আফতাব আহমেদ
বাংলাদেশের স্কোরবোর্ডে ১৭১ রান দেখে অন্যদের মতো আমিও আশাবাদী ছিলাম–ম্যাচটা আমরাই জিতছি। কিন্তু দিন শেষে এমন হার–মানতে পারছি না। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের এই হারে আসলে তেমন একটা ময়নাতদন্ত না করলেও চলবে। সবাই দেখেছে ম্যাচটা আসলে কোথায় হেরেছি আমরা। এভাবে যদি ফিল্ডিং মিস হয় তাহলে ২০০ রান করেও ম্যাচ জেতা কঠিন। ৭৯ রানে চার উইকেট নিয়ে লঙ্কানদের মেরুদণ্ডই তো ভেঙে দিয়েছিল বোলাররা। সেই ধ্বংসযজ্ঞে দাঁড়িয়ে দলকে পথ দেখাচ্ছিলেন চারিথ আশালঙ্কা ও ভানুকা রাজাপক্ষে। সে সময়েই যেভাবে আমরা দুটি ক্যাচ ফেলেছি, খুব হতাশজনক। ক্যাচগুলো যদি কঠিন হতো তাহলে একটা কথা ছিল।
একেবারেই হাতের কাছেই ছিল। ওই দুটি ক্যাচ ধরতে পারলে কিন্তু জয়ী দলের নাম বাংলাদেশই থাকত। কিন্তু আমি বলব কি–এমন সহজ ক্যাচ যদি আমরা ধরতে না পারি তাহলে জেতার আশা করাটাও বোকামি হবে। ওই দুই জীবন পেয়ে লঙ্কান দুই তরুণ কী দুর্দান্তভাবেই না ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বের করে নিয়ে গেল। তাদেরও কৃতিত্ব দিতে হবে।
বিশ্বকাপের মতো বড় আসরে আসলে যারা কম ভুল করবেই তারাই জিতবে। অনভিজ্ঞতার কারণে এখানে তাই তরুণেরা ভুল করে বসে। কেননা, এটা শুধু ব্যাট–বলের খেলা না, স্নায়ুরও পরীক্ষা। স্নায়ু যার শক্ত সেই এখানে টিকে যাবে। আর যাদের স্নায়ু শক্ত না তাদের জন্য এখানে কঠিন। আমার মনে হয় লিটন এখানেই পিছিয়ে পড়েছিল। ব্যাটে রান নেই। চারপাশে সমালোচনা হচ্ছে। লিটনের মাথায় হয়তো এসবই ঘুরছিল। সময়টা খারাপ যাওয়ায় লিটনের মতো দারুণ ফিল্ডারও ক্যাচ ফসকাল।
এই হারের মধ্যেও আমি ব্যাটিং নিয়ে আলাদা কথা বলতে চাই। মোহাম্মদ নাঈম আরও একটি দুর্দান্ত ইনিংস খেলল। মুশফিক ছন্দে ফিরে প্রমাণ করেছে তার পক্ষে সবই সম্ভব। ক্যাচগুলো মিস না হলে তো ম্যাচ শেষে হাসিটা তাদেরই হতো।
একটা সময় বোলিং বিভাগই আমাদের ম্যাচের পর ম্যাচ জিতিয়ে দিত। এখন সেখানে বোলারদের ব্যর্থতায় হারতে হচ্ছে। তবে আমাদের এখনকার বোলিং বিভাগ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নির্ভর। দুজনকেই নিয়ে ২০ ওভারে ক্রিকেটে ভাবনা আসলে কঠিন হয়ে যায়। মেহেদী–সাইফউদ্দিন–নাসুমদের মতো যারা আছে তাদের আরও ধারাবাহিক হতে হবে। বৈচিত্র্য আরও বাড়াতে হবে।
এই হারে সুপার টুয়েলভে আমাদের হিসাবটা তো কঠিন হয়েই গেল। সঙ্গে আত্মবিশ্বাসেও বড় ধাক্কা খেল বাংলাদেশ। অথচ এই ম্যাচটা জিতলে শুধু এগিয়ে যেত না, কোনো দলকেই আর বড় দল মনে হতো না। এগিয়ে যাওয়ার সেই সোজা সরণিটা এখন দুর্গমই হয়ে গেল। এমন হারের পর আত্মবিশ্বাস কতটুকু ধরে রাখতে পারবে, সেটিই এখন প্রশ্ন।
এরপরও আমি আশা হারাচ্ছি না। বাছাইপর্বে প্রথম ম্যাচ হেরে আমরা খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে দারুভাবে দুটি ম্যাচ জিতে সুপার টুয়েলভে এসেছি। এবার সুপার টুয়ালেভের শুরুতেও হার। আবারও চাই দারুণ প্রত্যাবর্তন।
বাংলাদেশের স্কোরবোর্ডে ১৭১ রান দেখে অন্যদের মতো আমিও আশাবাদী ছিলাম–ম্যাচটা আমরাই জিতছি। কিন্তু দিন শেষে এমন হার–মানতে পারছি না। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের এই হারে আসলে তেমন একটা ময়নাতদন্ত না করলেও চলবে। সবাই দেখেছে ম্যাচটা আসলে কোথায় হেরেছি আমরা। এভাবে যদি ফিল্ডিং মিস হয় তাহলে ২০০ রান করেও ম্যাচ জেতা কঠিন। ৭৯ রানে চার উইকেট নিয়ে লঙ্কানদের মেরুদণ্ডই তো ভেঙে দিয়েছিল বোলাররা। সেই ধ্বংসযজ্ঞে দাঁড়িয়ে দলকে পথ দেখাচ্ছিলেন চারিথ আশালঙ্কা ও ভানুকা রাজাপক্ষে। সে সময়েই যেভাবে আমরা দুটি ক্যাচ ফেলেছি, খুব হতাশজনক। ক্যাচগুলো যদি কঠিন হতো তাহলে একটা কথা ছিল।
একেবারেই হাতের কাছেই ছিল। ওই দুটি ক্যাচ ধরতে পারলে কিন্তু জয়ী দলের নাম বাংলাদেশই থাকত। কিন্তু আমি বলব কি–এমন সহজ ক্যাচ যদি আমরা ধরতে না পারি তাহলে জেতার আশা করাটাও বোকামি হবে। ওই দুই জীবন পেয়ে লঙ্কান দুই তরুণ কী দুর্দান্তভাবেই না ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বের করে নিয়ে গেল। তাদেরও কৃতিত্ব দিতে হবে।
বিশ্বকাপের মতো বড় আসরে আসলে যারা কম ভুল করবেই তারাই জিতবে। অনভিজ্ঞতার কারণে এখানে তাই তরুণেরা ভুল করে বসে। কেননা, এটা শুধু ব্যাট–বলের খেলা না, স্নায়ুরও পরীক্ষা। স্নায়ু যার শক্ত সেই এখানে টিকে যাবে। আর যাদের স্নায়ু শক্ত না তাদের জন্য এখানে কঠিন। আমার মনে হয় লিটন এখানেই পিছিয়ে পড়েছিল। ব্যাটে রান নেই। চারপাশে সমালোচনা হচ্ছে। লিটনের মাথায় হয়তো এসবই ঘুরছিল। সময়টা খারাপ যাওয়ায় লিটনের মতো দারুণ ফিল্ডারও ক্যাচ ফসকাল।
এই হারের মধ্যেও আমি ব্যাটিং নিয়ে আলাদা কথা বলতে চাই। মোহাম্মদ নাঈম আরও একটি দুর্দান্ত ইনিংস খেলল। মুশফিক ছন্দে ফিরে প্রমাণ করেছে তার পক্ষে সবই সম্ভব। ক্যাচগুলো মিস না হলে তো ম্যাচ শেষে হাসিটা তাদেরই হতো।
একটা সময় বোলিং বিভাগই আমাদের ম্যাচের পর ম্যাচ জিতিয়ে দিত। এখন সেখানে বোলারদের ব্যর্থতায় হারতে হচ্ছে। তবে আমাদের এখনকার বোলিং বিভাগ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নির্ভর। দুজনকেই নিয়ে ২০ ওভারে ক্রিকেটে ভাবনা আসলে কঠিন হয়ে যায়। মেহেদী–সাইফউদ্দিন–নাসুমদের মতো যারা আছে তাদের আরও ধারাবাহিক হতে হবে। বৈচিত্র্য আরও বাড়াতে হবে।
এই হারে সুপার টুয়েলভে আমাদের হিসাবটা তো কঠিন হয়েই গেল। সঙ্গে আত্মবিশ্বাসেও বড় ধাক্কা খেল বাংলাদেশ। অথচ এই ম্যাচটা জিতলে শুধু এগিয়ে যেত না, কোনো দলকেই আর বড় দল মনে হতো না। এগিয়ে যাওয়ার সেই সোজা সরণিটা এখন দুর্গমই হয়ে গেল। এমন হারের পর আত্মবিশ্বাস কতটুকু ধরে রাখতে পারবে, সেটিই এখন প্রশ্ন।
এরপরও আমি আশা হারাচ্ছি না। বাছাইপর্বে প্রথম ম্যাচ হেরে আমরা খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে দারুভাবে দুটি ম্যাচ জিতে সুপার টুয়েলভে এসেছি। এবার সুপার টুয়ালেভের শুরুতেও হার। আবারও চাই দারুণ প্রত্যাবর্তন।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৭ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৮ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৯ ঘণ্টা আগে