Ajker Patrika

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২৪, ১৯: ৩২
Thumbnail image

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণের মধ্যেই ২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূচিতে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। 

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশকে আতিথেয়তা দেবে ভারত। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। 

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে রাতে। তিনটি ম্যাচই হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ৬ অক্টোবর ধর্মশালায় প্রথম টি-টোয়েন্টিতে দেখা হবে রোহিত শর্মা-নাজমুল হোসেন শান্তদের। ৯ অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১২ অক্টোবর শেষ ম্যাচ হবে হায়দরাবাদে।

২০১৯ সালে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেবারও তাদের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। সেই সফরে তাদের অর্জন ছিল একটি টি-টোয়েন্টি জয়। যেটি ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচে প্রথম জয়ও। এ ছাড়া সব ম্যাচেই হেরেছে অতিথিরা। 

বাংলাদেশ সিরিজের পর ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। অক্টোবর-নভেম্বরে কিউইদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে স্বাগতিকেরা। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত