Ajker Patrika

কবে ফিরবেন তাসকিন, চিন্তা বাড়াচ্ছে চোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাসকিনের গোড়ালির সমস্যা শুরু হয়েছিল গত অক্টোবরে, বিপিএলের আগেই। তখন থেকেই সে ব্যথা নিয়েই খেলে আসছিলেন। ফাইল ছবি
তাসকিনের গোড়ালির সমস্যা শুরু হয়েছিল গত অক্টোবরে, বিপিএলের আগেই। তখন থেকেই সে ব্যথা নিয়েই খেলে আসছিলেন। ফাইল ছবি

বাংলাদেশের জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ পায়ের গোড়ালির চিকিৎসার জন্য এখন লন্ডনে। তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে তিনটি ম্যাচ খেলার পর পুরোনো চোটের সমস্যায় পড়েন তাসকিন। এরপর বিসিবির চিকিৎসকের পরামর্শে ২৭ এপ্রিল লন্ডনে উড়াল দেন তিনি। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলেই জানা গেছে। তবে পুনর্বাসন-প্রক্রিয়া কেমন হবে এবং কত দিন পর মাঠে ফেরা সম্ভব হবে, সেটা জানা যাবে তিন চিকিৎসকের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘তাসকিনের গোড়ালির সমস্যা শুরু হয়েছিল গত অক্টোবরে, বিপিএলের আগেই। তখন থেকেই সে ব্যথা নিয়েই খেলে আসছিল। কিন্তু এবার ব্যথা এমন পর্যায়ে গেছে যে বোলিং করতেই কষ্ট হচ্ছিল। এ কারণেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া। মূলত অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য এখানে এসেছি। আমরা ৫ মে দেশে ফিরব। তিন চিকিৎসকের কাছ থেকে চূড়ান্ত মতামত পেলেই বোঝা যাবে, তাসকিন কবে মাঠে ফিরতে পারবেন।’

তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, সামনে তাসকিন ঠিক কোন সিরিজগুলো মিস করতে যাচ্ছেন। এই সময়ে বাংলাদেশ দলের সামনে রয়েছে ব্যস্ত সূচি। চলতি মাসেই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও গোড়ালির সমস্যার কারণে মাঠের বাইরে ছিলেন তাসকিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত