ক্রীড়া ডেস্ক
২০২০ সালের ডিসেম্বরেই ভারত ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল অ্যাডিলেড ওভালে। এবারও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড টেস্ট শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। তার আগে বড় ধাক্কা খেল স্বাগতিকেরা। চোটে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হেইজেলউড।
চার বছর আগে হেইজেলউডের তোপেরমুখেই দ্বিতীয় ইনিংসে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ৩ মেডেন ও মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। ভারতের ১১ ব্যাটারদের ইনিংস মিলে হয়েছিল ১১ ডিজিটের মোবাইল নম্বর। অর্থাৎ কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
সেই হেইজেলউড এবার অ্যাডিলেডে মোকাবিলা করতে হচ্ছে ভারতের। সফরকারীদের জন্য সুখবর হলেও অজিদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। পার্থে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে সমতায় ফিরতে মরিয়া তারা। তার আগে দলের সেরা পেসার হেইজেলউডকে না পাওয়া বড় ধাক্কাই। পার্থ টেস্টের প্রথম ইনিংসেও ৪ উইকেট পেয়েছিলেন হেইজেলউড।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘লো গ্রেড লেফট সাইড’ চোটে ছিটকে গেছেন হেইজেলউড। চোট তিনি কখন কীভাবে পেয়েছেন, তা জানানো হয়নি। অ্যাডিলেডে দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ৩৪ বছর বয়সী পেসার। দুর্ভাবনা তো আছে মিচেল মার্শকে নিয়েও।
হেইজেলউডের বদলি হিসেবে একসঙ্গে দুজন পেসারকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের সঙ্গে যুক্ত করা হয়েছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেটকে। দুজনই আগে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। তবে অভিষেক হয়নি কারও। এবারও তাঁদের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা থাকছেই। সব ঠিক থাকলে একাদশে হেইজেলউডের জায়গা দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে। আগে থেকেই বিকল্প পেসার হিসেবে দলে আছেন তিনি। অ্যাডিলেডে আগামী শুরু হবে দিবা-রাত্রি টেস্ট।
২০২০ সালের ডিসেম্বরেই ভারত ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল অ্যাডিলেড ওভালে। এবারও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড টেস্ট শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। তার আগে বড় ধাক্কা খেল স্বাগতিকেরা। চোটে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হেইজেলউড।
চার বছর আগে হেইজেলউডের তোপেরমুখেই দ্বিতীয় ইনিংসে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ৩ মেডেন ও মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। ভারতের ১১ ব্যাটারদের ইনিংস মিলে হয়েছিল ১১ ডিজিটের মোবাইল নম্বর। অর্থাৎ কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
সেই হেইজেলউড এবার অ্যাডিলেডে মোকাবিলা করতে হচ্ছে ভারতের। সফরকারীদের জন্য সুখবর হলেও অজিদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। পার্থে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে সমতায় ফিরতে মরিয়া তারা। তার আগে দলের সেরা পেসার হেইজেলউডকে না পাওয়া বড় ধাক্কাই। পার্থ টেস্টের প্রথম ইনিংসেও ৪ উইকেট পেয়েছিলেন হেইজেলউড।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘লো গ্রেড লেফট সাইড’ চোটে ছিটকে গেছেন হেইজেলউড। চোট তিনি কখন কীভাবে পেয়েছেন, তা জানানো হয়নি। অ্যাডিলেডে দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ৩৪ বছর বয়সী পেসার। দুর্ভাবনা তো আছে মিচেল মার্শকে নিয়েও।
হেইজেলউডের বদলি হিসেবে একসঙ্গে দুজন পেসারকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের সঙ্গে যুক্ত করা হয়েছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেটকে। দুজনই আগে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। তবে অভিষেক হয়নি কারও। এবারও তাঁদের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা থাকছেই। সব ঠিক থাকলে একাদশে হেইজেলউডের জায়গা দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে। আগে থেকেই বিকল্প পেসার হিসেবে দলে আছেন তিনি। অ্যাডিলেডে আগামী শুরু হবে দিবা-রাত্রি টেস্ট।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে