Ajker Patrika

স্কটল্যান্ডে ইংলিশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

স্কটল্যান্ডে ইংলিশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

ইনিংসের ১৮তম ওভার করতে এসেছিলেন ব্রাডলি কুরি। স্কয়ার লেগ দিয়ে প্রথম দুই বল জশ ইংলিশ আছড়ে ফেললেন মাঠের বাইরে। সেই দুই ছয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তো পূরণ করলেনই সঙ্গে গড়লেন নতুন এক রেকর্ডও। 

অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের এই ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন ইংলিশ। তিনে নেমে অজি উইকেটরক্ষক থামেন ১০৩ রানে। তাঁর ৪৯ বলের ইনিংসটিতে ছিল ৭ চার ও ৭ ছয়। তার আগে ৪৩ বলে সেঞ্চুরি উদ্যাপন করেন তিনি। 

আজ এডিনবরায় স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংলিশের ব্যাটে অস্ট্রেলিয়া পায় ৪ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ। দলীয় ১১ রানে ওপেনার ট্রাভিস হেড (০) ফেরার পর তাণ্ডব শুরু করেন তিনি। স্কটিশদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন কুরি। 

অজিদের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি কীর্তিটি আগে থেকে ছিল ইংলিশের নামের পাশে। ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যারন ফিঞ্চ। সমান বলে ভারতের বিপক্ষে বিশাখাপত্তনমে গত বছর সেঞ্চুরি করেছিলেন ইংলিশও। সমান বলে গত বছর গুয়াহাটিতে একই প্রতিপক্ষের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে যৌথভাবে চেয়ার ভাগাভাগির বিষয়টি যেন আর পছন্দ হলো না ইংলিশের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত