বাজেভাবে হেরে ২০২৩ এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনোটিতেই লঙ্কানদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বাজে হারে মূলত ব্যাটারদেরই দুষছেন সাকিব আল হাসান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়ের ৫৯ রানের জুটিতে। এরপর পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়েন শান্ত-মুশফিকুর রহিম। তবে মুশফিকের বিদায়েই মূলত ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। রান তাড়া করতে নেমে ১১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয তুলে নেয় শ্রীলঙ্কা। সাকিবের মতে, স্কোর কমপক্ষে ২০০ ছাড়ানো উচিত ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ। এটা ৩০০ রানের উইকেট ছিল না। তবে আমাদের ২২০-২৩০ রান করতে হতো।’
এবারের এশিয়া কাপে আগে থেকেই ছিলেন না তামিম ইকবাল। শেষ মুহূর্তে এসে ছিটকে গেছেন লিটন দাস। অভিজ্ঞ দুই ওপেনারের অনুপস্থিতিতে আজ ওপেনিং করেছেন নাঈম শেখ ও তানজিদ তামিম। যার মধ্যে তানজিদের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ডাক মেরেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেলেন নতুন তামিম। শান্ত, হৃদয়, মুশফিক, নাঈম-এই চার ব্যাটারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে মনে করেন সাকিব, ‘আরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। আমি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়েও আমরা ভালো কিছু করতে পারিনি। সামনে আমাদের বড় ম্যাচ আসছে।’
বাজেভাবে হেরে ২০২৩ এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনোটিতেই লঙ্কানদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বাজে হারে মূলত ব্যাটারদেরই দুষছেন সাকিব আল হাসান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়ের ৫৯ রানের জুটিতে। এরপর পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়েন শান্ত-মুশফিকুর রহিম। তবে মুশফিকের বিদায়েই মূলত ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। রান তাড়া করতে নেমে ১১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয তুলে নেয় শ্রীলঙ্কা। সাকিবের মতে, স্কোর কমপক্ষে ২০০ ছাড়ানো উচিত ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ। এটা ৩০০ রানের উইকেট ছিল না। তবে আমাদের ২২০-২৩০ রান করতে হতো।’
এবারের এশিয়া কাপে আগে থেকেই ছিলেন না তামিম ইকবাল। শেষ মুহূর্তে এসে ছিটকে গেছেন লিটন দাস। অভিজ্ঞ দুই ওপেনারের অনুপস্থিতিতে আজ ওপেনিং করেছেন নাঈম শেখ ও তানজিদ তামিম। যার মধ্যে তানজিদের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ডাক মেরেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেলেন নতুন তামিম। শান্ত, হৃদয়, মুশফিক, নাঈম-এই চার ব্যাটারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে মনে করেন সাকিব, ‘আরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। আমি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়েও আমরা ভালো কিছু করতে পারিনি। সামনে আমাদের বড় ম্যাচ আসছে।’
দক্ষিণ আফ্রিকার যুবাদের হারিয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দল। গতকাল জিম্বাবুয়ের হারারের ফাইনালে রিজান হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ যুবারা জিতেছেন ৩৩ রানে।
৫ ঘণ্টা আগে১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে ডারউইন শহরে। অস্ট্রেলিয়া সেই ফেরাটা রাঙাল ১৭ রানের জয় দিয়ে। দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে একই সঙ্গে টানা জয়ে নিজেদের নতুন রেকর্ড গড়েছে তারা। এটি তাদের টানা নবম জয়।
৬ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বিপক্ষে দরকার ছিল ড্র। ম্যাচটি আজ বাংলাদেশ হেরে গেছে ৬-১ গোলের বড় ব্যবধানে। গ্রুপ রানার্সআপ হয়ে পিটার বাটলার তাকিয়ে ছিল চীনের দিকে। তারা লেবানন ৮-০ গোলে হারিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গেল অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজের ফাইনালে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রানও উঠছিল ধীর গতিতে। তবে আজিজুল হাকিম তামিম-কালাম সিদ্দিকীদের বাংলাদেশের এই অনূর্ধ্ব-১৯ দল যে অন্য ধাতুতে গড়া। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ প্রোটিয়াদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে