Ajker Patrika

আজাজের জবাব অশ্বিনরা সবাই মিলে দিলেন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭: ২৪
আজাজের জবাব অশ্বিনরা সবাই মিলে দিলেন

ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরই কিনা সাক্ষী হলেন দলের ৬২ রানে অলআউট হয়ে যাওয়া। ভারতকে ৩২৫ রানে অলআউট করে নিউজিল্যান্ড অলআউট ৬২ রানে। ইনিংসে ১০ উইকেট নেওয়ার এমন একটা কীর্তি উদ্‌যাপনের সুযোগই পেলেন না আজাজ প্যাটেল। এমন অম্লমধুর অভিজ্ঞতা হবে প্যাটেল নিশ্চয়ই ঘুণাক্ষরেও ভাবেননি। 

ভারতকে গুটিয়ে দেওয়ার কাজটা প্যাটেল একা করেছেন। তবে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেওয়ার কাজটা রবিচন্দ্রন অশ্বিনরা সবাই মিলে সেরেছেন। ভারতীয় বোলারদের তোপের মুখে কিউইরা টিকতে পারল মাত্র ২৮.১ ওভার। শুরুটা ওপেনিং ব্যাটার উইল ইয়াংকে দিয়ে। মোহাম্মদ সিরাজের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াং (৪)। দলের রানে আর ৫ রান যোগ করতেই সিরাজ এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার টম ল্যাথামকে (১০)। 

আসা যাওয়ার এই অন্তিম স্রোতে একে একে যোগ হন বাকি কিউই ব্যাটাররা। ৩৬ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন কাইল জেমিসন। ৮ ওভারে মাত্র ৮ রান দিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অফ স্পিনার অশ্বিন। চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার সিরাজ। দুই উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। বাকি একটি উইকেট নিয়েছেন আরেক অফ স্পিনার জয়ন্ত যাদব। 

নিউজিল্যান্ডকে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান করেছে স্বাগতিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত