ঘরের মাঠে কী দুর্দান্তভাবেই না টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ওমান। উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। প্রথম ম্যাচেই এমন ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশকে যেন একটা বার্তাই দিয়ে রাখল ওমান।
মাসকাটের আর আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৯ রানে থামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউ গিনি। ওমান লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ম্যাচ জেতে ৩৮ বল অক্ষত রেখে! দুই ওপেনারই তুলে নেন ফিফটি। যতীন্দর সিং ৭৩ ও আকিব ইলিয়াস ৫০ রানে অপরাজিত থাকেন।
পাপুয়া নিউগিনির ওপেনাররা ছিলেন পুরোপুরি বিপরীত। রানের খাতাই খুলতে পারেননি টনি উরা ও লেগা সিয়াকা। বিনা রানে ২ উইকেট হারিয়ে বড় ধাক্বাই খায় পাপুয়া।
এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ৮১ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দেয় তারা। তবে দলীয় ৮১ রানে আমিনি আউট হলে ছন্দপতন হয় পাপুয়ার। ৮১ থেকে ১১৮ রানের মধ্যে ৭ উইকেট হারায় নবাগত দলটি। এতে শেষ দিকে রান তোলার গতিও কমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ভালা। ২০ রানে ৪ উইকেট নিয়ে ওমানের সেরা বোলার অধিনায়ক জিশান মকসুদ।
আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সহ-আয়োজক ওমান।
ঘরের মাঠে কী দুর্দান্তভাবেই না টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ওমান। উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। প্রথম ম্যাচেই এমন ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশকে যেন একটা বার্তাই দিয়ে রাখল ওমান।
মাসকাটের আর আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৯ রানে থামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউ গিনি। ওমান লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ম্যাচ জেতে ৩৮ বল অক্ষত রেখে! দুই ওপেনারই তুলে নেন ফিফটি। যতীন্দর সিং ৭৩ ও আকিব ইলিয়াস ৫০ রানে অপরাজিত থাকেন।
পাপুয়া নিউগিনির ওপেনাররা ছিলেন পুরোপুরি বিপরীত। রানের খাতাই খুলতে পারেননি টনি উরা ও লেগা সিয়াকা। বিনা রানে ২ উইকেট হারিয়ে বড় ধাক্বাই খায় পাপুয়া।
এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ৮১ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দেয় তারা। তবে দলীয় ৮১ রানে আমিনি আউট হলে ছন্দপতন হয় পাপুয়ার। ৮১ থেকে ১১৮ রানের মধ্যে ৭ উইকেট হারায় নবাগত দলটি। এতে শেষ দিকে রান তোলার গতিও কমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ভালা। ২০ রানে ৪ উইকেট নিয়ে ওমানের সেরা বোলার অধিনায়ক জিশান মকসুদ।
আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সহ-আয়োজক ওমান।
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে