ঘরের মাঠে কী দুর্দান্তভাবেই না টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ওমান। উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। প্রথম ম্যাচেই এমন ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশকে যেন একটা বার্তাই দিয়ে রাখল ওমান।
মাসকাটের আর আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৯ রানে থামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউ গিনি। ওমান লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ম্যাচ জেতে ৩৮ বল অক্ষত রেখে! দুই ওপেনারই তুলে নেন ফিফটি। যতীন্দর সিং ৭৩ ও আকিব ইলিয়াস ৫০ রানে অপরাজিত থাকেন।
পাপুয়া নিউগিনির ওপেনাররা ছিলেন পুরোপুরি বিপরীত। রানের খাতাই খুলতে পারেননি টনি উরা ও লেগা সিয়াকা। বিনা রানে ২ উইকেট হারিয়ে বড় ধাক্বাই খায় পাপুয়া।
এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ৮১ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দেয় তারা। তবে দলীয় ৮১ রানে আমিনি আউট হলে ছন্দপতন হয় পাপুয়ার। ৮১ থেকে ১১৮ রানের মধ্যে ৭ উইকেট হারায় নবাগত দলটি। এতে শেষ দিকে রান তোলার গতিও কমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ভালা। ২০ রানে ৪ উইকেট নিয়ে ওমানের সেরা বোলার অধিনায়ক জিশান মকসুদ।
আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সহ-আয়োজক ওমান।
ঘরের মাঠে কী দুর্দান্তভাবেই না টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ওমান। উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। প্রথম ম্যাচেই এমন ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশকে যেন একটা বার্তাই দিয়ে রাখল ওমান।
মাসকাটের আর আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৯ রানে থামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউ গিনি। ওমান লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ম্যাচ জেতে ৩৮ বল অক্ষত রেখে! দুই ওপেনারই তুলে নেন ফিফটি। যতীন্দর সিং ৭৩ ও আকিব ইলিয়াস ৫০ রানে অপরাজিত থাকেন।
পাপুয়া নিউগিনির ওপেনাররা ছিলেন পুরোপুরি বিপরীত। রানের খাতাই খুলতে পারেননি টনি উরা ও লেগা সিয়াকা। বিনা রানে ২ উইকেট হারিয়ে বড় ধাক্বাই খায় পাপুয়া।
এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ৮১ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দেয় তারা। তবে দলীয় ৮১ রানে আমিনি আউট হলে ছন্দপতন হয় পাপুয়ার। ৮১ থেকে ১১৮ রানের মধ্যে ৭ উইকেট হারায় নবাগত দলটি। এতে শেষ দিকে রান তোলার গতিও কমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ভালা। ২০ রানে ৪ উইকেট নিয়ে ওমানের সেরা বোলার অধিনায়ক জিশান মকসুদ।
আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সহ-আয়োজক ওমান।
শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না নেইমার। জোড়া গোল তো দূরে থাক, ব্রাজিলের ফরোয়ার্ড গোলই পেতেন কালোভদ্রে। অবশেষে আজ সান্তোসের জার্সিতে করলেন জোড়া গোল। তাঁর এমন পারফরম্যান্সে ভক্ত-সমর্থকেরা স্বাভাবিকভাবেই ব্রাজিলের জার্সিতে দেখতে মুখিয়ে আছেন।
৮ মিনিট আগেআম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের বাজে আচরণের ঘটনা নতুন কিছু না। প্রায়ই কোনো না কোনো ঘটনায় ক্রিকেটাররা অসন্তোষ প্রকাশ করেন আম্পায়ারের সিদ্ধান্তে। বাজে আচরণে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে শাস্তিও পেয়ে থাকেন।
২ ঘণ্টা আগেঅ্যাডভেঞ্চার, থ্রিলার—সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে কী ছিল না! পাঁচ ম্যাচের সিরিজে রান হয়েছে ৭১৮৭। ভেঙেচূড়ে গেছে অনেক রেকর্ড। মাঠের ক্রিকেটের বাইরেও তাক লাগানো ঘটনা ঘটেছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে। যার মধ্যে পুরস্কার বণ্টন নিয়ে আসল ঘটনা ফাঁস করেছেন দিনেশ কার্তিক।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট শেষ মুহূর্তে অনেক রোমাঞ্চ ছড়িয়েছে। গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
৩ ঘণ্টা আগে