Ajker Patrika

মাহমুদউল্লাহ বলছেন বেশি ম্যাচ জিততে চাই

নিজস্ব প্রতিবেদক, মাসকাট
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২: ২৮
মাহমুদউল্লাহ বলছেন বেশি ম্যাচ জিততে চাই

আজ রাত ৮টায় স্কটল্যান্ড-ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। মাসকাটের আল-আমিরাত স্টেডিয়ামে গতকাল শনিবার টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনের চুম্বক অংশ থাকল এখানে।   

দুটি প্রস্তুতি ম্যাচে হার 
টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে হার দুটো নিয়ে বেশ কথা হচ্ছে। যদিও মাহমুদউল্লাহ বলছেন, এই হার কোনো প্রভাব ফেলবে না দলে, ‘আমার মনে হয় এটার কোনো প্রভাব পড়বে না। আমরা কালকের (আজ) ম্যাচের জন্য প্রস্তুত আছি। দলের আত্মবিশ্বাস আগের মতোই আছে। আমরা সেরা ক্রিকেটই খেলতে পারব।’ দুটি হার মোটেও সতর্কবার্তা বলে মনে করছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘না, এটা কোনো সতর্কবার্তা নয়। আমরা জানি প্রস্তুতি ম্যাচে কোন জায়গাগুলো কাজে লাগাতে পারিনি। আমরা এখনো অনেক ইতিবাচক।’ 

মাসকাটের উইকেট
দেশের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে স্পিনবান্ধব মন্থর উইকেটে খেলেছিল বাংলাদেশ। মাসকাটের উইকেট যে তেমন নয়, এরই মধ্যে ধারণা পেয়েছে বাংলাদেশ। মাসকাটের উইকেট নিয়ে মাহমুদউল্লাহ বললেন,  ‘ওমানে যে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম, সেই ম্যাচের পর দলের সবাই বলেছে পিচের কন্ডিশন ভালো ছিল, স্পোর্টিং উইকেট ছিল। আশা করি কন্ডিশন ওরকমই থাকবে (আজও)। আমাদের যেকোনো কন্ডিশনের জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আশা করছি ভালো উইকেট হবে।’ 

মুশফিকের ছন্দে ফেরার অপেক্ষা
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ছন্দে ছিলেন না মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান রান পাননি আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচেও। করেছেন ৩ ও ১৩ রান। মাহমুদউল্লাহ অবশ্য আশাবাদী, সময়মতোই দ্যুতি ছড়াবেন মুশফিক, ‘এই সংস্করণে দু-তিনটা ম্যাচ যায়, যেখানে হয়তো সংগ্রাম করতে হয়। তবে জানি সে কতটা পরিশ্রমী। ওর নিবেদন সম্পর্কে বেশি কিছু বলার নেই। এটা শুধু সময়ের ব্যাপার (তাঁর ছন্দে ফেরা)। আমরা সবাই তার পাশে আছি, আশা করি সে ঘুরে দাঁড়াবে।’ 

টপ অর্ডার নিয়ে চিন্তা
টপ অর্ডার ব্যাটারদের নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চিন্তাটা পুরোনো। আইসিসির প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকার কিছুটা রান পেলেও লিটন দাস ও মোহাম্মদ নাঈমকে নিয়ে চিন্তা থেকেই গেছে। টপ অর্ডার ব্যাটারদের নিয়ে মাহমুদউল্লাহ বলছেন, ‘সৌম্য দুটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে। তাঁর ব্যাটিং পজিশন নির্ভর করছে দলের সমন্বয় কেমন হবে, সেটার ওপর। ওপেন কিংবা ৩ নম্বরেও ব্যাটিং করতে পারে।’ 

এবার কি হবে নতুন কিছু
গত কিছুদিনে প্রশ্নটা বারবার শুনতে হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ককে। গতকালও শুনলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ কখনো জিততে পারেনি। এবার কি হবে নতুন কিছু? মাহমুদউল্লাহ বলছেন,‘এখন আমরা শুধু এই রাউন্ডটা নিয়েই চিন্তা করছি। এই রাউন্ডে সব ম্যাচে ভালো খেলে যদি পরের রাউন্ডে যেতে পারি, তখন বিষয়গুলো নিয়ে ভাবব। আগেও বলেছিলাম, বেশ কিছু ধাপ আমাদের পার করতে হবে। কিছু প্রতিবন্ধকতা আমরা পেরোতে চাই। যত বেশি সম্ভব আমরা ম্যাচ জিততে চাই। আমরা ধাপে ধাপে এগোতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত