Ajker Patrika

বিপিএল শুরু ১৯ জানুয়ারি, ফাইনাল ১ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮: ৫৬
বিপিএল শুরু ১৯ জানুয়ারি, ফাইনাল ১ মার্চ

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম টুর্নামেন্ট। চলবে ১ মাস ১৩ দিনব্যাপী, ফাইনাল হবে আগামী ১ মার্চ।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নবাগত দল দুর্দান্ত ঢাকা। একই দিন আরেক ম্যাচে খেলবে বর্তমান রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। রাতের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। শুধু শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টা থেকে এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। 

নতুন দল দুর্দান্ত ঢাকার সঙ্গে আছে পুরোনো ছয় দল—কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ইতিমধ্যে বিপিএলের খেলোয়াড় ধরে রাখা ও প্লেয়ার্স ড্রাফটও হয়ে গেছে।

আগামী বিপিএলে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৬টি। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম—তিন ভেন্যুতে হবে ম্যাচ। ঢাকা পর্ব দিয়ে শুরু, প্রথম পর্বে হবে ৮টি ম্যাচ। ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সিলেট পর্বে হবে ১২টি ম্যাচ। 

এরপর ঢাকায় দ্বিতীয় পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি হবে ৮টি ম্যাচ। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্বে আসে ১২টি ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ শেষ পর্বে ঢাকায় হবে আরও ৬টি ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত