প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। লাহোরে গতকাল আফগানিস্তানকে শুধু হারালেই হতো না, বাংলাদেশকে মাথায় রাখতে হতো নেট রানরেটের ব্যাপারটাও। নেট রানরেটের দুশ্চিন্তা হটিয়ে সাকিব আল হাসানের দল নিশ্চিত করে ফেলেছে সুপার ফোরও।
এশিয়া কাপে এবার ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ গতকাল আফগানিস্তানের বিপক্ষে জিতেছে ৮৯ রানের বিশাল ব্যবধানে। ২ ম্যাচে এক হার ও এক জয়ে বাংলাদেশের এখন ২ পয়েন্ট। +০.৩৭৩ নেট রানরেটে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে আছেন সাকিবরা। আর এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানেরেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে অবস্থান যা-ই হোক না কেন, বাংলাদেশ ‘বি২’ ও শ্রীলঙ্কা ‘বি১ ’। যদি আফগানিস্তান ওঠে, তাহলে ‘বি১’ হিসেবে উঠবে। কেননা, বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে।
একই কথা গ্রুপ ‘এ’র ক্ষেত্রেও। পাকিস্তান ‘এ১’ আর ভারতকে ‘এ২’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই গ্রুপের আরেক সদস্য নেপাল উঠলে ‘এ২’ হিসেবেই উঠবে। যেখানে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পরশু লাহোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হবে সুপার ফোর। ৯ সেপ্টেম্বর কলম্বোয় বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা (বি১)। ১৫ সেপ্টেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার সম্ভাবনা সাকিবদের। পাল্লেকেলেতে এখন খেলছে ভারত-নেপাল।
বাংলাদেশের সুপার ফোরের সম্ভাব্য সূচি:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৬ সেপ্টেম্বর পাকিস্তান লাহোর
৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা কলম্বো
১৫ সেপ্টেম্বর ভারত কলম্বো
প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। লাহোরে গতকাল আফগানিস্তানকে শুধু হারালেই হতো না, বাংলাদেশকে মাথায় রাখতে হতো নেট রানরেটের ব্যাপারটাও। নেট রানরেটের দুশ্চিন্তা হটিয়ে সাকিব আল হাসানের দল নিশ্চিত করে ফেলেছে সুপার ফোরও।
এশিয়া কাপে এবার ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ গতকাল আফগানিস্তানের বিপক্ষে জিতেছে ৮৯ রানের বিশাল ব্যবধানে। ২ ম্যাচে এক হার ও এক জয়ে বাংলাদেশের এখন ২ পয়েন্ট। +০.৩৭৩ নেট রানরেটে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে আছেন সাকিবরা। আর এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানেরেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে অবস্থান যা-ই হোক না কেন, বাংলাদেশ ‘বি২’ ও শ্রীলঙ্কা ‘বি১ ’। যদি আফগানিস্তান ওঠে, তাহলে ‘বি১’ হিসেবে উঠবে। কেননা, বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে।
একই কথা গ্রুপ ‘এ’র ক্ষেত্রেও। পাকিস্তান ‘এ১’ আর ভারতকে ‘এ২’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই গ্রুপের আরেক সদস্য নেপাল উঠলে ‘এ২’ হিসেবেই উঠবে। যেখানে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পরশু লাহোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হবে সুপার ফোর। ৯ সেপ্টেম্বর কলম্বোয় বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা (বি১)। ১৫ সেপ্টেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার সম্ভাবনা সাকিবদের। পাল্লেকেলেতে এখন খেলছে ভারত-নেপাল।
বাংলাদেশের সুপার ফোরের সম্ভাব্য সূচি:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৬ সেপ্টেম্বর পাকিস্তান লাহোর
৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা কলম্বো
১৫ সেপ্টেম্বর ভারত কলম্বো
‘অ্যাটাক–সেট–হিট’—বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই দর্শন যেন পারভেজ হোসেন ইমনের অনুপ্রেরণার বাতিঘর! শারজার গ্যালারিতে উপস্থিত প্রবাসীদের সামনে সেই দর্শনকেই ব্যাটিংয়ে অনূদিত করলেন জাতীয় দলের এই ওপেনার।
১ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় তিন দিন আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এরই ঘটনার ছাপ দলের একাদশে। আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুজনকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তরও।
৪ ঘণ্টা আগেঅবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
৬ ঘণ্টা আগেএক মাসের ব্যবধানে ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চার সদস্যের অনুসন্ধান দল। এবার তাদের নজরে রয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বাছাই প্রক্রিয়া এবং বোর্ডের ফিক্সড ডিপোজিট (এফডিআর) ভেঙে অর্থ স্থানান্তরের স্বচ্ছতা।
৬ ঘণ্টা আগে