Ajker Patrika

স্পিনারদের রাজত্বের দিনে ভারতের বিপক্ষে এগিয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৮: ৩১
স্পিনারদের রাজত্বের দিনে ভারতের বিপক্ষে এগিয়ে অস্ট্রেলিয়া

প্রথমে ব্যাটিং করা দলের ভোগান্তি এখন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইন্দোরে আজ তৃতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন রবীন্দ্র জাদেজা। আর প্রথম দিন ৪৭ রানে এগিয়ে থেকে শেষ করেছে অস্ট্রেলিয়া।

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং নিয়ে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত ও শুভমন গিল। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে ভারত। ষষ্ঠ ওভারে ম্যাথ্যু কুহনেমান বোলিংয়ে আসার পর থেকেই ভেঙে পড়তে থাকে ভারতের ইনিংস। ১২ রান করা রোহিতকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন কুহনেমান। নিজের প্রথম ওভার উইকেট মেডেন দেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি স্পিনার। রোহিতের পর গিলকেও ফিরিয়েছেন কুহনেমান। ডিফেন্স করতে গিয়ে দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথের তালুবন্দী হয়েছেন গিল। ২১ রান করেছেন ভারতীয় এই ওপেনার।

রোহিত, গিলের পর খুব দ্রুত আরও ৩ উইকেট হারায় ভারত। একে একে ড্র্রেসিংরুমে ফেরেন চেতেশ্বর পূজারা, জাদেজা ও শ্রেয়াস আয়ার। যেখানে পূজারা ও জাদেজার উইকেট নিয়েছেন নাথান লায়ন আর শ্রেয়াসের উইকেট নিয়েছেন কুহনেমান। রানের খাতা খোলার আগেই বোল্ড হয়েছেন শ্রেয়াস। তাতে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪৫ রান। এরপর ষষ্ঠ উইকেটে সাময়িক প্রতিরোধ গড়েন বিরাট কোহলি ও শ্রীকর ভরত। ষষ্ঠ উইকেটে ৬২ বলে ২৫ রানের জুটি গড়েছেন কোহলি ও ভরত। ২২ রান করা কোহলি এলবিডব্লুর ফাঁদে পড়েছেন টড মার্ফির বলে। কোহলির পর ভরতও দ্রুত ড্রেসিংরুমে ফেরেন। ১৭ রান করে লায়নের এলবিডব্লুর ফাঁদে পড়েছেন ভরত। ৭ উইকেটে ৮৪ রানে প্রথম সেশন শেষ করে ভারতীয়রা।

প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারত এরপর টেনেটুনে ১০০ পেরিয়েছে। ৩৩.২ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। সর্বোচ্চ ২২ রান করেন কোহলি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন কুহনেমান। টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি স্পিনার।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ১২ রানে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভেঙে যায়। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ট্রাভিস হেডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন জাদেজা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন উসমান খাজা ও মারনাস লাবুশেন। ১৯৮ বলে ৯৬ রানের জুটি গড়েন খাজা ও লাবুশেন। টেস্ট ক্রিকেটের ২১ তম ফিফটি তুলে নিয়েছেন খাজা। ৩১ রান করা লাবুশেনকে বোল্ড করেন জাদেজা। লাবুশেনের পর দ্রুত অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নেন ভারতীয় এই বাঁহাতি স্পিনার। খাজা ও স্টিভ স্মিথ এই দুই ব্যাটার দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। যেখানে কামিন্সের পরিবর্তে এই টেস্টে অধিনায়কত্ব করছেন স্মিথ। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৫৬ রান করে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৬০ রান করেন খাজা। অস্ট্রেলিযার চারটি উইকেটই তুলে নিয়েছেন জাদেজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত