসি—সাকিব বলেই হয়তো সম্ভব।
মাঠের বাইরের বিতর্ক সাকিবের খেলায় বাধা হবে, এটি বিশ্বাস করেন না তাঁর গুরু নাজমুল আবেদীন ফাহিমও। মাঠে নামলে ২২ গজের বাইরে অন্য কিছু চিন্তা করেন না সাকিব। গতকাল ম্যাচ শেষে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
সাকিব মনোযোগটা ক্রিকেটে ফেরাতেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দেখেছে বাংলাদেশ। তাঁর শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা, দায়িত্ববোধ আর প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক থাবা। ঠিক একই ব্যাপার যেন লক্ষ্য করেছেন গুরু ফাহিমও। কথা বলেছেন সাকিবের সঙ্গে। মিরপুরে আজ দুপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বললেন, ‘আমার দুটো পরিচয় আছে। বোর্ডের পক্ষ থেকে নয়, আমি সাকিবের সঙ্গে কথা বলেছি গুরু হিসেবে। ওর পারফরম্যান্স নিয়ে, কীভাবে কি করলে ভালো হবে, এটা নিয়ে কথা বলেছি।’
সাকিবের পরিবর্তন নিয়ে ফাহিম বলেছেন, ‘সাকিবের বোলিংয়ের মধ্যে দেখেছি আগে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে স্বাচ্ছন্দ্যে বোধ করত না। কিন্তু গতকাল একজন পুরোদস্তুর টেস্ট ক্রিকেটার যেভাবে বল করে সেভাবে সে পারফরম্যান্স করেছে। নিজের ওপর যে আস্থা থাকতে হয় একজন বোলারের, সেই আস্থা নিয়ে বোলিং করেছে। ডানহাতি-বাঁহাতি সব ব্যাটারের বিপক্ষেই আস্থা নিয়ে বোলিং করেছে।’
ফাহিম বললেন উইকেটের ক্ষুধা নিয়ে বোলিং করেছেন সাকিব, ‘ওকে যখনই বোলিং দেওয়া হয়েছে। উইকেট নেওয়ার জন্যই বল করেছে মনে হয়েছে। সতীর্থ অন্য ক্রিকেটারদের সঙ্গে মাঠেই ছোট ছোট আলাপ করেছে। মিরাজকে পরামর্শ দিয়েছে। ম্যাচের মধ্যে ঢুকেছিল। খুব উপভোগ করেছে মনে হয়েছে। এখান থেকে দারুণ প্রেরণা পেয়েছে। সে যদি দ্বিতীয় ম্যাচে সুযোগ পায় তাহলে দারুণ কিছু হবে।’
জাকির হাসানের জয়সূচক বাউন্ডারির পর ড্রেসিংরুমে করতালি দিয়ে দাঁড়িয়ে গেলেন সতীর্থ ও কোচিং স্টাফরা। টিভি স্ক্রিনে ধরা দিলেন হাস্যোজ্জ্বল সাকিবও, যখন তিনি মাঠের বাইরে হত্যা মামলার আসামি! এমন কঠিন পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত পারফরম আর মুখে জয়ের হাসি—সাকিব বলেই হয়তো সম্ভব।
মাঠের বাইরের বিতর্ক সাকিবের খেলায় বাধা হবে, এটি বিশ্বাস করেন না তাঁর গুরু নাজমুল আবেদীন ফাহিমও। মাঠে নামলে ২২ গজের বাইরে অন্য কিছু চিন্তা করেন না সাকিব। গতকাল ম্যাচ শেষে এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
সাকিব মনোযোগটা ক্রিকেটে ফেরাতেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দেখেছে বাংলাদেশ। তাঁর শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা, দায়িত্ববোধ আর প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক থাবা। ঠিক একই ব্যাপার যেন লক্ষ্য করেছেন গুরু ফাহিমও। কথা বলেছেন সাকিবের সঙ্গে। মিরপুরে আজ দুপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বললেন, ‘আমার দুটো পরিচয় আছে। বোর্ডের পক্ষ থেকে নয়, আমি সাকিবের সঙ্গে কথা বলেছি গুরু হিসেবে। ওর পারফরম্যান্স নিয়ে, কীভাবে কি করলে ভালো হবে, এটা নিয়ে কথা বলেছি।’
সাকিবের পরিবর্তন নিয়ে ফাহিম বলেছেন, ‘সাকিবের বোলিংয়ের মধ্যে দেখেছি আগে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে স্বাচ্ছন্দ্যে বোধ করত না। কিন্তু গতকাল একজন পুরোদস্তুর টেস্ট ক্রিকেটার যেভাবে বল করে সেভাবে সে পারফরম্যান্স করেছে। নিজের ওপর যে আস্থা থাকতে হয় একজন বোলারের, সেই আস্থা নিয়ে বোলিং করেছে। ডানহাতি-বাঁহাতি সব ব্যাটারের বিপক্ষেই আস্থা নিয়ে বোলিং করেছে।’
ফাহিম বললেন উইকেটের ক্ষুধা নিয়ে বোলিং করেছেন সাকিব, ‘ওকে যখনই বোলিং দেওয়া হয়েছে। উইকেট নেওয়ার জন্যই বল করেছে মনে হয়েছে। সতীর্থ অন্য ক্রিকেটারদের সঙ্গে মাঠেই ছোট ছোট আলাপ করেছে। মিরাজকে পরামর্শ দিয়েছে। ম্যাচের মধ্যে ঢুকেছিল। খুব উপভোগ করেছে মনে হয়েছে। এখান থেকে দারুণ প্রেরণা পেয়েছে। সে যদি দ্বিতীয় ম্যাচে সুযোগ পায় তাহলে দারুণ কিছু হবে।’
গত কয়েক মৌসুমে কোটি টাকার সুপার কাপ নিয়ে কম আলোচনা হয়নি। তবে আলোর মুখ দেখেনি টুর্নামেন্টটি। প্রায় এক যুগ ধরে ‘নির্বাসিত’ টুর্নামেন্টটি ফিরিয়ে আনা নিয়ে আরও একবার আশার বাণী শোনালেন বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। আগামী মৌসুমে সুপার কাপসহ পাঁচটি টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে আশ্বাস...
২৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি এই দুটি রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের। রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া শচীন ২০১১ ওয়ানডে বিশ্বকাপে পেয়েছেন পরম আরাধ্য শিরোপার ছোঁয়া। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ এক পুরস্কার পেলেন এই ব্যাটিং কিংবদন্তি।
১ ঘণ্টা আগেক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতে সিদ্ধহস্ত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে শট খেলতেন বলে নামের পাশে জুড়ে যায় ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ উপাধি। প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়ার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মতো করে ব্যাটিংয়ের চেষ্টা করেন অনেক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেআবারও ভুলে যাওয়ার মতো একটি বিপিএল পার করল ঢাকা। এবার ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে হয়েছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিব খান ছিলেন দলটির সত্ত্বাধিকারী। দলের সমর্থনে প্রায়ই তাঁকে মাঠে দেখা গেলেও হতাশই হতে হয়েছে তাঁকে।
২ ঘণ্টা আগে