শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে জিতে প্রশংসায় ভাসছিল পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্টে মুদ্রার উল্টো পিঠও দেখেছে তারা। লঙ্কানদের কাছে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারে বাবর আজমের দল। এমন বাজেভাবে হারার পেছনে দল নির্বাচন ভালো হয়নি বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি এতে বড় দায় দেখেন অধিনায়ক বাবরের।
লঙ্কানদের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও সিরিজ ড্র করেছে পাকিস্তান। টেস্ট দল নির্বাচন নিয়ে বাবরের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করছেন লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে এই সাবেক উইকেটরক্ষক বলেন, ‘কম লোকেই পারে মেধাবীদের চিনতে। মনে হয় এ ক্ষেত্রে আমরাও দেরি করেছি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় থেকে শাদাব খান দারুণ ফর্মে। এই মুহূর্তে দেশে ওর থেকে ভালো অলরাউন্ডার নেই বললে চলে। এ জন্যই জানতে চাই, কেন ওকে দলে সুযোগ দেওয়া হলো না। নির্বাচকদের সঙ্গে অধিনায়ক বাবরের কাছেও প্রশ্নটা রাখতে চাই।’
লঙ্কানদের বিপক্ষে হারের পেছনে পাকিস্তান দলের পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতিও দেখেন রশিদ। তিনি বলেন, ‘যখন আমাদের দেশেই প্রথম শ্রেণির ক্রিকেট চলে তখন কিনা আমরা শাদাবকে বাংলাদেশের লিগ খেলার অনুমতি দিই। এ কারণেই আমরা ভালো পরিকল্পনা করতে পারিনি। অনেকভাবে আমাদের ভালো স্পিনার নেই। সত্যিটা হচ্ছে, আমরা ভালো প্রস্তুতি নিইনি। এ মৌসুমে শাদাবকে সুযোগ দেওয়া উচিত ছিল। তাকে টেস্টে ফিরিয়ে আনা দরকার।’
গলের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের ঘূর্ণিতে বিশাল রানে হারে পাকিস্তান। পাকিস্তানের ২০ উইকেটের ১৮টি নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। প্রভাত জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিসরা দারুণ বোলিং করলেও পাক স্পিনাররা সেইভাবে সাফল্য পাননি। ইয়াসির শাহ, আগা সালমান ও মোহাম্মদ নওয়াজ শ্রীলঙ্কার ব্যাটারদের একেবারেই চাপে ফেলতে পারেনি। এমন অবস্থায় স্পিনার শাদাব খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রশিদ। তাঁর স্পষ্ট বক্তব্য পাকিস্তানি স্পিনাররা এই সফরের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে জিতে প্রশংসায় ভাসছিল পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্টে মুদ্রার উল্টো পিঠও দেখেছে তারা। লঙ্কানদের কাছে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারে বাবর আজমের দল। এমন বাজেভাবে হারার পেছনে দল নির্বাচন ভালো হয়নি বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি এতে বড় দায় দেখেন অধিনায়ক বাবরের।
লঙ্কানদের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও সিরিজ ড্র করেছে পাকিস্তান। টেস্ট দল নির্বাচন নিয়ে বাবরের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করছেন লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে এই সাবেক উইকেটরক্ষক বলেন, ‘কম লোকেই পারে মেধাবীদের চিনতে। মনে হয় এ ক্ষেত্রে আমরাও দেরি করেছি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় থেকে শাদাব খান দারুণ ফর্মে। এই মুহূর্তে দেশে ওর থেকে ভালো অলরাউন্ডার নেই বললে চলে। এ জন্যই জানতে চাই, কেন ওকে দলে সুযোগ দেওয়া হলো না। নির্বাচকদের সঙ্গে অধিনায়ক বাবরের কাছেও প্রশ্নটা রাখতে চাই।’
লঙ্কানদের বিপক্ষে হারের পেছনে পাকিস্তান দলের পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতিও দেখেন রশিদ। তিনি বলেন, ‘যখন আমাদের দেশেই প্রথম শ্রেণির ক্রিকেট চলে তখন কিনা আমরা শাদাবকে বাংলাদেশের লিগ খেলার অনুমতি দিই। এ কারণেই আমরা ভালো পরিকল্পনা করতে পারিনি। অনেকভাবে আমাদের ভালো স্পিনার নেই। সত্যিটা হচ্ছে, আমরা ভালো প্রস্তুতি নিইনি। এ মৌসুমে শাদাবকে সুযোগ দেওয়া উচিত ছিল। তাকে টেস্টে ফিরিয়ে আনা দরকার।’
গলের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের ঘূর্ণিতে বিশাল রানে হারে পাকিস্তান। পাকিস্তানের ২০ উইকেটের ১৮টি নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। প্রভাত জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিসরা দারুণ বোলিং করলেও পাক স্পিনাররা সেইভাবে সাফল্য পাননি। ইয়াসির শাহ, আগা সালমান ও মোহাম্মদ নওয়াজ শ্রীলঙ্কার ব্যাটারদের একেবারেই চাপে ফেলতে পারেনি। এমন অবস্থায় স্পিনার শাদাব খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রশিদ। তাঁর স্পষ্ট বক্তব্য পাকিস্তানি স্পিনাররা এই সফরের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়নি।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২১ মিনিট আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৩১ মিনিট আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে