Ajker Patrika

শ্বাসরুদ্ধকর ম্যাচে আমিরাতকে হারাল নেদারল্যান্ডস  

শ্বাসরুদ্ধকর ম্যাচে আমিরাতকে হারাল নেদারল্যান্ডস  

টি-টোয়েন্টিতে ১১২ রানের লক্ষ্য আহামরি বড় লক্ষ্য নয়। তবে গিলংয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই লক্ষ্য তাড়া করতেই  ঘাম ছুটে গেছে নেদার‍ল্যান্ডসের।পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে নেদারল্যান্ডস। ১ বল আগে  আমিরাতের বিপক্ষে  ৩ উইকেটের  জয় পেয়েছে ডাচরা।

১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবলীলভাবেই এগোতে থাকে নেদারল্যান্ডস। ৮.৪ ওভারে ডাচদের স্কোর ২ উইকেটে ৫৯ রান। আর এখান থেকেই ম্যাচের ভোল পাল্টানো শুরু করে।  ১৭ রানের ব্যবধানে ডাচরা ৪ উইকেট হারালে ম্যাচে ফেরে আমিরাত। সপ্তম উইকেটে  স্কট এডওয়ার্ডস-টম প্রিঙ্গেলের ৩০ বলে ২৭ রানের জুটিতে ডাচরা ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা নিয়েছিল ঠিকই। তবে প্রিঙ্গেল আউট হলে আবারও ম্যাচ জমে ওঠে। আর শেষ ওভারের পঞ্চম বলে কাভারে ঠেলে দিয়ে এক রান নেন এডওয়ার্ডস। তাতে ডাচরা জিতে যায় ৩ উইকেটে।

ম্যাচসেরা হয়েছেন বাস ডি লিড। ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ১৮ বলে ১৪ রান করেছেন এই ডাচ অলরাউন্ডার।  

এর আগে টস জিতে ব্যাটিংয়ের  সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক  চুনদাঙ্গাপোয়িল রিজওয়ান। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৮ উইকেটে ১১১ রান। ইনিংস সর্বোচ্চ  ৪৭ বলে ৪১ রান করেন মুহাম্মদ ওয়াসিম। নেদারল্যান্ডস বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাস ডি লিড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত