নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম টুর্নামেন্ট। চলবে ১ মাস ১৩ দিনব্যাপী, ফাইনাল হবে আগামী ১ মার্চ।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নবাগত দল দুর্দান্ত ঢাকা। একই দিন আরেক ম্যাচে খেলবে বর্তমান রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। রাতের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। শুধু শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টা থেকে এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।
নতুন দল দুর্দান্ত ঢাকার সঙ্গে আছে পুরোনো ছয় দল—কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ইতিমধ্যে বিপিএলের খেলোয়াড় ধরে রাখা ও প্লেয়ার্স ড্রাফটও হয়ে গেছে।
আগামী বিপিএলে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৬টি। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম—তিন ভেন্যুতে হবে ম্যাচ। ঢাকা পর্ব দিয়ে শুরু, প্রথম পর্বে হবে ৮টি ম্যাচ। ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সিলেট পর্বে হবে ১২টি ম্যাচ।
এরপর ঢাকায় দ্বিতীয় পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি হবে ৮টি ম্যাচ। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্বে আসে ১২টি ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ শেষ পর্বে ঢাকায় হবে আরও ৬টি ম্যাচ।
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম টুর্নামেন্ট। চলবে ১ মাস ১৩ দিনব্যাপী, ফাইনাল হবে আগামী ১ মার্চ।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নবাগত দল দুর্দান্ত ঢাকা। একই দিন আরেক ম্যাচে খেলবে বর্তমান রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। রাতের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। শুধু শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টা থেকে এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।
নতুন দল দুর্দান্ত ঢাকার সঙ্গে আছে পুরোনো ছয় দল—কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ইতিমধ্যে বিপিএলের খেলোয়াড় ধরে রাখা ও প্লেয়ার্স ড্রাফটও হয়ে গেছে।
আগামী বিপিএলে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৬টি। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম—তিন ভেন্যুতে হবে ম্যাচ। ঢাকা পর্ব দিয়ে শুরু, প্রথম পর্বে হবে ৮টি ম্যাচ। ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সিলেট পর্বে হবে ১২টি ম্যাচ।
এরপর ঢাকায় দ্বিতীয় পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি হবে ৮টি ম্যাচ। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্বে আসে ১২টি ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ শেষ পর্বে ঢাকায় হবে আরও ৬টি ম্যাচ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের জন্য দল সাজানোর আগে বিপাকে পড়ে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। তাদের দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় ফিফা। দলবদলের সময় শেষ হওয়ার ৮ দিন আগে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হয়েছে তারা।
১ ঘণ্টা আগে২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। ম্যাচ না খেললেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানের পরিবর্তন হয়েছে। কেউ পেয়েছেন সুখবর। কারও অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে ‘এ’ দলের শেষ প্রস্তুতি ম্যাচেও ফিফটি করেছেন নুরুল হাসান সোহান। এর আগে গায়ানায় গ্লোবাল টি–টোয়েন্টি টুর্নামেন্টে রংপুরের দলপতি হিসেবে ব্যাট হাতেও ছিলেন দারুণ ছন্দে। ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে—সব সংস্করণেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। দুই সংস্করণেই
২ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শেষের পর প্রায় ২ সপ্তাহ হতে চলল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা দারুণ খেলছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশের কাছে সিরিজ হারটা যেন কিছুতেই ভুলতে পারছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। রমিজ রাজার মতো রশিদ লতিফও সমালোচনা করেছেন পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে।
৩ ঘণ্টা আগে