প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের গ্যাবার ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। এমন নাটকীয়তার ম্যাচে বাংলাদেশকে ৩ রানে জিতিয়েছেন শেষ ওভারে বোলিংয়ে আসা মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের ফল নির্ধারণী ওভারটিতে স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা তাঁর। তবে সে সময় নাকি কোনো চাপ অনুভব করেননি এমনটি জানিয়েছেন তিনি।
শেষ বল করার সময় কী ভাবছিলেন ম্যাচ শেষে তা জানিয়েছেন মোসাদ্দেক।
তিনি বলেছেন, ‘আমাদের জন্য অন্য রকম এক অভিজ্ঞতা ছিল। দ্বিতীয়বার মাঠে আসার পর আমরা স্নায়ুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। মাঠে যা-ই হোক না কেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করি। মেরে নিতে পারলে ঠিক আছে। এটা নিয়ে কোনো চিন্তা করিনি আমরা।’
ইনিংসের শেষ বলটা করার সময় সাকিবের সঙ্গে কী কথা হয়েছে সেটাও জানিয়েছেন মোসাদ্দেক। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে দুই রকম কথা হয়েছিল। ইয়র্কার করব নাকি লেন্থ বল করব। মাঠ ছোট হওয়ায় ইয়র্কারের ঝুঁকি নিইনি। কারণ লেন্থ মিস হলে ছক্কা খাওয়ার সম্ভাবনা ছিল। এ জন্য আমরা পরিকল্পনা করছিলাম যে, একটু ব্যাক অব লেন্থে, একটু জোরের ওপর করব, যেন মিস টাইমিং হওয়ার সম্ভাবনা থাকে।’
শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন বল করতে এসে দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন ব্রাড ইভান্সের উইকেট। তৃতীয় বলে লেগবাই থেকে জিম্বাবুয়ে পেয়েছিল ৪ রান। চতুর্থ বলে ছক্কা মেরেছিলেন এনগারাভা। পরের বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন এনগারাভা। তবে শেষ বলটি নিয়ে হয় নাটকীয়তা। ব্লেসিং মুজরাবানিকে স্টাম্পিং করলেও তা বাতিল হয়ে যায়। উইকেটের আগে ভুল করে বল ধরেছিলেন সোহান। শেষ বলে তখন জিম্বাবুয়ের দরকার ৪ রান। ওই বলটি ডট দিয়ে বাংলাদেশকে ৩ রানের জয় এনে দেন মোসাদ্দেক।
প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের গ্যাবার ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। এমন নাটকীয়তার ম্যাচে বাংলাদেশকে ৩ রানে জিতিয়েছেন শেষ ওভারে বোলিংয়ে আসা মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের ফল নির্ধারণী ওভারটিতে স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা তাঁর। তবে সে সময় নাকি কোনো চাপ অনুভব করেননি এমনটি জানিয়েছেন তিনি।
শেষ বল করার সময় কী ভাবছিলেন ম্যাচ শেষে তা জানিয়েছেন মোসাদ্দেক।
তিনি বলেছেন, ‘আমাদের জন্য অন্য রকম এক অভিজ্ঞতা ছিল। দ্বিতীয়বার মাঠে আসার পর আমরা স্নায়ুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। মাঠে যা-ই হোক না কেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করি। মেরে নিতে পারলে ঠিক আছে। এটা নিয়ে কোনো চিন্তা করিনি আমরা।’
ইনিংসের শেষ বলটা করার সময় সাকিবের সঙ্গে কী কথা হয়েছে সেটাও জানিয়েছেন মোসাদ্দেক। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে দুই রকম কথা হয়েছিল। ইয়র্কার করব নাকি লেন্থ বল করব। মাঠ ছোট হওয়ায় ইয়র্কারের ঝুঁকি নিইনি। কারণ লেন্থ মিস হলে ছক্কা খাওয়ার সম্ভাবনা ছিল। এ জন্য আমরা পরিকল্পনা করছিলাম যে, একটু ব্যাক অব লেন্থে, একটু জোরের ওপর করব, যেন মিস টাইমিং হওয়ার সম্ভাবনা থাকে।’
শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন বল করতে এসে দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন ব্রাড ইভান্সের উইকেট। তৃতীয় বলে লেগবাই থেকে জিম্বাবুয়ে পেয়েছিল ৪ রান। চতুর্থ বলে ছক্কা মেরেছিলেন এনগারাভা। পরের বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন এনগারাভা। তবে শেষ বলটি নিয়ে হয় নাটকীয়তা। ব্লেসিং মুজরাবানিকে স্টাম্পিং করলেও তা বাতিল হয়ে যায়। উইকেটের আগে ভুল করে বল ধরেছিলেন সোহান। শেষ বলে তখন জিম্বাবুয়ের দরকার ৪ রান। ওই বলটি ডট দিয়ে বাংলাদেশকে ৩ রানের জয় এনে দেন মোসাদ্দেক।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
২৯ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে