ক্রীড়া ডেস্ক
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, গত বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে ওঠা—দুই ক্ষেত্রেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে গতকাল ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশের শুরু হয় ভারতের বিপক্ষে। ভারত ৮৪ রানে সহজে জিতেছে ঠিকই, তবে বাংলাদেশও দাপট দেখিয়ে খেলেছে।
২৫২ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে আশিকুর রহমান শিবলি ও জিসান আলম যোগ করেন ৪১ বলে ৩৮ রান। এর পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৩৮ থেকে ৫০—১২ রানের ব্যবধানে হারিয়ে ফেলে ৪ উইকেট, যার মধ্যে রয়েছে দুই ওপেনার শিবলি, জিসানের উইকেট। বাকি দুই ব্যাটার হচ্ছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আহরার আমিন, যার মধ্যে গত মাসে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর শিবলি হয়েছিলেন টুর্নামেন্ট-সেরা। রিজওয়ান, আহরারও আছেন দারুণ ছন্দে। সেখানে গতকাল সৌমি পান্ডের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন শিবলি। একই রকমভাবে সৌমির বলে বোল্ড হয়েছেন রিজওয়ান।
ব্যাটিংয়ে সাফল্য বলতে শুধু পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমসের ১১৮ বলে ৭৭ রানের জুটি। সেখান থেকে ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৬৭ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নিজেদের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন। রাব্বি বলেন, ‘আমি অভিনন্দন জানাচ্ছি ভারতকে। তারা সত্যিই দুর্দান্ত খেলেছে। আমাদের ব্যাটাররা ভালো খেলেনি। বাজে শট খেলেছে। এমন উইকেটে লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল।’
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং গতকাল করেছেন মারুফ মৃধা। ৮ ওভার বোলিংয়ে ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এটা তাঁর যুব ওয়ানডেতে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট। ৫ উইকেটের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটার আর্শিন কুলকার্নি ও মুশির খানের উইকেট দুটি দ্রুত তুলে নেন মারুফ। মারুফের প্রশংসা করে রাব্বি বলেন, ‘সে (মারুফ) তার প্রক্রিয়া অনুসরণ করে খেলেছে। সতীর্থরা সত্যিই মুখিয়ে থাকে ভারতের বিপক্ষে খেলতে। ম্যাচটা উপভোগ করার মতোই ছিল।’
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, গত বছরের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে ওঠা—দুই ক্ষেত্রেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে গতকাল ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশের শুরু হয় ভারতের বিপক্ষে। ভারত ৮৪ রানে সহজে জিতেছে ঠিকই, তবে বাংলাদেশও দাপট দেখিয়ে খেলেছে।
২৫২ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে আশিকুর রহমান শিবলি ও জিসান আলম যোগ করেন ৪১ বলে ৩৮ রান। এর পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৩৮ থেকে ৫০—১২ রানের ব্যবধানে হারিয়ে ফেলে ৪ উইকেট, যার মধ্যে রয়েছে দুই ওপেনার শিবলি, জিসানের উইকেট। বাকি দুই ব্যাটার হচ্ছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আহরার আমিন, যার মধ্যে গত মাসে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর শিবলি হয়েছিলেন টুর্নামেন্ট-সেরা। রিজওয়ান, আহরারও আছেন দারুণ ছন্দে। সেখানে গতকাল সৌমি পান্ডের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন শিবলি। একই রকমভাবে সৌমির বলে বোল্ড হয়েছেন রিজওয়ান।
ব্যাটিংয়ে সাফল্য বলতে শুধু পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমসের ১১৮ বলে ৭৭ রানের জুটি। সেখান থেকে ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৬৭ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নিজেদের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন। রাব্বি বলেন, ‘আমি অভিনন্দন জানাচ্ছি ভারতকে। তারা সত্যিই দুর্দান্ত খেলেছে। আমাদের ব্যাটাররা ভালো খেলেনি। বাজে শট খেলেছে। এমন উইকেটে লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল।’
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং গতকাল করেছেন মারুফ মৃধা। ৮ ওভার বোলিংয়ে ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এটা তাঁর যুব ওয়ানডেতে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট। ৫ উইকেটের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটার আর্শিন কুলকার্নি ও মুশির খানের উইকেট দুটি দ্রুত তুলে নেন মারুফ। মারুফের প্রশংসা করে রাব্বি বলেন, ‘সে (মারুফ) তার প্রক্রিয়া অনুসরণ করে খেলেছে। সতীর্থরা সত্যিই মুখিয়ে থাকে ভারতের বিপক্ষে খেলতে। ম্যাচটা উপভোগ করার মতোই ছিল।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে