Ajker Patrika

অধিনায়কত্ব কি বাবরের ওপর বোঝা হয়ে যাচ্ছে, মিয়াঁদাদের প্রশ্ন

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৭: ২০
অধিনায়কত্ব কি বাবরের ওপর বোঝা হয়ে যাচ্ছে, মিয়াঁদাদের প্রশ্ন

ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড গড়লেও কিছুটা ধারাবাহিক ছন্দে নেই বাবর আজম। পাকিস্তান দলকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। অধিনায়কত্বের চাপ তার ব্যাটিংয়ে বোঝা হচ্ছে কি না, সে ব্যাপারে প্রশ্ন করেছেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবির) বাবরের সঙ্গে সরাসরি কথাও বলতে বলেছেন পাকিস্তান কিংবদন্তি।

পাকিস্তান-ইংল্যান্ড চলতি টি-টোয়েন্টি সিরিজ এখন রয়েছে ৩-৩ সমতায়। এই ছয় ম্যাচে বাবর করেছেন ২৮১ রান। একটি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে। তবে ২৮১ এর মধ্যে দুই ম্যাচেই বাবর ১৯৭ রান করেছেন, বাকি চার ম্যাচে করেছেন ৮৪ রান। অধিনায়ক বাবরের প্রশংসা করেছেন ঠিকই। তবে অধিনায়কত্বের চাপ বাবরের ব্যাটিংয়ে পড়ছে কি না, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন মিয়াঁদাদ। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘বাবর বিশ্বসেরা ব্যাটার। কিন্তু বোর্ডের তাকে জিজ্ঞেস করা উচিত যে অধিনায়কত্বের বোঝা তার ওপর পড়ছে কি না। বোর্ড এবং তার মধ্যে স্পষ্ট আলোচনা হওয়া উচিত। যদি তার মনে হয় ব্যাটার এবং অধিনায়ক হিসেবে সে পারফর্ম করতে পারবে, তাহলে সে অধিনায়কত্ব করুক।  আর বোর্ডেরও বাবরকে পরিষ্কার বলে দেওয়া উচিত যে সে (বাবর) তাদের পছন্দের অধিনায়ক।’

ক্রিকেট যে একই সঙ্গে ব্যক্তিগত এবং দলগত খেলা, সে ব্যাপারে জোর দিয়েছেন মিয়াদাঁদ। এমনকি ক্রিকেটারদের সবার আগে দেশের হয়ে খেলার ব্যাপারে ভাবা উচিত বলে জানিয়েছেন মিয়াঁদাদ। পাকিস্তানের এই কিংবদন্তি বলেছেন, ‘খেলোয়াড়দের সবার আগে পাকিস্তানের হয়ে খেলার কথা ভাবতে হবে। পাকিস্তানিদের বুঝতে হবে যে তারা সেরা দেখেই একাদশে সুযোগ পেয়েছে। আপনি যথেষ্ট ভালো কি না, সেই প্রশ্নের সুযোগ নেই। আপনি ভালো ক্রিকেটার, এখন শুধু নির্দিষ্ট দিনে আপনাকে পারফর্ম করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত