Ajker Patrika

আবাহনীকে ম্যাচে রাখলেন সাইফউদ্দীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৪: ১১
আবাহনীকে ম্যাচে রাখলেন সাইফউদ্দীন

শেখ জামালের পেসার সুমন খানের শেষ ওভারে ২ ছক্কা। সব মিলিয়ে ৫ ছক্কা। মোহাম্মদ সাইফউদ্দীনের ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংসে কোনো চার নেই। সাতে নেমে আক্রমণাত্মক ইনিংসে আবাহনীকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন সাইফউদ্দীন। যখন ব্যাটিংয়ে নামছেন ৩৯ ওভারে ১৫৪ রানে ৬ উইকেট নেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর। 

পরের ১১ ওভারে জাকের আলী অনিককে নিয়ে আরও ৭৫ রান যোগ করেন সাইফউদ্দীন। তাতে বোলারদের জন্য ২২৯ রানের লড়াইয়ে থাকার স্কোর পায় আবাহনী। এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। ৩৫ রানের মধ্যে ফিরে যান মোহাম্মদ নাঈম (১৬), লিটন কুমার দাস (৪), নাজমুল হোসেন শান্ত (৮)। 

ইনিংস বড় করতে পারেননি আবাহনীর দুই গুরুত্বপূর্ণ ব্যাটার আফিফ হোসেন (২৯) ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (১৫)। এক প্রান্ত অবশ্য ধরে রেখে খেলছিলেন তৌহিদ হৃদয়। তবে ৩৯তম ওভারের শেষ বলে মিড অনে শেখ জামাল অধিনায়ক ইমরুল কায়েসের দুর্দান্ত ক্যাচের শিকার হন হৃদয়। ৭৫ বলে ৪ চারে ৫৩ রান করেন তিনি। 

আবাহনীকে ম্যাচে রাখা সপ্তম উইকেটে সাইফউদ্দীনের সঙ্গী জাকের অপরাজিত থাকেন ৪৭ রানে। শেখ জামালের হয়ে ১০ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন জিয়াউর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত