ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
১ ঘণ্টা আগেবৃষ্টি আগের দিন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ক্ষীণ করে তুলেছিল আফগানদের শেষ চারের ওঠার সম্ভাবনা। সেটা এতই ক্ষীণ যে তা উবে যাওয়ার জন্য গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। করাচিতে কাল ইংল্যান্ডে ১৭৯ রানে অলআউট করেই শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাতেই
২ ঘণ্টা আগেগতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
৪ ঘণ্টা আগে৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের
৫ ঘণ্টা আগে