Ajker Patrika

এক ঘণ্টাও টিকতে পারল না নিউজিল্যান্ড, সিরিজ কোহলিদের মুঠোয়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ২১
এক ঘণ্টাও টিকতে পারল না নিউজিল্যান্ড, সিরিজ কোহলিদের মুঠোয়

নিরঙ্কুশ জয়ের পথটা গতকালই তৈরি করে রেখেছিল ভারত। আজ শুধু আনুষ্ঠানিকতা সারল। তাই বলে কাজটা এত চটজলদি হয়ে যাবে, সেটি বোধ হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকেরাও ভাবেননি। সমর্থকেরা গ্যালারিতে আসতে না আসতেই ম্যাচ শেষ! 

মুম্বাই টেস্টের চতুর্থ দিনে আজ এক সেশন তো দূরের কথা, এক ঘণ্টাও টিকতে পারেনি নিউজিল্যান্ড। অফ স্পিনার জয়ন্ত যাদবের তোপে মাত্র ৬৯ বল টিকতে পেরেছে কিউইরা, যোগ করতে পেরেছে ২৭ রান। 

আনুষ্ঠানিকতা সারতে ভারতের দরকার ছিল ৫ উইকেট, নিউজিল্যান্ডের ডিঙাতে হতো আরও ৪০০ রানের পাহাড়। প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয়ে বিব্রতকর রেকর্ড গড়া সফরকারীরা দ্বিতীয় ইনিংসেও করেছে ‘অসহায় আত্মসমর্পণ’। ১৬৭ রানে গুটিয়ে ম্যাচ হেরেছে ৩৭২ রানের বিশাল ব্যবধানে। 

একপেশে এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে গেল ভারত। তবে ৪২ পয়েন্ট আর ৫৮.৩৩% পয়েন্টের হারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনতেই রয়ে গেল বিরাট কোহলির দল। কানপুরে দুই দলের প্রথম টেস্ট ড্র হয়েছিল। 

দুই ইনিংসেই (১৫০ ও ৬২) দুর্দান্ত ব্যাটিং করা ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট। সব মিলিয়ে ৭০ রান ও ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি। 

টেস্ট সিরিজের ট্রফি নিয়ে হাস্যোজ্জ্বল ভারতীয় দল। আজ মুম্বাইয়ে৫৪০ রানের লক্ষ্যটা স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের নাগালের বাইরে ছিল। সেটি তাড়া করে নেমে গতকাল তৃতীয় দিনেই দিশেহারা হয়ে পড়ে কিউইরা। 

৫ উইকেটে ১৪০ রান নিয়ে নেমে আজ চতুর্থ দিন সকালে আরও ২২ রান যোগ করেন হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র। ধসের শুরু সেখান থেকেই। ১৮ করা রাচিনকে ফেরানোর পর কাইল জেমিসন, টিম সাউদি, উইলিয়াম সামারভিলকেও ছেঁটে ফেলেন জয়ন্ত। অশ্বিন এসে নিকোলসকে তুলে মুড়িয়ে দেন নিউজিল্যান্ডের ইনিংস। ৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে হতবিহ্বল হয়ে পড়ে কিউইরা। 

অথচ ম্যাচটি স্মরণীয় হবে এক কিউই ক্রিকেটারের জন্যই। ভারতের প্রথম ইনিংসের সব উইকেট ইতিহাসে নাম লেখান আজাজ প্যাটেল। মুম্বাইয়েই জন্ম নেওয়া এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসেও নেন ৪ উইকেট। গড়েন ভারতের মাটিতে প্রতিপক্ষ বোলার হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড। তবে দল হারায় আজাজের এই অবিশ্বাস্য কীর্তি বৃথা গেল। 

সংক্ষিপ্ত স্কোর

ভারত (১ম ইনিংস) 
১০৯.৫ ওভারে ৩২৫ অলআউট
মায়াঙ্ক ১৫০, আজাজ ১০ / ১১৯ 

নিউজিল্যান্ড (১ম ইনিংস) 
 ২৮.১ ওভারে ৬২ অলআউট
জেমিসন ১৭, অশ্বিন ৪ / ৮ 

ভারত (২য় ইনিংস) 
৭০ ওভারে ২৭৬ / ৭ (ইনিংসের সমাপ্তি ঘোষণা) 
মায়াঙ্ক ৬২, আজাজ ৪ / ১০৬ 

নিউজিল্যান্ড (২য় ইনিংস) 
৫৬.৩ ওভারে ১৬৭ অলআউট
মিচেল ৬০, অশ্বিন ৪ / ৩৪ 

ফল: ভারত ৩৭২ রানে জয়ী
সিরিজ: ভারত ১-০ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: মায়াঙ্ক আগারওয়াল (ভারত) 
সিরিজসেরা: রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত