Ajker Patrika

‘সাকিবের সঙ্গে বিসিবির সম্পর্ক এখনো শেষ হয়নি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২৫, ১৬: ৫১
আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের অক্টোবরে সবশেষ খেলেছেন সাকিব আল হাসান। ছবি: এএফপি
আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের অক্টোবরে সবশেষ খেলেছেন সাকিব আল হাসান। ছবি: এএফপি

চোখের আড়াল হলে মনের আড়াল হয়—জনপ্রিয় এই কথাটা এখন সাকিব আল হাসানের সঙ্গেই যাচ্ছে। একটা সময় যিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের একাদশের অপরিহার্য অংশ, এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাত মাস ধরে।

বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ সাকিব খেলেছেন গত বছরের অক্টোবরে। কানপুরে ভারতের বিপক্ষে টেস্টের আগে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর ঘরের মাঠে টেস্ট ক্যারিয়ারের ইতি সাকিব টানতে চাইলেও নানা কারণে সেটা হয়নি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি তাঁকে। ঢাকার একটি ক্রিকেট টুর্নামেন্টে আজ সাংবাদিকেরা বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুকে প্রশ্ন করেছেন, সাকিবের সঙ্গে বিসিবির অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে কিনা। মিঠু বলেন, ‘অবশ্যই নয়।’

ইংল্যান্ডের সারেতে কাউন্টি ক্লাব খেলতে গিয়ে গত বছর সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়ে যায়। সব ধরনের ক্রিকেটে তাঁর বোলিং নিষিদ্ধ হয়। যার ফলে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি সাকিবের। জানুয়ারিতে দল ঘোষণার সময় বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমনটাই জানিয়েছিলেন। বারবার পরীক্ষা দিয়ে ব্যর্থ সাকিব পরীক্ষায় পাস করলেন মার্চে। সবশেষ তিনি খেলেছেন ২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে মিঠু বলেন, ‘আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট, টিম সেটাপ আছে... আর সাকিব তো প্রথম কোনো টুর্নামেন্ট খেলল সংশোধনের পর। সে বিশ্বসেরা খেলোয়াড়। যেকোনো দলের জন্যই সে সম্পদ। তাই অবশ্যই আমাদের নির্বাচক, টিম ম্যানেজমেন্ট সবার বিবেচনায় সব সময় থাকে।’

পিএসএল দিয়ে সাড়ে ৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব। লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এমনকি গত রাতে পিএসএল ফাইনালে লাহোরের একাদশেও সুযোগ মেলেনি সাকিবের। তাঁকে আরও কয়েকটা ম্যাচ সুযোগ দেওয়া দরকার বলে মনে করছেন মিঠু। বিসিবি পরিচালক বলেন, ‘সাকিব যে ভুল শুধরে এল, এটাই তো প্রথম দুটি ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলতে দিন। তখন এই প্রশ্নের উত্তর দিতে পারব।’

সাকিবের সঙ্গে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন—তিন বাংলাদেশি এবার ছিলেন লাহোর কালান্দার্সে। যাঁদের মধ্যে মিরাজের কোনো ম্যাচই খেলা হয়নি। ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে রিশাদ এবারের পিএসএলে প্রথম খেলতে এসেই ১৩ উইকেট নিয়েছেন। আর গত রাতে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত