ক্রীড়া ডেস্ক
অদৃষ্টের লিখন না যায় খণ্ডন। নিয়তি এমন এক জিনিস, কারও নিয়ন্ত্রণে নেই। কেউ জানে না কখন জীবনের মোড় কোন দিকে ঘুরে যাবে। এক সময়ের রাজাও ভাগ্যের ফেরে পথে বসে যেতে পারেন।
সুরাজ রণদিব জীবনের এই চরম উত্থান-পতনের সাক্ষী হয়েছেন। বাইশ গজে এক সময় ব্যাটারদের পরীক্ষা নেওয়া শ্রীলঙ্কান স্পিনার এখন জীবনযুদ্ধের কঠিন পরীক্ষা দিচ্ছেন। ২০১১ বিশ্বকাপ ফাইনাল ও আইপিএল খেলা রণদিবের জীবনের বাঁকই যেন বদলে গেছে চোটের কারণে দ্রুত অবসর নেওয়ায়। ৭ বছরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে এই ক্রিকেটারের। এরপর জীবিকার তাগিদে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে এখন বাস চালাচ্ছেন তিনি।
অফ স্পিনার রণদিবের আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৯ সালে। মুত্তিয়া মুরালিধরনের ক্যারিয়ার যখন সায়াহ্নে, তখন রণদিবের ওপর বাজি ধরেছিলেন অরবিন্দ ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গার মতো কিংবদন্তিরা। কিন্তু বারবার চোটে পড়ায় পূর্বসূরিদের বাজির ঘোড়া হয়ে ওঠা হয়নি। ২০১৬ সালে ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন তিনি।
খেলা ছাড়ার পর আর ক্রিকেটের সঙ্গে থাকেননি রণদিব। পরিবার নিয়ে চলে যান অস্ট্রেলিয়ায়। এক সময় যে হাতের ভেলকি বুঝতে না পেরে দ্বন্দ্বে পড়ে যেতেন ব্যাটাররা, সেই হাতই এখন সামলায় বাসের স্টিয়ারিং।
শ্রীলঙ্কার হয়ে ১২ টেস্ট, ৩১ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলেছেন রণদিব। তিন সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৮৬ উইকেট। ক্যারিয়ার জুড়ে চোট তো ছিলই, আবার চোট থেকে ফিরলেও সিনিয়র সতীর্থ রঙ্গনা হেরাথকে জায়গা করে দিতে নিজেকে বসে পড়তে হতো। নয়তো ম্যাচ আর উইকেটের ট্যালিটা আরেকটু লম্বা হতে পারত।
২০১১ বিশ্বকাপে চোটাক্রান্ত অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে দলে ঢোকেন রণদিব। ভারতের বিপক্ষে ফাইনালও খেলেন। কোনো উইকেট না পেলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন (৯ ওভারে ৪৩ রান)।
একই বছর রণদিব আইপিএলও খেলেন। তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে ৮ ম্যাচ খেলার সুযোগ পান। নেন ৬ উইকেট।
শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ জেতা না হলেও চেন্নাইয়ের হয়ে ঠিকই আইপিএল শিরোপা জিতেছেন রণদিব। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ক্যারিয়ারটা এরপর তো চিরতরে পঙ্গুত্ব বরণ করল।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
অদৃষ্টের লিখন না যায় খণ্ডন। নিয়তি এমন এক জিনিস, কারও নিয়ন্ত্রণে নেই। কেউ জানে না কখন জীবনের মোড় কোন দিকে ঘুরে যাবে। এক সময়ের রাজাও ভাগ্যের ফেরে পথে বসে যেতে পারেন।
সুরাজ রণদিব জীবনের এই চরম উত্থান-পতনের সাক্ষী হয়েছেন। বাইশ গজে এক সময় ব্যাটারদের পরীক্ষা নেওয়া শ্রীলঙ্কান স্পিনার এখন জীবনযুদ্ধের কঠিন পরীক্ষা দিচ্ছেন। ২০১১ বিশ্বকাপ ফাইনাল ও আইপিএল খেলা রণদিবের জীবনের বাঁকই যেন বদলে গেছে চোটের কারণে দ্রুত অবসর নেওয়ায়। ৭ বছরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে এই ক্রিকেটারের। এরপর জীবিকার তাগিদে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে এখন বাস চালাচ্ছেন তিনি।
অফ স্পিনার রণদিবের আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৯ সালে। মুত্তিয়া মুরালিধরনের ক্যারিয়ার যখন সায়াহ্নে, তখন রণদিবের ওপর বাজি ধরেছিলেন অরবিন্দ ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গার মতো কিংবদন্তিরা। কিন্তু বারবার চোটে পড়ায় পূর্বসূরিদের বাজির ঘোড়া হয়ে ওঠা হয়নি। ২০১৬ সালে ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন তিনি।
খেলা ছাড়ার পর আর ক্রিকেটের সঙ্গে থাকেননি রণদিব। পরিবার নিয়ে চলে যান অস্ট্রেলিয়ায়। এক সময় যে হাতের ভেলকি বুঝতে না পেরে দ্বন্দ্বে পড়ে যেতেন ব্যাটাররা, সেই হাতই এখন সামলায় বাসের স্টিয়ারিং।
শ্রীলঙ্কার হয়ে ১২ টেস্ট, ৩১ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলেছেন রণদিব। তিন সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৮৬ উইকেট। ক্যারিয়ার জুড়ে চোট তো ছিলই, আবার চোট থেকে ফিরলেও সিনিয়র সতীর্থ রঙ্গনা হেরাথকে জায়গা করে দিতে নিজেকে বসে পড়তে হতো। নয়তো ম্যাচ আর উইকেটের ট্যালিটা আরেকটু লম্বা হতে পারত।
২০১১ বিশ্বকাপে চোটাক্রান্ত অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে দলে ঢোকেন রণদিব। ভারতের বিপক্ষে ফাইনালও খেলেন। কোনো উইকেট না পেলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন (৯ ওভারে ৪৩ রান)।
একই বছর রণদিব আইপিএলও খেলেন। তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে ৮ ম্যাচ খেলার সুযোগ পান। নেন ৬ উইকেট।
শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ জেতা না হলেও চেন্নাইয়ের হয়ে ঠিকই আইপিএল শিরোপা জিতেছেন রণদিব। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ক্যারিয়ারটা এরপর তো চিরতরে পঙ্গুত্ব বরণ করল।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে