Ajker Patrika

মেয়েদের সিরিজ আয়োজন করতে ঢাকার বাইরে লিটনদের খেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়েদের সিরিজ আয়োজন করতে ঢাকার বাইরে লিটনদের খেলা

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবে ১ মার্চ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষের পরই লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে। মার্চে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা সিরিজের সূচি ঘোষণা করেছে। বিপিএল ফাইনালের দিনই শ্রীলঙ্কা দল পৌঁছবে ঢাকায় এবং চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪,৬ ও ৯ মার্চ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি টি-টোয়েন্টি। এরপর ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ মার্চ ও ৩০ মার্চ হবে দুটি টেস্ট। টি-টোয়েন্টি সিরিজের মতো বাকি দুই সংস্করণের কোনো ম্যাচও রাখা হয়নি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টেস্ট দুটি হবে সিলেট ও চট্টগ্রামে। 

অন্যদিকে একই সঙ্গে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সিরিজ চলবে মিরপুরে। যদিও নারীদের সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মিরপুরে সাংবাদিকদের আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, ‘ঢাকাতে মেয়েদের খেলাটা আগেই প্রতিশ্রুতি ছিল। সেটা আর সরাইনি। মেয়েদের জায়গা করে দিতে আমাদের খেলা চট্টগ্রামে নিয়ে গিয়েছি।’ 

উপমহাদেশের উইকেট সাধারণত স্পিনবান্ধব হয়। অন্যদিকে শ্রীলঙ্কাও উপমহাদেশের দল। শ্রীলঙ্কা সিরিজের উইকেট কেমন হবে সে ব্যাপারে কিছু বলেননি ইউনুস। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘মাঠ, উইকেট ভালো। এত চ্যালেঞ্জিং বা সমস্যা হওয়ার কথা না। উইকেট কেমন হবে, বলা ঠিক হবে না। তবে আমরা ঘরের মাঠের সুবিধা নেব। সব দেশই নেয়। আমরা নেব, যেটা আমাদের কাজে দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত