Ajker Patrika

আইপিএলে মাটির চেয়ে আকাশেই বেশি উড়ছেন রশিদ

ক্রীড়া ডেস্ক    
আইপিএলে বিবর্ণ রশিদ খান। ছবি: এএফপি
আইপিএলে বিবর্ণ রশিদ খান। ছবি: এএফপি

দুর্দান্ত ঘূর্ণি জাদুতে রশিদ খান অনেক ম্যাচে একাই মোড় ঘুরিয়ে দিয়েছেন। কিন্তু চলতি আইপিএলে আফগান অলরাউন্ডার যেন নিজের ছায়া হয়ে রইলেন এখন পর্যন্ত। তাতে অবশ্য তাঁর দল গুজরাট টাইটানসের সমস্যা হয়নি। লিগ পর্বে শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট।

কোয়ালিফায়ারে যদি রশিদ ছন্দে ফেরেন, সেটাই দারুণ কিছু হবে গুজরাটের জন্য। এখন পর্যন্ত রশিদ কতটা বিবর্ণ পরিসংখ্যানই তা বলে—১৪ ম্যাচে খেলে শিকার ৯ উইকেট, ইকোনমি ৯.৪৭। সব মিলিয়ে ৫১ ওভার বল করেছেন, রান দিয়েছেন ৪৮৩। বোলিং গড় ৫৩.৬৬, স্ট্রাইকরেট ৩৪.০০।

চলতি আইপিএলে নিজেকে হারিয়ে খোঁজা রশিদ মাটির চেয়ে আকাশেই যেন বেশ উড়ছেন! গতকাল গ্রুপপর্বের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাটারদের ওপর তেমন প্রভাব ফেলতে পারেননি। চার ওভার বোলিং করে খরচ করেন ৪২ রান। উইকেট শিকার মাত্র ১টি। দিন শেষে আলোচনায় উঠে তাঁর ছক্কা হজমের পরিসংখ্যান।

চেন্নাইয়ের ব্যাটার ডেভন কনওয়ে ২টি ও ডেওয়াল্ড ব্রেভিস ১টি ছক্ক মেরেছেন রশিদের বলে। তাতে চলতি আইপিএলে আফগান তারকার ছক্কা হজমের সংখ্যা দাঁড়িয়েছে ৩১-এ। আইপিএলের এক মৌসুমে কোনো বোলারের যৌথভাবে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ সিরাজের। ভারতীয় পেসার ২০২২ আইপিএলে ৩১টি ছক্কা হজম করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।

এই রেকর্ডের তালিকায় দুইয়ে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও যুজবেন্দ্র চাহাল। দুজনেই ৩০টি করে ছক্কা হজম করেন। তিন নম্বরে ২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে ২৯ ছক্কা হজম করা ক্যারিবীয় পেসার ডোয়াইন ব্রাভো।

তবে রশিদের আরও কয়েকটি ম্যাচ রয়েছে। তিক্ত রেকর্ডে রশিদ হয়তো এককভাবে শীর্ষেও চলে যেতে পারেন। মজার ব্যাপার হলো, রশিদ চারের চেয়েও বেশি হজম করেছেন ছক্কা। ২০২৫ আইপিএলে তাঁর বলে চার মরেছেন ব্যাটাররা ২৬টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত