গ্রায়েম স্মিথ-হাশিম আমলাদের যুগের পর টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ছন্দ সেভাবে ধারাবাহিক নেই বললেই চলে। আজ কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন রায়ান রিকেলটনের ডাবল সেঞ্চুরির পর প্রোটিয়াদের সমৃদ্ধ অতীতই যেন সতেজ হতে শুরু করে। মীর হামজার শিকার হয়ে ২৫৯ রানে থামেন রিকেলটন। রিকেলটনের ডাবল, টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনার সেঞ্চুরিতে স্বাগতিকেরা প্রথম ইনিংসে পেল ৬১৫ রানের পাহাড়সম সংগ্রহ। ২০২০ সালের পর তৃতীয়বার টেস্ট ইনিংসে ৫০০ পেরেলো দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে রিকেলটনের পর তৃতীয় সেশনে শেষ বিকেলে আলো ছড়ালেন কাগিসো রাবাদা। ইয়ানসেন-রাবাদার তোপেরমুখে ২০ রানেই তিন উইকেট হারায় পাকিস্তান। দিন শেষে ৬৪ রান তুলেছে অতিথিরা। সাইম আইয়ুব ছিটকে যাওয়ায় শান মাসুদের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন বাবর আজম। ৩১ রানে বাবর ও মোহাম্মদ রিজওয়ান ৯ রানে অপরাজিত আছেন। প্রোটিয়াদের চেয়ে পিছিয়ে তখনো ৫৫১ রানে। রাবাদা ২টি ও ইয়ানসেনের শিকার ১ টি।
এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ৩১৬ রান থেকে দক্ষিণ আফ্রিকা থামে ৬১৫ রানে। ১৭৬ রানে অপরাজিত থাকা রিকেলটন ফেরেন ৩৪৩ বলে ২৫৯ রানে। ইনিংসে ছিল ২৯টি চার ও ৩টি ছক্কা। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার হয়ে এটি ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও। ২০১৬ সালে আমলার (২০১ ইংল্যান্ড) পর দলটির হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিও রিকেলটনের।
আর ১১ বছর পর রিকেলটন দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসেবে টেস্টে ২০০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। ২০১৩ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষেই ২৩৪ রান করেছিলেন গ্রায়েম স্মিথ। রিকেলটনকে সঙ্গ দিয়ে ভেরেইনাও (১০০) করেছেন সেঞ্চুরি। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস ৩ উইকেট নিয়ে ২৭ টেস্টে ছুঁলেন টেস্টে ১০০ উইকেটের মাইলফলক।
গ্রায়েম স্মিথ-হাশিম আমলাদের যুগের পর টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ছন্দ সেভাবে ধারাবাহিক নেই বললেই চলে। আজ কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন রায়ান রিকেলটনের ডাবল সেঞ্চুরির পর প্রোটিয়াদের সমৃদ্ধ অতীতই যেন সতেজ হতে শুরু করে। মীর হামজার শিকার হয়ে ২৫৯ রানে থামেন রিকেলটন। রিকেলটনের ডাবল, টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনার সেঞ্চুরিতে স্বাগতিকেরা প্রথম ইনিংসে পেল ৬১৫ রানের পাহাড়সম সংগ্রহ। ২০২০ সালের পর তৃতীয়বার টেস্ট ইনিংসে ৫০০ পেরেলো দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে রিকেলটনের পর তৃতীয় সেশনে শেষ বিকেলে আলো ছড়ালেন কাগিসো রাবাদা। ইয়ানসেন-রাবাদার তোপেরমুখে ২০ রানেই তিন উইকেট হারায় পাকিস্তান। দিন শেষে ৬৪ রান তুলেছে অতিথিরা। সাইম আইয়ুব ছিটকে যাওয়ায় শান মাসুদের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন বাবর আজম। ৩১ রানে বাবর ও মোহাম্মদ রিজওয়ান ৯ রানে অপরাজিত আছেন। প্রোটিয়াদের চেয়ে পিছিয়ে তখনো ৫৫১ রানে। রাবাদা ২টি ও ইয়ানসেনের শিকার ১ টি।
এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ৩১৬ রান থেকে দক্ষিণ আফ্রিকা থামে ৬১৫ রানে। ১৭৬ রানে অপরাজিত থাকা রিকেলটন ফেরেন ৩৪৩ বলে ২৫৯ রানে। ইনিংসে ছিল ২৯টি চার ও ৩টি ছক্কা। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার হয়ে এটি ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও। ২০১৬ সালে আমলার (২০১ ইংল্যান্ড) পর দলটির হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিও রিকেলটনের।
আর ১১ বছর পর রিকেলটন দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসেবে টেস্টে ২০০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। ২০১৩ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষেই ২৩৪ রান করেছিলেন গ্রায়েম স্মিথ। রিকেলটনকে সঙ্গ দিয়ে ভেরেইনাও (১০০) করেছেন সেঞ্চুরি। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস ৩ উইকেট নিয়ে ২৭ টেস্টে ছুঁলেন টেস্টে ১০০ উইকেটের মাইলফলক।
তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে বিসিবিতে যেন চলছে এক মহানাটকীয়তা। ডিপিএলে আচরণবিধি ভঙ্গ করে প্রথমে নিষেধাজ্ঞা পেলেন হৃদয়, তারপর আবার শাস্তি কমানো হলো, সমালোচনার মুখে আবার শাস্তি বহাল। আজ আবারও বিসিবি-মোহামেডান বৈঠকের পর নতুন করে এল সিদ্ধান্ত। তামিম ইকবালদের আপত্তিতে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি...
১ ঘণ্টা আগেজিতলেই মিলবে এশিয়া কাপের টিকিট। বাংলাদেশের জন্য সমীকরণ অতটা কঠিন ছিল না বলা যায়। কারণ, এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবার শিরোপা ধরে রাখতে পারল না মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে সেমিফাইনাল থেকে। তাই বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ...
১ ঘণ্টা আগেআইপিএলে মাত্র ১৪ বছর বয়সে অভিষিক্ত হয়ে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থানের জার্সিতে সবে দুটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে নজর কাড়লেও দ্বিতীয় ম্যাচে সমালোচিত হয়েছেন আক্রমণাত্মক মানসিকতার জন্য। তাঁর প্রতি বলে ছয় মারার প্রবণতার দিকে আঙুল তুলেছেন সমালোচকেরা। বৈভব দ্বিতীয় ম্যাচে আউটও হয়েছেন ছয় মারতে
১ ঘণ্টা আগেআইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ৯ ম্যাচ খেলে এরই মধ্যে তুলে নিয়েছেন ৫ ফিফটি। তাঁর নেতৃত্ব ও ব্যাটে চড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থাও বেশ ভালো। তবে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ এক ফিফটি করে নতুন এক কীর্তি গড়েছেন তিনি।
২ ঘণ্টা আগে