২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, গত বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে ওঠা—দুই ক্ষেত্রেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে গতকাল ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশের শুরু হয় ভারতের বিপক্ষে। ভারত ৮৪ রানে সহজে জিতেছে ঠিকই, তবে বাংলাদেশও দাপট দেখিয়ে খেলেছে।
২৫২ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে আশিকুর রহমান শিবলি ও জিসান আলম যোগ করেন ৪১ বলে ৩৮ রান। এর পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৩৮ থেকে ৫০—১২ রানের ব্যবধানে হারিয়ে ফেলে ৪ উইকেট, যার মধ্যে রয়েছে দুই ওপেনার শিবলি, জিসানের উইকেট। বাকি দুই ব্যাটার হচ্ছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আহরার আমিন, যার মধ্যে গত মাসে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর শিবলি হয়েছিলেন টুর্নামেন্ট-সেরা। রিজওয়ান, আহরারও আছেন দারুণ ছন্দে। সেখানে গতকাল সৌমি পান্ডের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন শিবলি। একই রকমভাবে সৌমির বলে বোল্ড হয়েছেন রিজওয়ান।
ব্যাটিংয়ে সাফল্য বলতে শুধু পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমসের ১১৮ বলে ৭৭ রানের জুটি। সেখান থেকে ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৬৭ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নিজেদের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন। রাব্বি বলেন, ‘আমি অভিনন্দন জানাচ্ছি ভারতকে। তারা সত্যিই দুর্দান্ত খেলেছে। আমাদের ব্যাটাররা ভালো খেলেনি। বাজে শট খেলেছে। এমন উইকেটে লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল।’
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং গতকাল করেছেন মারুফ মৃধা। ৮ ওভার বোলিংয়ে ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এটা তাঁর যুব ওয়ানডেতে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট। ৫ উইকেটের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটার আর্শিন কুলকার্নি ও মুশির খানের উইকেট দুটি দ্রুত তুলে নেন মারুফ। মারুফের প্রশংসা করে রাব্বি বলেন, ‘সে (মারুফ) তার প্রক্রিয়া অনুসরণ করে খেলেছে। সতীর্থরা সত্যিই মুখিয়ে থাকে ভারতের বিপক্ষে খেলতে। ম্যাচটা উপভোগ করার মতোই ছিল।’
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, গত বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে ওঠা—দুই ক্ষেত্রেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে গতকাল ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশের শুরু হয় ভারতের বিপক্ষে। ভারত ৮৪ রানে সহজে জিতেছে ঠিকই, তবে বাংলাদেশও দাপট দেখিয়ে খেলেছে।
২৫২ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে আশিকুর রহমান শিবলি ও জিসান আলম যোগ করেন ৪১ বলে ৩৮ রান। এর পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৩৮ থেকে ৫০—১২ রানের ব্যবধানে হারিয়ে ফেলে ৪ উইকেট, যার মধ্যে রয়েছে দুই ওপেনার শিবলি, জিসানের উইকেট। বাকি দুই ব্যাটার হচ্ছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আহরার আমিন, যার মধ্যে গত মাসে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর শিবলি হয়েছিলেন টুর্নামেন্ট-সেরা। রিজওয়ান, আহরারও আছেন দারুণ ছন্দে। সেখানে গতকাল সৌমি পান্ডের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন শিবলি। একই রকমভাবে সৌমির বলে বোল্ড হয়েছেন রিজওয়ান।
ব্যাটিংয়ে সাফল্য বলতে শুধু পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমসের ১১৮ বলে ৭৭ রানের জুটি। সেখান থেকে ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৬৭ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নিজেদের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন। রাব্বি বলেন, ‘আমি অভিনন্দন জানাচ্ছি ভারতকে। তারা সত্যিই দুর্দান্ত খেলেছে। আমাদের ব্যাটাররা ভালো খেলেনি। বাজে শট খেলেছে। এমন উইকেটে লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল।’
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং গতকাল করেছেন মারুফ মৃধা। ৮ ওভার বোলিংয়ে ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এটা তাঁর যুব ওয়ানডেতে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট। ৫ উইকেটের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটার আর্শিন কুলকার্নি ও মুশির খানের উইকেট দুটি দ্রুত তুলে নেন মারুফ। মারুফের প্রশংসা করে রাব্বি বলেন, ‘সে (মারুফ) তার প্রক্রিয়া অনুসরণ করে খেলেছে। সতীর্থরা সত্যিই মুখিয়ে থাকে ভারতের বিপক্ষে খেলতে। ম্যাচটা উপভোগ করার মতোই ছিল।’
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৫ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৭ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৮ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৮ ঘণ্টা আগে