Ajker Patrika

জিম্বাবুয়ের আগে আফগানিস্তান সিরিজ খেলার পরিকল্পনা বিসিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ২০
জিম্বাবুয়ের আগে আফগানিস্তান সিরিজ খেলার পরিকল্পনা বিসিবির

বিপিএল শেষ হলে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু, ৩ এপ্রিল টেস্ট দিয়ে শেষ হবে লঙ্কা সিরিজ।

এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু এরই মধ্যে টেস্ট সিরিজ পেছানোর আলোচনা সেরে ফেলেছে দুই দলের ক্রিকেট বোর্ড। 

জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট  পেছানোয় শ্রীলঙ্কা সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝে থাকছে কিছু ফাঁকা দিন। এ সময়ে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড পরিকল্পনা করছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, সিরিজ খেলার ব্যাপারটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তিনটি ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। 

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভালো প্রস্তুতির জন্য এই সিরিজটি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। জানা গেছে, আফগানিস্তান সিরিজে তরুণ খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে চায় বিসিবি। বিশ্রাম দেওয়ার পরিকল্পনা সিনিয়র ক্রিকেটারদের। 

এপ্রিলের শুরুতেই বাংলাদেশে এসে পৌঁছানোর কথা আফগানিস্তান ক্রিকেট দলের। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ পেছানোর দিকে হাঁটে বিসিবি। ব্যস্ত সূচির বছরে আরও ৩টি ম্যাচ বাড়ল বাংলাদেশ দলের। বিশ্বকাপের পর আগামী জুলাই-আগস্টে আফগানদের বিপক্ষে এমনিতেই ২ টেস্ট, সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত