Ajker Patrika

ভূমিকম্প না আয়নায় চেহারা দেখল পাকিস্তান

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২০: ০০
ভূমিকম্প না আয়নায় চেহারা দেখল পাকিস্তান

নিজেদের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। দুটো তিক্ত অভিজ্ঞতাই হলো আট মাসের মধ্যে। গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের কাছে ৩-০ হারের পর এবার বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হার। 

ঘরের মাঠে ২০২১ সাল থেকে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। সীমিত ওভারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গ্রুপ পর্ব থেকে বিদায়। তার আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও বিদায় নিয়েছিল লিগ পর্ব থেকেই। 

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর ফুঁসে উঠেছে পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। তাঁদের বিবেচনায় গত কয়েক বছরে দেশটির ক্রিকেটের কতটা অবনমন হয়েছে, সেই সংকেতটা যেন স্পষ্ট হলো বাংলাদেশের কাছে হারে। 

এমন অসহায়ত্ব মেনে নিতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামও, ‘এটি একটি বড় ধাক্কা এবং আমাদের ক্রিকেট একটা পথ হারানোর মধ্যে রয়েছে। তারা যেভাবে ভালো অবস্থান থেকে হেরেছে তাতে একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক এবং একজন খেলাপ্রেমী হিসেবে বিব্রতবোধ করছি। স্বাভাবিকভাবেই এটা বুঝতে পারছি না (কীভাবে সম্ভব)।’ 

আকরাম বললেন, ‘আমরা নিজেদের মাঠে ধারাবাহিকভাবে হেরে যাচ্ছি এবং এটি আমাদের ক্রিকেটের মান সম্পর্কে অনেক কিছু বলে।’ আরেক সাবেক ও আঞ্চলিক ক্রিকেট কোচ বাসিত আলী বাংলাদেশের কাছে পাকিস্তানের হার ‘ভূমিকম্পের’ ধাক্কার সঙ্গে তুলনা করলেন, ‘মানুষ ক্রিকেটকে ঘৃণা করতে শুরু করেছে (পাকিস্তানের)। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কোথায় আছি তার আয়না দেখিয়েছে বাংলাদেশ। এটি একটি জরাজীর্ণ ভাব। বলা যায় জয় ও পরাজয় খেলার অংশ, কিন্তু এটি ভূমিকম্পের মতো ভয়ংকর ধাক্কা।’ 

ওয়াসিমের মতো বাসিতের ভাষায়ও পাকিস্তান ক্রিকেট নিম্নগামী, ‘পাকিস্তান একটি দল হিসেবে খেলেনি, খেলোয়াড়দের বিচ্ছিন্ন দেখাচ্ছিল। এটা পাকিস্তানের দলের জন্য দুঃখজনক ও বিব্রতকর। অন্তত বলা যায়, পাকিস্তান দল দ্রুত নিম্নগামী, যা মনকে বিচলিত করে তোলে।’ 

পাকিস্তানের সাবেক ব্যাটার ও অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ কাঠগড়ায় তুললেন দেশটির ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে, ‘এটা কষ্টের, আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে, তা খুব বাজে লক্ষ্মণ। আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না, কারণ গত দেড় বছরে বোর্ডে (পিসিবি) যা কিছু হয়েছে এবং অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে।’ 

পিসিবি প্রধান মহসিন নাকভির মতে, ক্ষমতার পালা পরিবর্তনের সঙ্গে বোর্ডেও আসে পরিবর্তন। যে দল ক্ষমতায় আসে, তারা নিজেদের মতো করো নিযুক্ত করে। রাজনীতির পরিবর্তনের সঙ্গে পিসিবির শীর্ষ ব্যবস্থাপনায়ও আসে পরিবর্তন। কোনো সামঞ্জস্যপূর্ণ কাঠামো নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত