Ajker Patrika

এক বছরের বেশি সময় পর মাঠে ফিরলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩: ৩৫
এক বছরের বেশি সময় পর মাঠে ফিরলেন মাশরাফি

২০২০ সালের ১৮ ডিসেম্বর সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাঝে পেরিয়ে গেছে ৪০২ দিন। অবশেষে মাঠে ফিরলেন মাশরাফি। সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার আজকের একাদশে আছেন দেশের ইতিহাসের সফলতম এই অধিনায়ক।

এবারের বিপিএলে শুরুতে দল পাননি মাশরাফি। ড্রাফট থেকে তাঁকে দলে ভেড়ায় ঢাকা ফ্র্যাঞ্চাইজি। ম্যাচ খেলায় যথেষ্ট ফিট না থাকায় প্রথম তিন ম্যাচে ঢাকার একাদশে দেখা যায়নি মাশরাফিকে। চতুর্থ ম্যাচে এসে অবশেষে একাদশে দেখা গেল তাঁকে।

চোটের কারণে মাশরাফি টেস্ট খেলেন না বেশ লম্বা সময় ধরে। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন। বাকি আছে ওয়ানডে। সেখানেও মাশরাফিকে জাতীয় দলের জার্সি গায়ে দেখার সম্ভাবনা ক্ষীণ। করোনা-চোট মিলিয়ে এক বছরের বেশি সময় মাঠের বাইরে কাটিয়ে বিপিএল দিয়ে ফিরলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

মাশরাফিকে বোলিংয়ে দেখার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দুই ম্যাচের দুটিতেই হেরেছে সিলেট। অন্যদিকে তিন ম্যাচের একটিতে জিতেছে ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত