নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইফতারের পরই সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। সন্ধ্যার কিছু পর তামিমকে হুইলচেয়ারে বের করে আনা হয় কেপিজে হাসপাতাল থেকে।
সাভার থেকে ঢাকায় আনার পথে তামিমের অ্যাম্বুলেন্সের গতি যেন কোনোভাবেই রোধ না হয়, সে জন্য পুলিশের বিশেষ একটা দল নিয়োজিত ছিল। পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্সের রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল, যাতে দ্রুত ও স্বচ্ছন্দে তামিমের অ্যাম্বুলেন্স রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছাতে পারে। রাত ৯টার আগেই তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে পৌঁছেছে বলে জানা গেছে।
সকাল থেকে তামিম নিজেই চাচ্ছিলেন ঢাকায় চলে আসতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর গড়িয়ে বিকেলে শেষ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এভারকেয়ারের বিশেষায়িত অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের ছাড়পত্র পাওয়ার পর তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা, বড় ভাই নাফিস ইকবালসহ আরও কয়েকজন আত্মীয়। হুইলচেয়ারে করে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাঁকে।
আজ রাত ১০টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে তামিমকে দেখতে এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ দুপুরে সাকিব আল হাসানের মা শিরীন আক্তার ও বাবা মাশরুর রেজা কেপিজে হাসপাতালে আসেন তামিমের খোঁজখবর নিতে। হাসপাতাল থেকে ফেরার পথে সাংবাদিকদের সাকিবের বাবা বলেন, ‘তামিম ভালো আছে; ইনশা আল্লাহ শিগগির বাসায় ফিরতে পারবে। আমাদের এখন তার সুস্থতার জন্য দোয়া করা উচিত।’ হাসপাতাল ছাড়ার কিছু সময় আগে যুক্তরাষ্ট্র থেকে ফোনে তামিমের স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন সাকিবও।
দুপুর ১২টায় কেপিজে হাসপাতালের কনফারেন্স রুমে তামিমের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী। তামিমের হার্টে রিং বা স্টেন্ট পরানো নিয়ে শুরুতেই কেপিজে হাসপাতালটির হৃদ্রোগ বিশেষজ্ঞ মনিরুজ্জামান মারুফের চিকিৎসাসেবা প্রদানের প্রশংসা করেন। তামিম প্রসঙ্গে মহাপরিচালক সংবাদমাধ্যমে বলেন, ‘তামিম ইকবাল বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। তবে তাঁকে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কমপক্ষে তিন মাস সময় দিতে হবে। বাসায় গিয়ে তিনি ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে বিশ্রামে থাকতে হবে।’
ইফতারের পরই সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। সন্ধ্যার কিছু পর তামিমকে হুইলচেয়ারে বের করে আনা হয় কেপিজে হাসপাতাল থেকে।
সাভার থেকে ঢাকায় আনার পথে তামিমের অ্যাম্বুলেন্সের গতি যেন কোনোভাবেই রোধ না হয়, সে জন্য পুলিশের বিশেষ একটা দল নিয়োজিত ছিল। পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্সের রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল, যাতে দ্রুত ও স্বচ্ছন্দে তামিমের অ্যাম্বুলেন্স রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছাতে পারে। রাত ৯টার আগেই তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে পৌঁছেছে বলে জানা গেছে।
সকাল থেকে তামিম নিজেই চাচ্ছিলেন ঢাকায় চলে আসতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর গড়িয়ে বিকেলে শেষ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এভারকেয়ারের বিশেষায়িত অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের ছাড়পত্র পাওয়ার পর তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা, বড় ভাই নাফিস ইকবালসহ আরও কয়েকজন আত্মীয়। হুইলচেয়ারে করে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাঁকে।
আজ রাত ১০টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে তামিমকে দেখতে এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ দুপুরে সাকিব আল হাসানের মা শিরীন আক্তার ও বাবা মাশরুর রেজা কেপিজে হাসপাতালে আসেন তামিমের খোঁজখবর নিতে। হাসপাতাল থেকে ফেরার পথে সাংবাদিকদের সাকিবের বাবা বলেন, ‘তামিম ভালো আছে; ইনশা আল্লাহ শিগগির বাসায় ফিরতে পারবে। আমাদের এখন তার সুস্থতার জন্য দোয়া করা উচিত।’ হাসপাতাল ছাড়ার কিছু সময় আগে যুক্তরাষ্ট্র থেকে ফোনে তামিমের স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন সাকিবও।
দুপুর ১২টায় কেপিজে হাসপাতালের কনফারেন্স রুমে তামিমের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী। তামিমের হার্টে রিং বা স্টেন্ট পরানো নিয়ে শুরুতেই কেপিজে হাসপাতালটির হৃদ্রোগ বিশেষজ্ঞ মনিরুজ্জামান মারুফের চিকিৎসাসেবা প্রদানের প্রশংসা করেন। তামিম প্রসঙ্গে মহাপরিচালক সংবাদমাধ্যমে বলেন, ‘তামিম ইকবাল বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। তবে তাঁকে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কমপক্ষে তিন মাস সময় দিতে হবে। বাসায় গিয়ে তিনি ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে বিশ্রামে থাকতে হবে।’
আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার জোর দাবি জানান সমর্থক ও সাবেকরা। গুঞ্জনে ডালপালা মেলে, সে পথেই নাকি হাঁটছিল ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে সেটিই সত্যি হলো।
১ ঘণ্টা আগেভুটানের নারী ফুটবল লিগে খেলার জন্য আগেই বাফুফের ছাড়পত্র পেয়েছিলেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন। এই দুজনের সঙ্গে সঙ্গী হচ্ছেন আরও ৪ নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এই চারজনও ভুটানের লিগে খেলার জন্য বাফুফের ছাড়পত্র নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উ
১৩ ঘণ্টা আগেধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ফুটবলার দানি আলভেস। এর আগে এই মামলায় গত বছররের ফেব্রুয়ারিতে তাঁকে সাড়ে চার বছরের জেল দিয়েছিলেন বার্সেলোনার আদালত। যদিও সেই বছরের মার্চেই জামিনে মুক্তি দেওয়া হয় সাবেক এ ডিফেন্ডারকে। কিন্তু পুরোপুরি খালাস পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে
১৭ ঘণ্টা আগেট্যাক্স ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। আগামী বুধবার মাদ্রিদের এক আদালতে শুরু হবে বিচার প্রক্রিয়া। ৬৫ বছর বয়সী আনচেলত্তির বিপক্ষে অভিযোগ, ২০১৪ এবং ২০১৫ সালের আয়কর রিটার্নে ছবি স্বত্ব প্রাপ্ত আয়ের কোনো তথ্য দেননি তিনি। যার কারণে স্পেনের রাজস্ব বিভাগ ১০ লাখের বেশি
১৭ ঘণ্টা আগে