Ajker Patrika

আহরার-শিহাবের জুটিতে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২২: ০৭
Thumbnail image

স্পিনার স্কট ম্যাকবেথকে সামনে এসে খেলতে গিয়ে আরিফুল ইসলাম যখন স্ট্যাম্পিং হয়ে ফিরছিলেন, জয় থেকে বাংলাদেশ তখন ১০৮ রান দূরে। রান করতে হতো ওভারে ৪.৬৭ করে। তবে তখনই জয়ের স্বপ্নটা হুট করে ভাঙতে বসেছিল। আরিফুলের (১৩) ফেরার পর স্কোরবোর্ডে আর ২ রান জমা পড়তেই ম্যাকবেথের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান (২১)। তবে রান তাড়া করতে নামা বাংলাদেশ যুবাদের বিপদ বলতে ওই পর্যন্তই। 

এরপর আর কোনো উইকেট না হারিয়ে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। আজ ব্লুমফন্টেনইনে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে খেলার আশাটাও ভালোভাবে বাঁচিয়ে রাখলেন মাহফুজুর রহমান রাব্বিরা। সঙ্গে ভুললেন ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের দুঃখও। একই ভেন্যুতে ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলেই সুপার সিক্সে যেতে কোনো কঠিন সমীকরণের সামনে পড়তে হবে না ২০২০ সালের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। 

 ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে যা একটু ভুগতে হয়েছে মিডল-ওভারগুলোতে। তবে ৪ উইকেট হারানোর পর নতুন উইকেটে এসেই আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস যেভাবে ব্যাট করলেন, আইরিশ বোলারদের ম্যাচে ফেরার আশাটা সেখানেই শেষ হয়ে যায়। দুজনে পঞ্চম উইকেটে গড়েছেন ১১৬ বলে ১০৯ রানের জুটি। সেই জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ব্যর্থ হলেও আমিন এবার খেলেছেন ৬৩ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস। আগের ম্যাচে ৫৪ রানের ইনিংস খেলা জেমস এবারও পেলেন ফিফটি। ৫৪ বলে ৫ চারে খেললেন অপরাজিত ৫৫ রানের ইনিংস। ম্যাচসেরাও তিনি। তার আগে বাংলাদেশকে অবশ্য দুর্দান্ত শুরু এনে দেন আশিকুর রহমান শিবলি (৪৪) আদিল বিন সিদ্দিক (৩৬)। দুজনের ৯০ রানের ওপেনিং জুটি ভাঙেন ম্যাথু ওয়েলডন। তার সঙ্গে ১৭ রান যোগ হতেই ম্যাকবেথের এলবিডব্লুর ফাঁদে পড়েন শিবলি। 

টসে জিতে আইরিশ যুবাদের ব্যাটিংয়ে পাঠিয়ে বোলিংয়েও দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়া মারুফ মৃধা এবারও শুরুতে আঘাত হাতেন প্রতিপক্ষ শিবিরে। ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে বসা আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩৫ রানের স্কোর পায় মিডল অর্ডার ব্যাটার কিয়ান হিল্টনের ১১৩ বলে ৯০ রানের সুবাদে। তিনি ছাড়া আইরিশদের সর্বোচ্চ স্কোর বলতে ওপেনার জর্ডান নেইলের ৩১। ২৭ রান করেছেন ম্যাকবেথ, ২৩ রান জন ম্যাকনেলির। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন মৃধা ও শেখ পারভেজ জীবন। সেই লক্ষ্য তাড়ায় ইনিংসের ৪৬ তম ওভারের পঞ্চম বলে ওয়েলডনকে চার মেরে বাংলাদেশের স্কোরটা ৪ উইকেটে ২৩৯ করেন আমিন। 

এই ম্যাচে রান হয়েছে ৪৭৪ রান। যা বাংলাদেশ-আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৯ মধ্যকার ম্যাচে সর্বোচ্চ। জিতলেও পয়েন্ট তালিকায় আইরিশদের পেছনে বাংলাদেশ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আয়ারল্যান্ড। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় তিনে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত