ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
লিটন দাসের হাতে সোনালি ট্রফি, মুখে চওড়া হাসি। সর্বশেষ বাংলাদেশ বিদেশ থেকে কোনো সিরিজের ট্রফি জিতে ফিরেছিল লিটনেরই নেতৃত্বে, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মাঝে ৬টা মাস বাংলাদেশের বড্ড কঠিন সময় গেল। টানা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছিল দল। ব্যর্থ হওয়ার তালিকায় আছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার...
১৩ মিনিট আগেজয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১১ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১৩ ঘণ্টা আগে