Ajker Patrika

কেন্দ্রীয় চুক্তিতেও ভালো খেলার সুফল পেলেন জয়সওয়াল

কেন্দ্রীয় চুক্তিতেও ভালো খেলার সুফল পেলেন জয়সওয়াল

গুঞ্জনটাই সত্যি হলো। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ভারতের দুই উদীয়মান ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। বোর্ডের নির্দেশনার পরেও রঞ্জি ট্রফিতে না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দুজনে।

আজ ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করার আগে থেকেই গুঞ্জন ছিল আইয়ার–কিষানকে বাদ দিতে যাচ্ছে বিসিসিআই। আজ যখন ৩০ জনের তালিকা প্রকাশ করল ভারত তখন তাঁদের নামও দেখা যায়নি। যদিও পরে রঞ্জি ট্রফিতে দুজনে যোগ দিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হলো না তাঁদের। 

৩০ জন ক্রিকেটারকে ৪ ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিসিআই। গ্রেড এ প্লাসে আছেন—রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা। গ্রেড এ-তে আছেন ছয় ক্রিকেটার। তাঁরা হচ্ছেন—রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া। 

অন্যদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া যশস্বী জয়সওয়াল ক্যাটাগরি গ্রেড বি-তে আছেন। আজ টেস্টে র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাঁহাতি ব্যাটারের। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটারের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা। আর শেষ ক্যাটাগরি সি-তে আছেন রিংকু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, শ্রীকর ভরত, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান ও রজত পতিদাররা। গত বছর বিসিসিআইয়ারের চুক্তিতে ২৬ ক্রিকেটার ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত