২০২২ শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি। এরই মধ্যে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে উইজডেন। উইজডেনের এই দলে আছেন মোহাম্মদ রিজওয়ান সহ তিন পাকিস্তানি ক্রিকেটার।
রিজওয়ান চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রিজওয়ান ছাড়া বাকি দুই পাকিস্তানি হলেন শাদাব খান ও হারিস রউফ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ-দুটো টুর্নামেন্টেই রউফ ৮টি করে উইকেট নিয়েছেন। শাদাব এবছর ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
পাকিস্তানি তিন ক্রিকেটার ছাড়াও আছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার, ভারতের দুই ক্রিকেটার আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে-এই তিন দলের একজন করে ক্রিকেটার আছেন। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার। উইজডেনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে বাটলারকে। আছেন বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কারান। বাটলার, কারানের সঙ্গে আছেন লেগস্পিনার আদিল রশিদ। ভারতীয় দুই ক্রিকেটার হচ্ছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। সূর্যকুমার এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটো সেঞ্চুরি করেছেন ক্রিকেটের এই সংস্করণে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন উইজডেনের এই একাদশে। সাদা বলের ক্রিকেটে এবছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন রাজা।
উইজডেনের ২০২২ টি-টোয়েন্টি দল
১. জস বাটলার (ইংল্যান্ড) (অধিনায়ক ও উইকেটরক্ষক): (১৫ ম্যাচ, ৪৬২ রান, গড়: ৩৫.৫৩, স্ট্রাইকরেট: ১৬০.৪১, সর্বোচ্চ ইনিংস: ৮০*)
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): (২৫ ম্যাচ, ৯৯৬ রান, গড়: ৪৫.২৭, স্ট্রাইকরেট: ১২২.৯৬, সর্বোচ্চ ইনিংস: ৮৮*)
৩. সূর্যকুমার যাদব (ভারত) : (৩১ ম্যাচ, ১১৬৪ রান, গড়: ৪৬.৫৬, স্ট্রাইকরেট: ১৮৭.৪৩, সর্বোচ্চ ইনিংস: ১১৭)
৪. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : (২১ ম্যাচ, ৭১৬ রান, গড়: ৪৪.৭৫, স্ট্রাইকরেট: ১৫৬.৩৩, সর্বোচ্চ ইনিংস: ১০৪)
৫. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) : (১৬ ম্যাচ, ৩৬১ রান, গড়: ৬০.১৭, স্ট্রাইকরেট: ১৬৪.৮৪, সর্বোচ্চ ইনিংস: ১০৬*)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : (২৪ ম্যাচ, ৭৩৫ রান, গড়: ৩৫, স্ট্রাইকরেট: ১৫০.৯২, সর্বোচ্চ ইনিংস: ৮৭,২৫ উইকেট, ইকোনমি: ৬.১৩, বোলিং গড়: ১৭.৬৮, সেরা বোলিং: ৪ /৮)
৭. শাদাব খান (পাকিস্তান) : (২০ ম্যাচ, ২০১ রান, গড়: ২০.১০, স্ট্রাইকরেট: ১৫৪.৬১, সর্বোচ্চ ইনিংস: ৫২,২৫ উইকেট, ইকোনমি: ৬.৭৯, বোলিং গড়: ২০.৫৬, সেরা বোলিং: ৪ /৮)
৮. স্যাম কারান (ইংল্যান্ড) : (১৯ ম্যাচ, ২৫ উইকেট, ইকোনমি: ৭.৫৬, বোলিং গড়: ২১.০৮, সেরা বোলিং: ৫/১০)
৯. আদিল রশিদ (ইংল্যান্ড) : (২৪ ম্যাচ, ১৯ উইকেট, ইকোনমি: ৭.৫০, বোলিং গড়: ৩৪.৩৬, সেরা বোলিং: ২/১৭)
১০. হারিস রউফ (পাকিস্তান) : (২৩ ম্যাচ, ৩১ উইকেট, ইকোনমি: ৭.৫৪, বোলিং গড়: ২০.৭৪, সেরা বোলিং: ৩/২৮)
১১. ভুবনেশ্বর কুমার (ভারত) : (৩২ ম্যাচ, ৩৭ উইকেট, ইকোনমি: ৬.৯৮, বোলিং গড়: ১৯.৫৬, সেরা বোলিং: ৫/৪)
২০২২ শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি। এরই মধ্যে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে উইজডেন। উইজডেনের এই দলে আছেন মোহাম্মদ রিজওয়ান সহ তিন পাকিস্তানি ক্রিকেটার।
রিজওয়ান চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রিজওয়ান ছাড়া বাকি দুই পাকিস্তানি হলেন শাদাব খান ও হারিস রউফ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ-দুটো টুর্নামেন্টেই রউফ ৮টি করে উইকেট নিয়েছেন। শাদাব এবছর ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
পাকিস্তানি তিন ক্রিকেটার ছাড়াও আছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার, ভারতের দুই ক্রিকেটার আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে-এই তিন দলের একজন করে ক্রিকেটার আছেন। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার। উইজডেনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে বাটলারকে। আছেন বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কারান। বাটলার, কারানের সঙ্গে আছেন লেগস্পিনার আদিল রশিদ। ভারতীয় দুই ক্রিকেটার হচ্ছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। সূর্যকুমার এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটো সেঞ্চুরি করেছেন ক্রিকেটের এই সংস্করণে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন উইজডেনের এই একাদশে। সাদা বলের ক্রিকেটে এবছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন রাজা।
উইজডেনের ২০২২ টি-টোয়েন্টি দল
১. জস বাটলার (ইংল্যান্ড) (অধিনায়ক ও উইকেটরক্ষক): (১৫ ম্যাচ, ৪৬২ রান, গড়: ৩৫.৫৩, স্ট্রাইকরেট: ১৬০.৪১, সর্বোচ্চ ইনিংস: ৮০*)
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): (২৫ ম্যাচ, ৯৯৬ রান, গড়: ৪৫.২৭, স্ট্রাইকরেট: ১২২.৯৬, সর্বোচ্চ ইনিংস: ৮৮*)
৩. সূর্যকুমার যাদব (ভারত) : (৩১ ম্যাচ, ১১৬৪ রান, গড়: ৪৬.৫৬, স্ট্রাইকরেট: ১৮৭.৪৩, সর্বোচ্চ ইনিংস: ১১৭)
৪. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : (২১ ম্যাচ, ৭১৬ রান, গড়: ৪৪.৭৫, স্ট্রাইকরেট: ১৫৬.৩৩, সর্বোচ্চ ইনিংস: ১০৪)
৫. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) : (১৬ ম্যাচ, ৩৬১ রান, গড়: ৬০.১৭, স্ট্রাইকরেট: ১৬৪.৮৪, সর্বোচ্চ ইনিংস: ১০৬*)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : (২৪ ম্যাচ, ৭৩৫ রান, গড়: ৩৫, স্ট্রাইকরেট: ১৫০.৯২, সর্বোচ্চ ইনিংস: ৮৭,২৫ উইকেট, ইকোনমি: ৬.১৩, বোলিং গড়: ১৭.৬৮, সেরা বোলিং: ৪ /৮)
৭. শাদাব খান (পাকিস্তান) : (২০ ম্যাচ, ২০১ রান, গড়: ২০.১০, স্ট্রাইকরেট: ১৫৪.৬১, সর্বোচ্চ ইনিংস: ৫২,২৫ উইকেট, ইকোনমি: ৬.৭৯, বোলিং গড়: ২০.৫৬, সেরা বোলিং: ৪ /৮)
৮. স্যাম কারান (ইংল্যান্ড) : (১৯ ম্যাচ, ২৫ উইকেট, ইকোনমি: ৭.৫৬, বোলিং গড়: ২১.০৮, সেরা বোলিং: ৫/১০)
৯. আদিল রশিদ (ইংল্যান্ড) : (২৪ ম্যাচ, ১৯ উইকেট, ইকোনমি: ৭.৫০, বোলিং গড়: ৩৪.৩৬, সেরা বোলিং: ২/১৭)
১০. হারিস রউফ (পাকিস্তান) : (২৩ ম্যাচ, ৩১ উইকেট, ইকোনমি: ৭.৫৪, বোলিং গড়: ২০.৭৪, সেরা বোলিং: ৩/২৮)
১১. ভুবনেশ্বর কুমার (ভারত) : (৩২ ম্যাচ, ৩৭ উইকেট, ইকোনমি: ৬.৯৮, বোলিং গড়: ১৯.৫৬, সেরা বোলিং: ৫/৪)
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে