Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, যা বলছে বিসিবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, যা বলছে বিসিবি 

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গতকাল ফরচুন বরিশালের হয়ে মাহমুদউল্লাহ ২৪ বলে করেছেন অপরাজিত ৫১ রান। পারফরম্যান্স দিয়ে মাহমুদউল্লাহ হচ্ছেন প্রশংসিত। যাঁর সবশেষ ওয়ানডে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে ছিল সংশয়, সেই তিনি টুর্নামেন্টে দলের সেরা পারফরমার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এবার তাঁকে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ‘অটোমেটিক চয়েস’ হিসেবে দেখছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। 

মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা নিয়ে আজ সাংবাদিকদের জালাল ইউনুস বলেছেন, ‘কী বলব? রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। খেয়াল করে দেখবেন, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইক রেট ছিল, এটা দুর্দান্ত। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে এমনি চলে আসে। আর এখন তো প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, অটোমেটিক চয়েস। এ কারণে তাকে এ মুহূর্তে সুযোগ পাবে কি পাবে না এ প্রশ্নটা উঠছে না। সে ভালো করছে। এখন সে পারফরমার, অটোমেটিক্যালি সে দলে আসবে। দ্বিতীয় কিছু চিন্তার অবকাশ নেই।’ 

জালাল ইউনুসের চোখে খেলোয়াড়ের বয়স কোনো ব্যাপার না, ফিট থাকাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মাহমুদউল্লাহর পারফরম্যান্স সন্দেহ-সংশয় না থাকলেও স্থানীয় অনেক তারকা ব্যাটার এখনো নিজেদের নামের সুবিচার করতে পারেননি বিপিএলে। এখানে উইকেটের চেয়ে ব্যাটারদের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন জালাল। টুর্নামেন্টে আনফিট খেলোয়াড়দের নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভালো ফিটনেস না থাকার পরও মাশরাফির খেলে যাওয়াটা টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ নিয়ে জালাল ইউনুসের যুক্তি হচ্ছে, ‘মান-সম্মান যাচ্ছে না (টুর্নামেন্টের)। প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল (মাশরাফির) মানিয়ে নিতে। যতটুকু করছে, মাঠে থাকছে। যে কারণে তাকে রাখা হয়েছে, সেটা হয়তো নেতৃত্বের কারণে, যেটা ফ্র্যাঞ্চাইজি চাইছিল। সেখানে হয়তো ভালোই করছে। হয়তো ব্যক্তিগত পারফরম্যান্স ভালো করেনি। নেতৃত্বের ভূমিকায় সে ভালো করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত