প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে গতকাল ইতিহাস সৃষ্টি করেছে উগান্ডা। আফ্রিকা অঞ্চলের এই দলের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে আগামী বিশ্বকাপের ২০ দলও। এই ২০ দলকে নিয়ে আগামী ৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টুর্নামেন্ট।
কিন্তু টুর্নামেন্ট শুরুর ছয় মাস আগে ছোট একটা দুঃসংবাদ এসেছে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র ডমিনিকা থেকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়েছে তারা। আয়োজন করতে না পারার কারণ হিসেবে তারা জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ও ম্যাচের ভেন্যুর কাজ শেষ করতে পারবে না।
ডমিনিকা সরকারের বিবৃতি বলেছে, ‘উইন্ডসর পার্ক স্টেডিয়াম ও বেঞ্জামিন পার্কে অনুশীলন এবং ম্যাচ আয়োজন হবে বলে ভেন্যুগুলোর উন্নয়ন ও বর্ধিতকরণ, বিভিন্ন মূল্যায়ন এবং যেখানে অতিরিক্ত পিচ দরকার সেটাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদারেরা কাজ শেষ করার যে সীমারেখা দিয়েছে, তাতে বোঝা যায়, টুর্নামেন্ট শুরুর আগে কাজ শেষ হবে না। এ কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাতটি দেশে বিশ্বকাপ আয়োজন করার কথা। সে অনুযায়ী জ্যামাইকা, গ্রেনাডা ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস বাদে ওয়েস্ট ইন্ডিজের প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলো বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দরপত্র জমা দিয়েছিল। সেই তালিকা থেকে ডমিনিকায় ম্যাচ দিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ডমিনিকায় গ্রুপ পর্বের একটি এবং সুপার পর্বের দুটি ম্যাচ আয়োজনের কথা ছিল। তাদের পরিবর্তে কোথায় আয়োজন করা হবে, তা আইসিসির সঙ্গে আলোচনা করে শিগগির জানাবে সিডব্লিউআই।
প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে গতকাল ইতিহাস সৃষ্টি করেছে উগান্ডা। আফ্রিকা অঞ্চলের এই দলের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে আগামী বিশ্বকাপের ২০ দলও। এই ২০ দলকে নিয়ে আগামী ৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টুর্নামেন্ট।
কিন্তু টুর্নামেন্ট শুরুর ছয় মাস আগে ছোট একটা দুঃসংবাদ এসেছে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র ডমিনিকা থেকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়েছে তারা। আয়োজন করতে না পারার কারণ হিসেবে তারা জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ও ম্যাচের ভেন্যুর কাজ শেষ করতে পারবে না।
ডমিনিকা সরকারের বিবৃতি বলেছে, ‘উইন্ডসর পার্ক স্টেডিয়াম ও বেঞ্জামিন পার্কে অনুশীলন এবং ম্যাচ আয়োজন হবে বলে ভেন্যুগুলোর উন্নয়ন ও বর্ধিতকরণ, বিভিন্ন মূল্যায়ন এবং যেখানে অতিরিক্ত পিচ দরকার সেটাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদারেরা কাজ শেষ করার যে সীমারেখা দিয়েছে, তাতে বোঝা যায়, টুর্নামেন্ট শুরুর আগে কাজ শেষ হবে না। এ কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাতটি দেশে বিশ্বকাপ আয়োজন করার কথা। সে অনুযায়ী জ্যামাইকা, গ্রেনাডা ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস বাদে ওয়েস্ট ইন্ডিজের প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলো বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দরপত্র জমা দিয়েছিল। সেই তালিকা থেকে ডমিনিকায় ম্যাচ দিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ডমিনিকায় গ্রুপ পর্বের একটি এবং সুপার পর্বের দুটি ম্যাচ আয়োজনের কথা ছিল। তাদের পরিবর্তে কোথায় আয়োজন করা হবে, তা আইসিসির সঙ্গে আলোচনা করে শিগগির জানাবে সিডব্লিউআই।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৫ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৫ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
৭ ঘণ্টা আগে