নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাঁক বদলের গল্প। স্মৃতি মান্ধানার ক্যাচ মিসের পর ম্যাচ ভারতের অনুকূলে। কিন্তু ৪০ ওভারের পরে ভারতের দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে ফেরে বাংলাদেশ। দশম উইকেটে ভারতের যখন জয়ের জন্য ৯ রান দরকার, ১১ নম্বর ব্যাটার মেঘনা সিং চার মেরে ম্যাচটিকে আরও রোমাঞ্চকর করে তোলেন। কিন্তু ৪৯ ওভারের দ্বিতীয় বলে জেমিমা রদ্রিগেজ ১ রান নিয়ে ম্যাচ ড্র করলেও, তৃতীয় বলে মেঘনাকে ফিরিয়ে ম্যাচ টাই করে নিগার সুলতানা জ্যোতিরা।
সিরিজে এর আগে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও ভারত। শেষ ম্যাচটা টাই হওয়ায় সিরিজও শেষ হলো সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচে ফারজানা হক পিংকির সেঞ্চুরিতে বাংলাদেশও পেয়েছিল ২২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর।
বোলিংয়ের শুরুটাও হয়েছিল দারুণ। ইনিংসের দ্বিতীয় ওভারেই শেফালি ভার্মাকে ৪ রানে ফেরান মারুফা আক্তার। স্লটের ডেলিভারি শেফালি সোজা খেলতে গিয়ে মারুফার হাতেই ক্যাচ দেন। ডেলিভারির পর রানিং অবস্থায় প্রথম চেষ্টায় হাতে বল রাখতে পারেননি মারুফা। বল ফসকে গেলে আবারও ড্রাইভ দিয়ে বল হাতে জমা করেন এই পেসার।
শেফালি আউট হওয়ার আগেই যেন বড় ভুলটা করেছে বাংলাদেশ। যার খেসারতও দিতে হচ্ছে বেশ। মারুফার প্রথম বলেই স্মৃতি মান্ধানার ব্যাট ছুঁয়ে উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে যায় বল, কিন্তু জ্যোতি ড্রাইভ দিয়ে বলটা গ্লাভসে ধরে রাখতে পারেননি। পরে হারলিনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান মান্ধানা।
২৯ ওভারে ফাহিমা খাতুনের শিকার হওয়ার আগে ৮৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে গেছেন মান্ধানা। বাংলাদেশের বিপক্ষে বারবারই ভালো ইনিংস পাচ্ছিলেন না এই ওপেনার। আজ তুলে নিলেন প্রথম ফিফটি। তাঁর আগে যস্তিকা ভাটিকা ৫ এবং পরে হরমনপ্রীত কৌর ফিরেছেন ১৪ রানে।
ইনিংসের ৪২তম ওভারে ম্যাচে ফেরে বাংলাদেশ। নাহিদা আক্তারের করা ওই ওভারে দুটি রান আউটে ম্যাচে ফেরে তারা। ওভারে দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফাহিমার থ্রো, দ্রুততম সময়ে স্টাম্প ভেঙে হারলিন দেওলকে ফেরান জ্যোতি। ১০৮ বলে ৭৭ রান করেন এই ব্যাটার। ওভারের শেষ বলে কাভারে ঠেলে দিয়ে রানের জন্য ছোটেন জেমিমা রদ্রিগেজ। কিন্তু পপিং ক্রিজে ব্যাট দেওয়ার আগেই সরাসরি থ্রো করে, স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দীপ্তি শর্মাকে ফেরান সোবহানি মোস্তারি।
২১৬ থেকে ২১৭ রানে আরও ৩ উইকেট হারায় ভারত। তখন ম্যাচটা আবার রোমাঞ্চের পারদ ছড়ায়। তবে অপরাজিত ছিলেন জেমিমা। কিন্তু অপরাজিত থাকলেও ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফিরতে পারেননি। ৩৩ রান আসে তাঁর ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা তিনটি ও মারুফা দুটি উইকেট শিকার করেন।
এর আগে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন শামীমা সুলতানা ও ফারজানা। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৯৩ রান। ওপেনিং জুটিতে এর চেয়ে বেশি রান বাংলাদেশের মেয়েরা করেছে আর মাত্র একবার, ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। শারমীন আক্তার ও শুকতারা রহমান মিলে ১১৩ রানের জুটি গড়েন। জুটির রেকর্ড না হলেও ঠিকই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ফারজানা হক। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের প্রথম সেঞ্চুরিটি এসেছে তাঁর ব্যাট থেকেই।
শামীমার ৫২ ও ফারজানার ১০৫ রানের সৌজন্য ভারতের মেয়েদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে স্বাগতিকেরা ৪ উইকেট হারিয়ে করেছে ২২৩ রান। বাংলাদেশের ইনিংসের সুর বেঁধে দিয়েছেন মূলত দুই ওপেনার। ফারজানা এ সময় কিছুটা রয়েসয়ে খেলেন। শামীমা ৭৮ বলে ৫২ রানে হলে তারপর হাত খুলতে শুরু করেন ফারজানা। শামীমার ইনিংসে পাঁচটি চারের মার রয়েছে।
শামীমার আউটের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৭১ রান যোগ করেন ফারজানা। জ্যোতি ৩৬ বলে ২৪ রান করে স্নেহা রানার বলে আউট হন। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রিতু মনি। ২ রান করে দেভিকা বিদ্যার বলে ফেরেন তিনি। সোবহানা মোস্তারির সঙ্গে জুটিতে সেঞ্চুরি তুলে নেন ফারজানা। তাঁর ১০৫ রানের ইনিংস থেমেছে ইনিংসের একদম শেষ বলে রান আউট হয়ে। এর আগে নিজের সঙ্গে দলকেও রাঙিয়েছেন ফারজানা। ১৬০ বলে তাঁর সেঞ্চুরি ইনিংসে মাত্র ৬টি চারের মার। শেষ দিকে সোবহানার ২২ বলে ২৩ রানের ইনিংস বাংলাদেশের স্কোরকে সমৃদ্ধ করেছে।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাঁক বদলের গল্প। স্মৃতি মান্ধানার ক্যাচ মিসের পর ম্যাচ ভারতের অনুকূলে। কিন্তু ৪০ ওভারের পরে ভারতের দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে ফেরে বাংলাদেশ। দশম উইকেটে ভারতের যখন জয়ের জন্য ৯ রান দরকার, ১১ নম্বর ব্যাটার মেঘনা সিং চার মেরে ম্যাচটিকে আরও রোমাঞ্চকর করে তোলেন। কিন্তু ৪৯ ওভারের দ্বিতীয় বলে জেমিমা রদ্রিগেজ ১ রান নিয়ে ম্যাচ ড্র করলেও, তৃতীয় বলে মেঘনাকে ফিরিয়ে ম্যাচ টাই করে নিগার সুলতানা জ্যোতিরা।
সিরিজে এর আগে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও ভারত। শেষ ম্যাচটা টাই হওয়ায় সিরিজও শেষ হলো সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচে ফারজানা হক পিংকির সেঞ্চুরিতে বাংলাদেশও পেয়েছিল ২২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর।
বোলিংয়ের শুরুটাও হয়েছিল দারুণ। ইনিংসের দ্বিতীয় ওভারেই শেফালি ভার্মাকে ৪ রানে ফেরান মারুফা আক্তার। স্লটের ডেলিভারি শেফালি সোজা খেলতে গিয়ে মারুফার হাতেই ক্যাচ দেন। ডেলিভারির পর রানিং অবস্থায় প্রথম চেষ্টায় হাতে বল রাখতে পারেননি মারুফা। বল ফসকে গেলে আবারও ড্রাইভ দিয়ে বল হাতে জমা করেন এই পেসার।
শেফালি আউট হওয়ার আগেই যেন বড় ভুলটা করেছে বাংলাদেশ। যার খেসারতও দিতে হচ্ছে বেশ। মারুফার প্রথম বলেই স্মৃতি মান্ধানার ব্যাট ছুঁয়ে উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে যায় বল, কিন্তু জ্যোতি ড্রাইভ দিয়ে বলটা গ্লাভসে ধরে রাখতে পারেননি। পরে হারলিনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান মান্ধানা।
২৯ ওভারে ফাহিমা খাতুনের শিকার হওয়ার আগে ৮৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে গেছেন মান্ধানা। বাংলাদেশের বিপক্ষে বারবারই ভালো ইনিংস পাচ্ছিলেন না এই ওপেনার। আজ তুলে নিলেন প্রথম ফিফটি। তাঁর আগে যস্তিকা ভাটিকা ৫ এবং পরে হরমনপ্রীত কৌর ফিরেছেন ১৪ রানে।
ইনিংসের ৪২তম ওভারে ম্যাচে ফেরে বাংলাদেশ। নাহিদা আক্তারের করা ওই ওভারে দুটি রান আউটে ম্যাচে ফেরে তারা। ওভারে দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফাহিমার থ্রো, দ্রুততম সময়ে স্টাম্প ভেঙে হারলিন দেওলকে ফেরান জ্যোতি। ১০৮ বলে ৭৭ রান করেন এই ব্যাটার। ওভারের শেষ বলে কাভারে ঠেলে দিয়ে রানের জন্য ছোটেন জেমিমা রদ্রিগেজ। কিন্তু পপিং ক্রিজে ব্যাট দেওয়ার আগেই সরাসরি থ্রো করে, স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দীপ্তি শর্মাকে ফেরান সোবহানি মোস্তারি।
২১৬ থেকে ২১৭ রানে আরও ৩ উইকেট হারায় ভারত। তখন ম্যাচটা আবার রোমাঞ্চের পারদ ছড়ায়। তবে অপরাজিত ছিলেন জেমিমা। কিন্তু অপরাজিত থাকলেও ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফিরতে পারেননি। ৩৩ রান আসে তাঁর ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা তিনটি ও মারুফা দুটি উইকেট শিকার করেন।
এর আগে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন শামীমা সুলতানা ও ফারজানা। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৯৩ রান। ওপেনিং জুটিতে এর চেয়ে বেশি রান বাংলাদেশের মেয়েরা করেছে আর মাত্র একবার, ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। শারমীন আক্তার ও শুকতারা রহমান মিলে ১১৩ রানের জুটি গড়েন। জুটির রেকর্ড না হলেও ঠিকই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ফারজানা হক। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের প্রথম সেঞ্চুরিটি এসেছে তাঁর ব্যাট থেকেই।
শামীমার ৫২ ও ফারজানার ১০৫ রানের সৌজন্য ভারতের মেয়েদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে স্বাগতিকেরা ৪ উইকেট হারিয়ে করেছে ২২৩ রান। বাংলাদেশের ইনিংসের সুর বেঁধে দিয়েছেন মূলত দুই ওপেনার। ফারজানা এ সময় কিছুটা রয়েসয়ে খেলেন। শামীমা ৭৮ বলে ৫২ রানে হলে তারপর হাত খুলতে শুরু করেন ফারজানা। শামীমার ইনিংসে পাঁচটি চারের মার রয়েছে।
শামীমার আউটের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৭১ রান যোগ করেন ফারজানা। জ্যোতি ৩৬ বলে ২৪ রান করে স্নেহা রানার বলে আউট হন। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রিতু মনি। ২ রান করে দেভিকা বিদ্যার বলে ফেরেন তিনি। সোবহানা মোস্তারির সঙ্গে জুটিতে সেঞ্চুরি তুলে নেন ফারজানা। তাঁর ১০৫ রানের ইনিংস থেমেছে ইনিংসের একদম শেষ বলে রান আউট হয়ে। এর আগে নিজের সঙ্গে দলকেও রাঙিয়েছেন ফারজানা। ১৬০ বলে তাঁর সেঞ্চুরি ইনিংসে মাত্র ৬টি চারের মার। শেষ দিকে সোবহানার ২২ বলে ২৩ রানের ইনিংস বাংলাদেশের স্কোরকে সমৃদ্ধ করেছে।
বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
২ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৪ ঘণ্টা আগে