Ajker Patrika

আবারও পাকিস্তান ধপাস করে ভেঙে পড়বে, বলছেন ভন

আবারও পাকিস্তান ধপাস করে ভেঙে পড়বে, বলছেন ভন

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের কখন যে কী হয়, সেটা ধারণা করা মুশকিল। সংস্করণ যা-ই হোক, তাদের ম্যাচের মোমেন্টাম বদলে যায় মুহূর্তের মধ্যে। মাইকেল ভনের ধারণা, মুলতানে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ইনিংস ধসে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।  

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—ভনের কথায় তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে। মুলতানে চলমান দ্বিতীয় টেস্টে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৬৬ রানে অলআউট হয়েছে। গতকাল দ্বিতীয় দিন পর্যন্ত ৬ উইকেটে ২৩৯ রান করে ইংল্যান্ড। সফরকারীদের স্বীকৃত ব্যাটার বলতে আছেন জেমি স্মিথ। ভনের ধারণা, ইংল্যান্ডের এমন পরিস্থিতি থেকেও লিড নেওয়ার সামর্থ্য রয়েছে।  ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এই টেস্টের শুরুতে যে ইঙ্গিত পাওয়া গেল, তাতে প্রথম টেস্টের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ড লিড নেবে। তারপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে বসে পড়বে।’

ভন যখন এক্স হ্যান্ডলে লিখেছেন, তখন দ্বিতীয় দিনের খেলা পুরোপুরি শেষ হয়নি। দিনের খেলা শেষে বেন ডাকেটের কথাতেও যেন ভনেরই সুর শোনা গেছে।

দ্বিতীয় দিনের খেলা শেষের পর ডাকেট স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, প্রথম ঘণ্টায় (আজ তৃতীয় দিনে) রান করাটা গুরুত্বপূর্ণ। তৃতীয় ইনিংসে পাকিস্তান (তাদের দ্বিতীয় ইনিংস) ধসে পড়তে পারে।

২মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে কী হয়েছে, সেটা তো সকলেরই জানা। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০ রান করার পর ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান। ইংল্যান্ড ৮২৩ রান করার পর পাকিস্তান ২২০ রানে গুটিয়ে যায়। সেই ম্যাচে ইনিংস ও ৪৭ রানে হেরে গিয়েছিল যাওয়া পাকিস্তান। 

আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান এখন ৯ দলের মধ্যে ৯ নম্বরে অবস্থান করছে। তলানিতে থাকা পাকিস্তানের নেট সাফল্যের হার ১৬.৬৭। চারে অবস্থান করা ইংল্যান্ডের সাফল্যের হার ৪৫.৫৯। পয়েন্ট টেবিলের প্রথম তিনে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বর্তমানে ভারত বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে খেলছে নিউজিল্যান্ডের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত