Ajker Patrika

স্টোকসের পথে হেঁটে ওয়ানডেকে বিদায় জানাতে পারেন হার্দিকও

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৩: ০৩
স্টোকসের পথে হেঁটে ওয়ানডেকে বিদায় জানাতে পারেন হার্দিকও

বেন স্টোকসের বিদায়ের পরেই ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বে। সাবেক ক্রিকেটারদের আশঙ্কা, ওয়ানডে থেকে অবসর নিতে পারেন আরও কিছু বিশ্বমানের ক্রিকেটার। ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী তেমন এক অলরাউন্ডারের সম্পর্কে বলেছেন। তিনি জানিয়েছেন, ওয়ানডে বিশ্বকাপের পর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও এই সংস্করণ থেকে অবসর নিতে পারেন। 

ওয়ানডের ভবিষ্যৎ এতটাই অন্ধকারে যে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সংস্করণটিকে বাদ দেওয়ার কথাও বলেছেন। আবার অনেকের অভিমত, ৫০ ওভারের ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। সংস্করণটির এমন কঠিন মুহূর্তে শাস্ত্রী বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হবে। তাই হয়তো হার্দিক সেই আসরে খেলবে। তারপর দেখবেন সে হয়তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারে। তার পূর্ণ অধিকার রয়েছে নিজের পছন্দের সংস্করণ খেলার।’ 

হার্দিক টি-টোয়েন্টি ক্রিকেটকে ভীষণ পছন্দ করেন বলে জানিয়েছেন শাস্ত্রী। ভারতের সাবেক কোচ বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে ধীরে ধীরে ক্রিকেটাররা উৎসাহ হারাচ্ছে। টেস্ট ক্রিকেটের গুরুত্ব সব সময় থাকবে। টি-টোয়েন্টি ক্রিকেটেও বিনোদন রয়েছে। এখন থেকেই ক্রিকেটাররা নির্দিষ্ট সংস্করণ বেছে নিচ্ছে। হার্দিককেই দেখুন। টি-টোয়েন্টি ছাড়া সে অন্য সংস্করণ খেলতে চায় না।’ 

টি-টোয়েন্টির জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়ছে। ফলে দেশগুলোও ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে বেশি মনোযোগ দিয়েছে। সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেট বোর্ডগুলোর এমন মনোযোগ ওয়ানডের ওপর চাপ বাড়িয়েছে। এ ছাড়া আইসিসির ঠাসা সূচির কারণে ক্রিকেটাররাও তিন সংস্করণের ধকল সইতে পারছেন না। ওয়ানডেকে বিদায় বলে যার বাস্তব উদাহরণ হয়েছেন স্টোকস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত