Ajker Patrika

আইপিএলের ধকল কাটাতে মোস্তাফিজও নেই, ফিরেছেন সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১১: ২১
আইপিএলের ধকল কাটাতে মোস্তাফিজও নেই,  ফিরেছেন সাইফউদ্দিন

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডির হয়ে সুপার লিগের দুটি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্বে নেই সাকিব আল হাসান। সেটি জানাই ছিল। আজ জানা গেল, জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে নেই মোস্তাফিজুর রহমানও। টানা খেলার ধকল কাটিয়ে ওঠার সুযোগ দিতেই তাঁকে দলে রাখা হয়নি বলে জানিয়েছে বিসিবি। 

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে নেই মোস্তাফিজ, তিনি এখন আইপিএল নিয়ে ব্যস্ত। তাঁর অনাপত্তিপত্র (এনওসি) আছে চেন্নাইয়ের ১ মে ম্যাচ পর্যন্ত। এসেই টানা খেলার ধকল কাটিয়ে উঠতে কদিনের বিশ্রাম চেয়েছেন বাঁহাতি পেসার। ফিজের অনুরোধ রেখেছেন নির্বাচকেরা। আজ দল ঘোষণার ব্যাখ্যায় নির্বাচক হান্নান সরকার বলেছেন, ‘মোস্তাফিজ লম্বা সময় খেলার মধ্যে আছে। বিপিএল, শ্রীলঙ্কা সিরিজ, আইপিএল—তার ধকল কাটিয়ে ওঠার ব্যাপার আছে, মানসিক ও শারীরিক দুটিতেই। মোস্তাফিজের সঙ্গে আমাদের কথা হয়েছে। সে যেকোনো একটা অংশে (জিম্বাবুয়ে সিরিজের) ধকল কাটিয়ে উঠতে সময় চেয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম অংশে (চট্টগ্রাম পর্বে) না রাখার, প্রথম তিনটি ম্যাচে। তাকে পরের দুটি ম্যাচে (মিরপুরে) হয়তো অন্তর্ভুক্ত করতে পারি।’ 
 
আর সাকিবের না থাকার বিষয়টি হান্নান বলেছেন, ‘সাকিব আল হাসান ৩০ এপ্রিল আসবে (যুক্তরাষ্ট্র থেকে)। সে ডিপিএলের দুটি ম্যাচ খেলার ইচ্ছার কথা আমাদের জানিয়েছিল। টিম ম্যানেজমেন্টসহ সবার সঙ্গে আলোচনা করে আমাদের মনে হয়েছে, এটা খেলতে পারে। নিজেকে তৈরি করতে টি-টোয়েন্টিতে যে সময় পাওয়া যায় না, ৫০ ওভারে সে সময় পাওয়া যায়। ব্যাটিং-বোলিংয়ে প্রস্তুতি যেন সেরে নিতে পারে, সে কারণে প্রথম তিন ম্যাচে নেই।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া নিয়ে হান্নানের ব্যাখ্যা, ‘তিনজন ওপেনারের মধ্যে যার এখনো অভিষেক হয়নি, তানজিদ তামিমকে সম্ভাবনাময় মনে হয়। টি-টোয়েন্টি সংস্করণে যে ধরনের ক্রিকেট খেলা উচিত, তার সেই সামর্থ্য আছে। সে কারণে তাকে নিয়েছি।’ পারভেজ ইমনকে সুযোগ দেওয়া নিয়ে বিসিবির নির্বাচক বলেছেন, ‘ইমনকেও নিয়েছি। সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। এ কারণে তাকে রাখা হয়নি।’ 

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৩ মে। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকসআর সাকিব না থাকায় ফিরেছেন আফিফ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেড় বছরের ফেরার অপেক্ষা ফুরোচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিনেরও। ২০২২ সালের অক্টোবর মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই সাইফউদ্দিনের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। ‘জানেন, সাকিব যেহেতু প্রথম তিন ম্যাচে নেই—এ কারণে আফিফকে অন্তর্ভুক্ত করেছি। সাইফউদ্দিনকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করি, তাকে খেলানোর পরিকল্পনা আছে আমাদের।’—হান্নানের ব্যাখ্যা। 

জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত